সৌর হিজরি ক্যালেন্ডারঃ পৃথিবীর নির্ভুলতম ক্যালেন্ডার
লিখেছেন লিখেছেন পার্টিশন ৪৭ ২১ ডিসেম্বর, ২০১৪, ১০:৪১:১০ রাত
আজ ২১শে ডিসেম্বর, ২০১৪, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর তিরোধান দিবস। আজ সরকারি ছুটির দিন।
না। বাংলাদেশে নয়। ইরানে। ইরানি ক্যালেন্ডার অনুযায়ী আজ মহানবীর তিরোধান দিবস। ইরানি ক্যালেন্ডারে আজ ১৩৯৩ সালের অজার মাসের ৩০ তারিখ। ইরানি ক্যলেন্ডারকে বলা হয় শামসি হিজরি বা সোলার হিজরি বা বাংলায় সৌর হিজরি ক্যালেন্ডার। অর্থাৎ রসুল (সাঃ)-এর মদিনায় হিজরতের সালকে ১ সাল ধরে বর্তমান সাল গণনা করা হয়। বর্তমানে এটি পৃথিবীর নির্ভুলতম ক্যালেন্ডার হিসেবে পরগনিত। তবে লিপইয়ার গণনা রীতি বেশ কঠিন।
ইরানি ক্যালেন্ডার মানব সভ্যতার ইতিহাসে অন্যতম প্রাচীন ক্যালেন্ডার। অতি প্রাচীন কাল থেকেই ইরানিরা ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা অনুভব করে এবং তা ব্যবহার করে আসছে। তবে এর গণনা রীতি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। ইরানি নবী জরথ্রুস্তের আবির্ভাব কাল থেকেই ইরানি ক্যালেন্ডারের প্রচলন শুরু হয়। ইরানিদের বর্ণমালা, শাসকবর্গ ও ধর্মীয় বিশ্বাসে পরিবর্তনের সাথে বিভিন্ন মাসের নাম ও গণনা রীতি পরিবর্তিত হয়েছে। যদিও বার মাসের নাম মোটামুটি একই আছে। এর নির্ভুল গণনা রীতি প্রচলিত হয় একাদশ শতাব্দীতে কবি ও জোতির্বিদ ওমর খৈয়মের নেতৃত্বে জালালি ক্যালেন্ডার নামে। ১৯২৫ সালে এটিকে ইরানের পার্লামেন্ট দেশের অফিসিয়াল ক্যালেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করে। ইরানের সর্বশেষ রাজা রেজা শাহ পাহলভি ১৯৭৬ সালে ক্যালন্ডারের হিসাব পদ্ধতিতে সামান্য পরিবর্তন এনে এর ১ম সালকে প্রায় ১২০০ বছর আগে নিয়ে হিসাব করার আদেশ জারি করেছিলেন। সালটিকে ধরা হয় ইরানের সম্রাট সাইরাসের ক্ষমতায় আরোহণের বছর হিসেবে। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর পুনরায় আগের অবস্থায় নিয়ে যাওয়া হয় যা বর্তমান অবধি প্রচলিত আছে। আফগানিস্তান একই ক্যালেন্ডার ১৯৫৭ সালে তাদের অফিসিয়াল ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করে এবং আজ অবধি প্রচলিত আছে।
বিষয়: বিবিধ
১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন