মামদোভুত

লিখেছেন লিখেছেন জোনাকি ০৭ এপ্রিল, ২০১৪, ১০:৩৯:৫৩ সকাল

মামদোভুতের নৃত্য, জ্বলছে আমার পিত্ত।

যাচ্ছে এ মন ডুবে অনিশ্চিতের কুপে।

করছে যে ভনভন মশারই মতন।

‘থাপ্পড়ে’ কয় মন ‘কতল করিক্ষণ’।

Rolling Eyes

পরিক্ষার ঐ খাতা, এরিজোনার মরু

হয়কিনাহয় সে ভয়ে মন কাঁপে দুরুদুরু।

তবুও কেন ধুরু! কুঁচিয়ে আমার ভুরু।

সিরিয়ালের ঠোংগা পড়ি।

ফেসবুকের ঐ পোঙ্গা পড়ি।

আবর্জনাও অতি মনোযোগে শুঁকি।

জাগল রত জোকার? নাকি অবুঝ কোন খুকি?

Happy

তারপরে যাই রেগে, উঠি আমি জেগে।

ইবলিস থরথর! আমার ফোকাস দেখে।

চুল ছিড়ে আর কাঁদে, কয় খালি আফসোসে

এই মেয়েরে রাগিয়ে দেয়া কত্ত বোকামিযে!

Star

ফেরেশতারা নামে, এহেন গলদ্ঘামে,

পাখায় বাতাস করে, নাপায় যেন জ্ব্ররে।

সেকেন্ড, মিনিট ঘন্টা, পড়ি দিয়ে মন্টা।

পড়ি বসেসুয়ে, মামদোবাজী থুয়ে।

Skull

পরিক্ষাটা এলে, ভুতটা পাখা মেলে।

ইস্টি হয়ে আসে, মিষ্টি দইয়ে হাসে।

সাজে প্রাণের সৈ, পর হয়ে যায় বই।

ইচিংবিচিং চিটিংখেলে, দুঃখ কারে কই?

Shame On You

ভুতটা এলে নো-বিলম্ব, ছুটিয়ে দিবি ওর ধম্ম।

টুটিয়ে দিবি ঠ্যং, ল্যাং মেরে এক ল্যাং।

বিষয়: সাহিত্য

১১৫৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203710
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৪
উড়ালপঙ্খী লিখেছেন : ভাল লাগলো Happy
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৭
153003
জোনাকি লিখেছেন : থ্যাংকস। Happy
203718
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চমৎকার! ছড়ার গড়ার গড়গড়ানি....
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২২
153157
জোনাকি লিখেছেন : গড়ানোর জন্য ধন্যবাদ।
203733
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৫
প্রবাসী আশরাফ লিখেছেন : Applause ভাবতাছি আগামীকার আপনার কোন পরীক্ষার ব্যবস্থা করা যায় কিনা... Thinking...এত্তো মজার একটা ছড়া ব্লগবাসীকে উপহার দেবার জন্য বিরাট বড় একটা ধন্যবাদ সংগে রক্তগোলাপ ফ্রি... Rose Rose Rose
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
153158
জোনাকি লিখেছেন : প্ররিস্কা!Crying
এত্তগুলো Praying ধন্যবাদ।
203735
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৬
ইক্লিপ্স লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪২
153053
জোনাকি লিখেছেন : প্রিয় আপু, ধন্যবাদ।
203849
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৮
ফেরারী মন লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
153162
জোনাকি লিখেছেন : উৎসাহিতা,আল্লাদিতা। কৃতজ্ঞতা।
203916
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৮
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
মিষ্টি ভূত আছে?!
Angel Smug Tongue
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
153159
জোনাকি লিখেছেন : থাকনের কথা।:Thinking
Happy ধন্যবাদ
204083
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৫
শুকনোপাতা লিখেছেন : খুব সুন্দর কাব্য,মজা পেলাম Happy
০৭ এপ্রিল ২০১৪ রাত ১০:০৫
153238
জোনাকি লিখেছেন : ধন্যবাদ আপু/ ভাইয়া।
204237
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৫:২৮
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০৩
153356
জোনাকি লিখেছেন : ji pore eshechi vallegeche. thanks a looot.
204307
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : বেশ মজার তো! এই ভুতটার বাড়ি কই! Love Struck Rose
০৯ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৮
153825
জোনাকি লিখেছেন : thanks for visiting here.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File