মরিয়া প্রমান করিব আমি বিখ্যাত ছিলাম
লিখেছেন লিখেছেন নুরুল আলম মাসুম ০২ এপ্রিল, ২০১৪, ০২:৪১:২৬ রাত
জ্ঞানী,মনীষি, আলেম, সাইকো অনেকের কাছ থেকেই রিয়া বা প্রদর্শেনেচ্ছা সম্পর্কে আলোচনা শুনে শুনে মুঠামুঠি বিস্তৃত একটা ধারনা লাভ করি। নিজের ভিতরের আমিত্ত্বকে ফুলিয়ে ফাপিয়ে বিশাল এক কুন্ডলি বানিয়ে সেই কুন্ডলির ধুয়ায় বাতাসে উড়ে উড়ে সুখ ভুগের মানসিকতা পালিয়ে গেছে আমার কাছ থেকে। হিরো হিরো ভাব মনের মধ্যে ধারন করে সমাজ দেশ জাতিকে দেখিয়ে দেব কি অফুরন্ত প্রতিভা নিয়ে আমার আগমন এই ধরনিতে। একাই হাফ সেঞ্ছুরি, সেঞ্ছুরি আর ডাবল সেঞ্ছুরি করে ছিনিয়ে আনব বিজয় মাল্ল্য। আহ কি অধরা স্বপ্নে আমার জ্ঞানী গুনি মনীষি আর সাইকোরা পানি ঢেলে দিলো। আমার আমিত্ত্বকে নির্মম ভাবে প্রতিহত করার মর্মবানী আমার মধ্যে স্থাপন করে দিয়েছে। আজ আর স্টেজে উঠে শব্দের বুননী দিয়ে পারঙ্গম দৃড়তায় শ্রোতাকে বিমোহিত করে ভাল বক্তা বা সেই রকম শব্দ শোনার জন্য প্রান পাইনা নিজের মধ্যে। আহ সাইকো, মেকি বড়োলুকি দেখাতে গিয়ে মায়ের কছ থেকে কাকুতি মিনতি করে নেয়া টাকাটা বন্ধুদের চায়ের আড্ডায় বিল পরিশোধ করে পকেট নিঃস্ব হওয়া থেকে বাচিয়ে দিলে আমায়।হে আলেম রিয়াকারির শাস্তির সুসংবাদ দাতা হাদিসে কুদসি শুনিয়ে তুমি তো আমাকে বিখ্যাত জালেম হওয়া থেকে বাচিয়ে দিলে। তোমাদের কঠিন নীতিবোধ দিয়ে তোমরা আমার ভিতরের কুতসিৎ আমিত্ত্বকে এভাবে সপাং সপাং করে পিঠিয়েছ বলেই ত আজ আমি আর ধুলো দেয়া ভাল মানুষ্ টি সাজতে চাইনা। বিমুগ্ধ বিস্ময়ে আজ আমি তোমাদের নির্মমতা কে প্রত্যক্ষ করি। তোমাদের কাছ থেকে প্রদর্শেনেচ্ছার কুৎসিত রুপ আর সতর্কবানী শুনে নিজেই এর এক বাস্থব রুপ ভিন্ন আঙ্গিকে সৃস্টি করতে সমর্থ হয়েছি। আর সেটিই পাঠকের কাছে ধারাবাহিক ভাবে উপস্থাপনের জন্য কাগজ এবং কলম নিয়ে বসলাম। চলবে
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন