তোমার প্রেম
লিখেছেন লিখেছেন জোনাকি ০৭ আগস্ট, ২০১৩, ০৯:৩০:৩০ সকাল
এত দোষ করি দিন রাত ধরে
তবুও যে তুমি দাও ক্ষমা করে,
পাঠিয়ে দাও বৃস্টি আমার জন্য
নিরবে গোপনে আমাকেই কর ধন্য।
তোমার দানের সিমা পরিসিমা নেই
তোমার দয়ার তুলনা কিভাবে দেই?
এতো ভুল করি বেখেয়াল হই
বুঝেও বুঝিনা দূরে দূরে রই,
সকাল সাজাও তবুও রোদের দ্যুতিতে
জড়িয়ে রাখ ভালবাসা ও প্রিতিতে।
তোমার প্রেমের সিমা পরিসিমা নেই
তোমার গুণের তুলনা কোথাও নেই
~২০০৯
বিষয়: বিবিধ
১৮৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন