হ্মমা কর বাবা

লিখেছেন লিখেছেন নুরুল আলম মাসুম ২১ এপ্রিল, ২০১৪, ০১:৫৭:৪৪ রাত

আজ ভোরে বাবা কে ফোন করলাম। কুশল বিনিময় এর পর বললেন তুমার বর্তমান পরিস্থিতি কি। বললাম শরির মন সব ভাল আলহামদুলিল্লাহ। বললেন তাহলে দেশে আসতে দেরি হচ্ছে কেন। একটু দীর্ঘ নিশ্বাস ছেড়ে বললাম আসতে চাচ্ছি খুব তাড়াতাড়ি ই কিন্তু আমার উপর দিয়ে যে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় চলে গেছে তা কাটাতে একটু সময় লাগবে বৈকি। তাই একটু গুছিয়ে আসতে হবে। এবার আমি জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন, বললেন এখন কি আর ভাল থাকার সেই সময় আছে। তারপর অনেক গুলা সমস্যার কথা বললেন আমি দেখলাম এসব আসলে মারাত্ত্বক কোন সমস্যা না তাই আমার মত সমাধান দেয়ার চেষ্টা করলাম তখন বাবা বললেন আসলে তুমি দেশে না আসলে না দেখলে বুঝতে পারবেনা। আমি তখন থেমে গেলাম আর চিন্তা করলাম একটা কথা বাবা কে বলব কি বলবনা। জীবনে এমন অনেক বিষয় ই এমন যা বোঝা না বোঝার ব্যাপার না বরং সাধ এবং স্বাধ্য এর বিষয়। ক্ষমা কর বাবা তুমার সহজ কথাটা আমার স্বাধ্যই আমাকে বুজতে দেয় না।

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210982
২১ এপ্রিল ২০১৪ রাত ০২:০৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
210986
২১ এপ্রিল ২০১৪ রাত ০২:২৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসলে ঠিক বলেছেন সাধ্যে না থাকলে স্বাদ গুলো অপূরনই রয়ে যায়।
210987
২১ এপ্রিল ২০১৪ রাত ০২:২৮
নুরুল আলম মাসুম লিখেছেন : আপনাকে ও
210994
২১ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
211122
২১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩০
দ্য স্লেভ লিখেছেন : বুঝতে পারছি আপনার অবস্থা। আল্লাহ আপনার সহায় হোন
211504
২২ এপ্রিল ২০১৪ রাত ০১:০৩
নুরুল আলম মাসুম লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File