জবান ! (ব্যাক্তিগত ডায়েরী থেকে)

লিখেছেন লিখেছেন আইমান হামিদ ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৭:১৩ সকাল



এক কুড়ি ছয় আসন্ন, তবুও প্রান্তিক সংকটে মন আজ প্রছন্ন। নান্দনিকতায় ভীতি, নান্দনিকতায় অনাসক্তিতে রূপান্তর। দূরের দিগন্তরেখা ক্রমশ স্পষ্ট ও নিকটবর্তী, কেবল আরোহিত চারপাশ ধূসর। ক্ষীণ দৃষ্টির সংকীর্ণতা, মস্তক পাদদেশে আরো বেশী সংকীর্ণ।

যুক্তির প্রস্থান, কল্পনার অবস্থান; সত্যের রক্ত রঞ্জিত চক্ষু, স্রোতের রসালো ইক্ষু। অগ্রজের উৎসাহ, অনুজের আদর্শ, সাম্যের আস্থা কেবল ফিকে। মূল্যবোধের প্রাচীন খুঁটিটি আজ ক্যালসিয়ামের অভাবে নড়বড়। খেয়া ঘাটের স্থির প্রমোদ তরীগুলো দীর্ঘ নীরবতা ভেঙ্গে স্রোতের প্রতিকূলে ছুটতে লাগলো। মোটা শিকে পৃথককৃত সিমেট্রির পুস্পশোভিত কানন, পাশের মর্ত্যলোকের চেয়ে বেশী আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত।

দিবা রাত্রির দূরত্বে অবস্থিত কোন আকাঙ্ক্ষিত, অভূতপূর্ব অস্তিত্বের অব্যাক্ত অবয়ব। ক্ষীণদৃষ্টির রোগী তাই সান্নিধ্যেই কেবল ভয়। বহুবার আচ্ছাদিত মস্তক আস্তাবরনটি মুখের সাথে এভাবে লেপটে যাবে তা কে জানতো। উৎসবে পাপ তাই উৎসবে ভয়, উৎসবে ভয় থেকে উৎসবে অনাসক্তি, উৎসবে অনাসক্তি তাই সান্নিধ্যে ভয়।

বিশ্বাসে জন্ম তাই বিশ্বাসে মুক্তি, বিশ্বাসে আস্থা তাই বিশ্বাসে ভক্তি, বিশ্বাসে অজ্ঞতা তাই বিশ্বাস ভীতি।

অস্তিত্বের কোথাও কোথাও সত্য মিথ্যার ব্যাবধান খুবই সামান্য যা খালি চোখে দৃশ্যমান নয়। চরম আধ্যাত্মিকতা যেখানে বস্তুবাদের বাতাসা লাভে ছুটে, নৈ্তিকতার জন্য সেখানে ভাগশেষই কেবল অবশিষ্ট!!!!

জুন ১০, ২০১২

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175768
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৫
আওণ রাহ'বার লিখেছেন : অসাধারণ অনুভূতিগুলো ব্লগের তুলিতে ঠাই পেলো অনেক ধন্যবাদ।
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৮
129040
আইমান হামিদ লিখেছেন : অনেক ধন্যবাদ।
আসলে অনুভূতি না উপলব্দি
175815
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
বিদ্যালো১ লিখেছেন : onek nothin. mone hocche kichui buji nai. :(
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
129063
আইমান হামিদ লিখেছেন : ব্যাপারটা আসলেই কঠিন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File