অরেগনের পথে
লিখেছেন লিখেছেন আইমান হামিদ ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২২:৪৫ দুপুর
হাজার বছরের সুপ্ত ভলক্যানো থেকে সৃষ্ট অরেগন তথা আমেরিকার অন্যতম পর্বত “মাউন্ট হুড” অঙ্গরাজ্যের ব্যস্ততম নগরী পোর্টল্যান্ড থেকে প্রায় ৫০ মাইল পূর্ব-দক্ষিণে ক্ল্যাকম্যাস ও হুড রিভার কাউন্টি জুড়ে বিস্তৃত। সমুদ্র পৃষ্ট থেকে প্রায় সাড়ে তিন হাজার মিটার উচ্চ মাউন্ট হুড অরেগনের অন্যতম দর্শনীয় স্থান। রোমাঞ্চপ্রিয়দের জন্যও রয়েছে স্কি ও হাইকিং এর ব্যাবস্থা।
এমনিতে ভূমিকম্প থেকে সৃষ্ট পর্বতের তুলনায় আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্ট পর্বতমালা দেখতে বেশ আকর্ষণীয়।অনেকটা পিরামিড আকৃতির। তাই গ্রীষ্মের শুরুতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরও তিন সহকর্মী সহ ছুটলাম মাউন্ট হুড দর্শনে। কিছুদূর যাওয়ার পর, স্থানীয় অধিবাসীদের পরামর্শে আমরা বেছে নিলাম টিম্বারলীন লজ। এই স্থান থেকে নাকি পর্বতের খুব কাছাকাছি যাওয়া যায়!
দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে স্কি ও হাইকিং এর জন্য। পর্বতের নিকটবর্তী হওয়ার সাথে সাথে তাপমাত্রাও কমতে লাগলো।
টিম্বারলীন লজের মূল বৈশিষ্ট্য হলো এর পুরো ক্যাম্পটি কাঠ দিয়ে নির্মিত। ভেতরে অগেরনের আদিবাসী মাল্টনোমাহ ও ক্লিককিটাটদের জীবনরীতির আদলে সাজানো হয়েছে প্রতিটি অংশ। বাহিরে উজ্জল পর্বত মালা দেখে ক্যাম্পে প্রবেশ করলেই যে কেউ ফিরে যাবে সহস্র বছর পূর্বে আদিবাসীদের জীবন ধারায়। আদিবাসীদের চিত্রকর্ম, তাঁত, ভাস্কর্য ইত্যাদি স্থান পেয়েছে স্থাপনার বিভিন্ন কোনায়।
বছরের অধিকাংশ সময় জুড়ে তুষার আবৃত পর্বতটি আরোহণ করা তুলনামূলক ভাবে কম ঝুঁকিপূর্ণ। ফেরার পথে দূর থেকে মাউন্ট হুডকে বেশ আকর্ষণীয় মনে হচ্ছিলো কিন্তু ক্যাম্পে অবস্থান কালীন এমনটি মনে হয়নি!!! হয়তো সৌন্দর্য দূর থেকেই বেশী উপভোগ্য !!
চলবে ............
টিম্বারলীন লজ
মাল্টনোমাহ ও ক্লিককিটাটদের ব্যবহৃত ভাস্কর্য
মাল্টনোমাহ ও ক্লিককিটাটদের ব্যবহৃত তাঁত
মাল্টনোমাহ ও ক্লিককিটাটদের চিত্র
অরেগনের পথে – ৫
click here
অরেগনের পথে – ৬
click here
অরেগনের পথে – ৭
click here
অরেগনের পথে – ৮
click here
অরেগনের পথে – ৯
click here
অরেগনের পথে – ১০
click here
অরেগনের পথে – ১১
click here
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
য়ুটাহ কি অরেগনের কাছে। সেখানের সল্টলেক সম্পর্কে জানার ইচ্ছা ছিল।
উনি সম্ভবত নতুন এসেছেন
ফটোগ্রাফি করার ইচ্ছা আছে ভবিষ্যতে
অনেক শুকরিয়া +++
ধন্যবাদ।
এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে বেড়াতে যেতে ইচ্ছে করছে
মন্তব্য করতে লগইন করুন