উদ্যোগক্তা হওয়া ছেলের হাতে মোয়া পাওয়ার মত না। যে একটা কিছু শুরু করে দিলাম আর হয়ে গেল।

লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:১৩:২৩ রাত

উদ্যোগক্তা হওয়া ছেলের হাতে মোয়া পাওয়ার মত না। যে একটা কিছু শুরু করে দিলাম আর হয়ে গেল।

কতটুকু রিস্ক নিয়েছেন?

কত বার ব্যার্থ হয়েছেন?

কয়টা রাত জেগে কাটিয়েছেন?

চিন্তা করতে করতে বিছানা থেকে কি লাফিয়ে উঠেছেন?

কাজের জন্য কি মা, প্রেমিকা, বন্ধুদের অগ্রাজ্য করছেন?

কতটুকু ছোট হতে পেরেছেন?

বন্ধুদের কতটুকু অবজ্ঞা পেয়েছেন?

নিজের প্রতি কি বিশ্বাস আছে?

কি এমন করেছেন যে নিজেকে যোগ্য ভাবছেন?

ব্যবসায়ে যাকে বিশ্বাস করেছেন, তার দ্বারা প্রতারিত হয়েছেন?

কত বার অন্যদের কাছ থেকে পাগল ছাগল উপাধিতে ভূষিত হয়েছেন কিন্তু গায়ে মাখেননি?

কতবার সারা পৃথিবী আপনার বিপক্ষে ছিলো কিন্তু তারপরও আপনি আপনার মতোই থেকে গেছেন একটুও সাহস না হারিয়ে?

কতবার মনে হয়েছে এটাই বাধার শেষ দেয়াল, কিন্তু কোনমতে দেয়াল টপকে পার হওয়ার পর দেখলেন সামনে আরো উঁচু উছু বাধার দেয়াল দাঁড়িয়ে গেছে কোন কারন/যুক্তি ছাড়াই। কিন্তু তারপরও দমে যাননি, এগিয়ে গেছেন।

কতবার মুখ থুবড়ে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন কিন্তু কেউ সহানুভূতি দেখায়নি, শেষে নিজেই নিজেকে সুস্থ করে আবার পথ চলা শুরু করেছেন?

হ্যা এর সবকিছুর উত্তর বলে দিবে আপনি আসলে কি?

আর কোন কিছু শুরু করতে হয় শুরু করে দেবার জন্য। মনে আছে প্রেমিকাকে প্রেম নিবেদন করার জন্য কত কি করেছেন? এক বার দেখার জন্য কত অপেক্ষা করতে হয়েছে?

অনেকটা মান্না দের গানের মত "ক ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালবাসবে?"

কি এমন করেছেন যে উদ্যোগক্তা হবেন?

সব থেকে চরম সত্য হচ্ছে উদ্যোগক্তা হতে পারে শতকরা ৫ ভাগেরও কম।

"""""""""""""""""তবুও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে"""""""""""""""

বিষয়: বিবিধ

১৪৯৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268004
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : সিয়ারা গ্রুপের খবর কি?
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১০
211804
আবু সাইফ লিখেছেন : আপনার পোস্টে করা আমার মন্তব্যটা এখানেও প্রযোজ্য
268015
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৮
শরীফ মিরাজ লিখেছেন : 60/40 ready
268061
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:১৫
মামুন লিখেছেন : ধন্যবাদ, সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা রইলো। Rose Rose Good Luck Good Luck
268106
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৬
বুড়া মিয়া লিখেছেন : এসব ১৯৩০-৫০ দশকের উদ্যোক্তাদের গুনাবলী; এসব এ যুগে অচল পলিসি – বড়জোর চালের/ডালের বা ঐরকম কিছু সাপ্লাইয়ের মাধ্যমে ২/৪ পয়সা কামাই করে মানবেতর জীবন-যাপনের প্রেরণাদায়ক উদ্যোক্তা গড়তে পারে এসব কার্য্যক্রম।

এখনকার উদ্যোক্তাদের ৯৯% জন্মসূত্রে উদ্যোক্তা ...
268160
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উদ্যোক্তা হওয়ার জন্য এখন যেটা দরকার সেটা হলো ব্যাংক এর টাকা মারার যোগ্যতা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File