মরার দশাই
লিখেছেন লিখেছেন জোনাকি ০১ মে, ২০১৩, ০৭:৫১:৩৯ সকাল
১
নেতা তো নাই, নেতা তো নাই।
পুরুষ নামক হিজড়া সবাই!
শাড়ি পরে নাচুন না ভাই!!
খালারা সব খেমতাতে যায়।
মামার জোরে ধামা বাজায়।
আর বাঁচানাই, আর বাঁচানাই।
ওরা কশাই, ওরা কশাই!
আমরা যাদের গদিত বসাই
মরার দশাই, মরার দশাই।
২
জংদের ভং দেখে শং ও ভুলে রঙ যে।
রাগে হয় টং টং! কাঁপে ঠং ঠং যে।
রানাদের মামাদের দানাপানি দেয় কে?
তাহাদের ছাল ছিলে ঝাল দিবি আই কে?
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন