মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ কে আন্তরিক ভাবে ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন কে আমৃত কারাগারে রাখার সিদ্ধান্ত নেওয়ার জন্য।

লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২১:১৩ রাত

মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনা ওয়াজেদ কে আন্তরিক ভাবে ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন কে আমৃত কারাগারে রাখার সিদ্ধান্ত নেওয়ার জন্য। বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। জনগনের হৃদয়ের স্পন্দন সাঈদী সাহেব কে নিরাপদ স্থান কারাগারে রাখার সিদ্ধান্ত একান্ত আল্লাহর আর মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনা ওয়াজেদ এর মাধ্যেমে একাজটা করিয়েছেন। এখন সত্য আমাদের সামনে দিবালোকের মতো স্পস্ট। গত পোস্টে লিখেছিলাম মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনা ওয়াজেদ যদি আরো তিন টাইম ক্ষমতায় থাকে সেটা বাংলাদেশের জন্য সাময়িক কষ্টের হলেও আগামী বাংলাদেশের জন্য কল্যান বয়ে আনবে। আমরা খুব কম সময়ে স্বাধীনতা লাভ করেছি যা আমাদের জন্য কল্যান এর চেয়ে অকল্যান বয়ে এনেছে। ৯মাস না হলে ৯ বছর লাগলে আমরা এর সুফল পাইতাম। তাহলে আজ বাংলাদেশের এই দুর্দশা হইতো না, স্বাধীনতা আমাদের কাছে মেঘ না চাইতে বৃষ্টির মতো। এই অকালে ভুমিষ্ট স্বধীনতার মাধ্যমে জম্ম নেওয়া দেশ ৪২ বছরেও অপুস্টিতে ভুগছে। আওয়ামী র্দুশাসন যতো দীর্ঘ হবে তা সাময়িক বাংলাদেশের জন্য কষ্ঠ হলেও আগামী উন্নত একটি প্রজম্ম গড়তে ভুমিকা রাখবে। এর জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনা ওয়াজেদের কোন বিকল্প নাই। আসছে প্রজম্মকে সঠিক পথে পরি চালনার জন্য একজন পরীক্ষিত অভিবাবক প্রয়োজন হবে যার কোন কলঙ্ক থাকবেনা। আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো যেদিন আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সেই প্রজম্মের অভিবাবক হিসেবে মনোনীত করবেন। সেইদিন বেশি দুরে নয়। দোয়া করি আল্লাহ তাকে নিরাপদে রাখুন।

বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266226
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪০
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের।
266228
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪৯
কাহাফ লিখেছেন : আল্লামা সাঈদীদের মত প্রকৃত মানুষদের কে মহান আল্লাহ এতিম জন গনের অভিভাবক বানিয়ে দিন এই দোয়া জানাই।
পোস্টের জন্যে অনেক ধন্যবাদ ভাই....
266239
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১৩
মারজান বিন ছনা লিখেছেন : পিলাচ ধন্যবাদ
266243
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
মামুন লিখেছেন : আপনার সদিচ্ছাটুকু আল্লাহপাক কবুল করুন-আমীন।
কিন্তু এই আশাটি প্লেটোর 'কাল্পনিক রাষ্ট্রের' মতই সুদূরপরাহত মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে। Rose Good Luck
266261
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
প্রেসিডেন্ট লিখেছেন : যারা কুরআনের বাণী প্রচারকে বাধাগ্রস্ত করেছে আল্লাহ রাব্বুল আলামীন তাদের জাহান্নামে নিক্ষেপ করুন।
266274
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৮
মাহফুজ আহমেদ লিখেছেন : ভালো লাগলো।ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File