বিএনপি'র পরিকল্পনাহীন রাজনীতি

লিখেছেন লিখেছেন গাছপাথর ০১ মার্চ, ২০১৩, ০৫:০০:১৩ সকাল

চরম এক ক্রান্তিলগ্নে আজ দেশের রাজনীতি। সাইদীর মামলার রায়ের পর সহিংসতায় সারাদেশে ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।রক্তের হোলিখেলা চলছে বাংলাদেশে। এসব দৃশ্য দেখা গেছে ইতিহাসের পাতায়। আজ আবারও ইতিহাস সংগঠিত হল। এ ইতিহাস বড়ই করুন ইতিহাস। নিদারুন দু:খজনক ইতিহাস।

সারাদেশে হতাহতের বেশিরভাগই জামায়াত-শিবিরকর্মী। এই চরম ক্রান্তিলগ্নে প্রধান বিরোধী দল বিএনপির নীরবতা হতাশাজনক। রাজনীতিতে সেই আদিকাল থেকেই একটি নীতি প্রচলিত আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। জামায়াত যখন আজ বুক চিতিয়ে লড়াই করছে, তখন বিএনপি রাস্তায় নেমে আসলেই পুরো রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যেত।

এটা সহজেই বোধগম্য যে, বহুল আলোচিত যুদ্ধাপরাধ ইস্যুতে কৌশলগত কারনে বিএনপি পরিষ্কার কোন অবস্থান নেবে না।কিন্তু বিএনপির মুল দাবি তত্বাবধায়ক সরকারের আন্দোলন নিয়েও ঠিকই তারা মাঠে থাকতে পারত। শাহবাগের গণজমায়েত দেখে তো ভয় পাবার কিছু নেই। আপনারা তত্বাবধায়ক সরকারের দাবীতে পাল্টা জমায়েত করতে পারতেন। এতে ঢাকা শহরে যদি প্রত্যাশিত সাড়া নাও পেতেন, তারপরও সারাদেশে ঠিকই সাড়া মিলত।

বিএনপি রাজনীতির একটি মারাত্মক ভুল হচ্ছে আন্দোলনের মাঠ ছেড়ে দিয়ে। আজ যদি বিএনপি আগে থেকেই রাজনীতির মাঠে থাকতো, তাহলে আওয়ামীলীগ, ছাত্রলীগ আর পুলিশলীগ গুলি করে এত মানুষ মারার সাহস পেত না। আর মারলেও এক দফা দাবি নিয়ে হাসিনার পদত্যাগ দাবি করার জন্য যথার্থ ইস্যু পাওয়া সম্ভব হতো। আজকের ম্যাডাম জিয়ার সংবাদ সম্মেলনে তাই রাস্তায় নামার কর্মসূচী প্রত্যাশা করছি।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File