পরিবর্তন
লিখেছেন লিখেছেন নুরুল আলম মাসুম ১৭ মার্চ, ২০১৩, ০৫:১০:২২ বিকাল
আজকাল একটা পরিবর্তন নিয়ে আমি প্রায় ই ভাবতে বাধ্য হই। আমার অতীত জীবনে আমি খুবই প্রাণচঞ্চল ছিলাম। ভালো এবং মন্দের সংমিশ্রণ ছিল। ধর্ম পালন করলেও ধার্মিক ছিলাম না। সুতরাং ধর্মীও বাধন ছাড়া একজন মানুষের জীবনে যে স্বাধীনতা ভুগ করে আমিও সেটা করছিলাম। কিন্তু জীবনের একটা পর্যায় এসে আমার ভাবনার পরিবর্তন ঘটে কিছু সৎ মানুষের সংস্পর্শে। আলহামদুলিল্লাহ আমি ভাবতে শুরু করি এক নতুন জীবন নিয়ে। মানুষের জীবন পুরোপুরি স্বাধীন হতে পারেনা কখনো। তাকে স্রস্টার এক বেধে দেয়া নিয়মেই জীবন পরিচালনা করতে হয়। আমিও সেভাবেই নিজেকে পরিচালনা শুরু করি আর তখনি বাধে বিপত্তি। আমার চেনা পরিবেশ বদলে যেতে লাগলো, বন্ধুবান্ধব হ্রাস পেতে লাগলো, মাঝে মাঝে ভেসে আসতে লাগলো তির্যক মন্তব্য। তবু আমি বিচলিত হইনি, ভাবলাম পরিবর্তন কে মেনে নিতে মানুষের কষ্টই হয় বৈকি। কিন্তু আমি কষ্ট পাওয়া শুরু করলাম তখনি যখন আমি আমার পরিবর্তন টাকে ছড়িয়ে দিতে চাইলাম সবার মাঝে। মানুষ ভালো কথা কে গ্রহণ করতে তো চায় ইনা উপরন্তু আমি কেন এই জীবন এভাবে পরিচালনা করতেছি সেটা নিয়ে যত মাথাবেথা। সেখানেও যদি বিষয়টা থেমে যেতো তবু ও ভালো ছিল। কিন্তু আমি গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করলাম আমার চেনা মানুষদের ক্ষুদ্র মানসিকতা আর তির্যক মন্তব্য। আমার সামনাসামনি কিছু না বললেও ওদের নিজেদের মধ্যে যখন আমাকে নিয়ে আলাপ করে তখন একে অন্যকে বলে ও কিরকম ছিল আমরা কি দেখিনাই, নিজের অতীত কি সে দেখেনা ও আজ ভালো মানুষ সেজেছে। আমি নিজেও স্বীকার করি ওরা আমার অতীত নিয়ে যা বলে তা সত্য তাই বলে কি আমি ভালো হবোনা কিংবা ওরা কি চায়না আমি ভালো হই?
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন