গতিহীন
লিখেছেন লিখেছেন নুরুল আলম মাসুম ২৬ মার্চ, ২০১৪, ০৩:৫২:৫৮ রাত
মানুষ পরিনত হয় ধিরে ধিরে আর আমি পরিনত হই গড়ীয়ে গড়িয়ে তবু ভাবি এও তো পথচলা। হয়তবা উন্নতি খুব ধির তবুও তো এগুতে হবে। না হয় অন্যের মত দ্রুত গতি সম্পন্ন নাই হলাম। আমার গতিপথের স্পীডমিটারের নিওন্ত্রক তো আমিই।
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন