আওয়ামী লীগের আমলনামা [ডিজিট্যাল ৫ বছর] শেয়ার করুন ।

লিখেছেন লিখেছেন মোহামমাদ শাওকত ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:১৬:১৭ সন্ধ্যা

আওয়ামী লীগের আমলনামা [ডিজিট্যাল ৫ বছর] শেয়ার করুন ।



১. বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা।

২. জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন।

৩. নিজেরগুলোসহ আওয়ামী নেতা-কর্মীদের খুন,ধর্ষন ডাকাতি লুটপাটের হাজার হাজার মামলা প্রত্যাহার।

৪. বেগম খালেদা জিয়াকে তারতিন যুগের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ঈদের পূর্বদিন অমানবিকভাবে উচ্ছেদ।

৫. ভারতের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তি সই।

৬. গোপন চুক্তির মাধ্যমে অথবা কোনো চুক্তি ব্যতীত ভারতকে রাষ্ট্রবিনাশী করিডোর প্রদান।

৭. টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতার পরিবর্তে সরবে তার পক্ষে ওকালতি।

৮. দেশের জনগণকে তিস্তা পানি চুক্তির আশা দিয়ে ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ।

৯. ভারতকে বাংলাদেশের জমি একতরফা প্রদান।

১০. বিচারবিভাগসহ প্রতিটিরাষ্ট্রীয় প্রতিষ্ঠান নগ্ন দলীয়করণ।

১১. শেয়ারবাজার থেকে সাধারণ বিনিয়োগকারীর লাখো- কোটি টাকা ডাকাতি।

১২. পঞ্চম সংশোধনী বাতিল।

১৩. সংবিধান থেকে আল্লাহ্র প্রতি আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেয়া।

১৪. কথিত ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নামে সারা দেশে ইসলাম বিরোধী আবহ তৈরি।

১৫. ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জোর করে বাঙালি বানিয়ে পিতার মতো পুনরায় পার্বত্য অঞ্চলকে অশান্ত করা।

১৬. তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল।

১৭. বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রেরভয়াবহ নির্যাতন।

১৮. মানবাধিকারের চরম লঙ্ঘন।

১৯. সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ।

২০. সরকারে সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহ বিস্তার।

২১. ড. ইউনূসসহ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে অপমান ও নিগ্রহ।

২২. পারিবারিক জমিদারির মতো করে রাষ্ট্রকে ব্যবহার।

২৩. আরিয়াল বিলে বিমান বন্দর তৈরির নামে লুটপাটের অপচেষ্টা।

২৪. বিরোধী দলীয় চিফ হুইপকে প্রকাশ্য রাজপথে অর্ধউলঙ্গ করে লাঠিপেটা এবং পুলিশের গাড়ি থেকে লাথি মেরে ফেলে প্রাণনাশের চেষ্টা করা।

২৫. নাটোরের বাবু, নরসিংদীর লোকমান, ঢাকার চৌধুরী আলমের মতো জনপ্রতিনিধিদের

সরকারি পেটোয়া বাহিনী কর্তৃক প্রকাশ্যে হত্যা অথবা গুম- খুন।

২৬. দ্রব্যমূল্যের অসহনীয়বৃদ্ধি।

২৭. আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি।

২৮. দেশের সার্বিক অর্থনীতিতে ধস সৃষ্টি।

২৯. দেউলিয়া পররাষ্ট্র নীতির মাধ্যমে বাংলাদেশকেইসলামী বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা।

৩০. আমাদের গর্ব ও ঐতিহ্যের রাজধানী ঢাকা ভাগ।

৩১. ডেস্টেনি/ইউনিপেটুইউ কেলেংকারী।

৩২. হলমার্ক কেলেংকারী।

৩৩. বিসমিল্লাহ গ্রুপ কেলেংকারী।

৩৪. পদ্মা সেতু কেলেংকারী।

৩৫. রেলওয়ের কালো বিড়াল কেলেংকারী।

৩৬. বিশ্বজিৎ হত্যা।

৩৭. একদিনে ৬০ জন মানুষ হত্যার রেকর্ড।

৩৮. রামুতে বৌদ্ধবিহারে আগুন কেলেংকারী।

৩৯. ইলিয়াস আলী সহ বিরোধী দলের অনেক নেতা গুম।

৪০. এমসি কলেজে আগুন।

৪১. বহদ্দার হাট ফ্লাইওভার ট্র্যাজেডি।

৪২. আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্রাজেডি।

৪৩. সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়া এবং গণমাধ্যমের উপর অব্যহত নিপীড়ন।

৪৪. ব্যাংকিং খাত সহ আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসকরন।

৪৫. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল কেলেংকারী।

৪৬. পাঠ্যপুস্তকে ধর্ম অবমাননামূলক বিষয় অর্ন্তভুক্ত করা

৪৭. ৬ মে আলেম উলামাদের হত্যা

৪৮. রানা প্লাজা ট্রাজেডি

৪৯. বিবিসি-সিএনএন-কানাডা-লাভালিন সাক্ষাতকার কেলেঙ্কারি

৫০. মন্ত্রিদের রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়ে টেলিভিশন ও ব্যাঙ্কের মালিক বনে যাওয়া।

>> লড়াকু সৈনিক

বিষয়: রাজনীতি

১৬৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File