জল টল
লিখেছেন লিখেছেন জোনাকি ০২ মে, ২০১৩, ০৯:২২:৫৪ সকাল
রোদহাওয়াজল টলমলমল
.................ঘাসগুলো চমকায়।
ঘাসফুলেরা হেসেই সারা
.....................হাত্তালিতে গায়।
ফড়িং নাচে তাত্তাধিনা
......................প্রজাপতি ধায়।
আধারধোয়া ভোরের সুরুজ
আকাশছোঁয়া সোনার বুরুজ
......................কে উঠালো ঐ?
তাঁর কোলে আই রই।
জীবন যদি চাইগো সবাই
....................আলোতে থৈথৈ।
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন