জংলীগীতি

লিখেছেন লিখেছেন জোনাকি ০৯ জুন, ২০১৩, ১০:১৯:৩৯ রাত



১, টাটকা বাঁশির শিশ।

কি যে দারুণ ঈশ!

কোন পাখীটা দিস?

নাই তো উনিশ বিশ।

কে যে রে বল তোর সুরোকার?

তার ঠিকানা দিস।



২, চুক্কামিঠা বাজনা কে বাজাস?

ঘুঙরু, সানাই কই যে তোরা পাস?

কাঁচ্চাপাকা কোরাস তোরা জোড়াজোড়া গাস।

তার নক্সাটা কি খাস!

ঐ বন্যগীতির অন্তরাতে মনটারে হারাস।



৩, জঙ্গলে এক জংলী গাতক হই ।

ওদের সুরে সুর মিলিয়ে কই,

আমারে নে সঙ্গী করে যাত্রা দলে ঐ,

ছন্দতালে ছল্কে বেড়াই ছলাৎছলাৎছৈ।

বিষয়: বিবিধ

১৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File