নজরুল গীতি-আমায় নহে গো...

লিখেছেন লিখেছেন আমি এক নিশাচর ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৮:৫৯ সকাল

আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান,

বনের পাখিরে কে চিনে রাখে? গান হলে অবসান।

ভালোবাস মোর গান.....

চাঁদেরে কে চায়? জোছনা সবাই যাচে..

গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে(২ বার)

তুমি বুঝিবেনা বুঝিবেনা আলো দিতে কতো পুড়ে

কত প্রদীপের প্রাণ..!

ভালোবাস মোর গান..

যে কাঁটালতার আঁখিজল হায়, ফুল হয়ে ওঠে ফুটে

ফুল নিয়ে তার দিয়াছ কি কিছু শুন্য পত্র পুটে?

ফুল হয়ে ওঠে ফুটে..।

সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে...

কি তৃষা জাগে? সে নদীর হিয়া তলে।(২বার)

বেদনার মহা সাগরের কাছে করো করো সন্ধান।

ভালেবাস মোর গান।

আমায় নহে গো ভালোবাস শুধু ভালোবাস মোর গান।

.................সংগ্রহে- আমি এক নিশাচর।

বিষয়: বিবিধ

১৬৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File