আমাদের ৬৪ টা জেলায় ৬৪ রকম কিউট মানুষ... ইন ফ্যাক্ট, খুঁজলে দেখা যাবে ৬৪ রকম ভালো মানুষ আছে আমাদের কি এতো দুর্ভাগ্য, যে সেই ভালো মানুষগুলোকে খুঁজে বের করতে পারছি না?
লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৭:৫০ দুপুর
ফ্যামিলি নিয়ে চিটাগাং গিয়েছি... শুটকি কিনব বলে একটা দোকানে যেয়ে জিজ্ঞেস করলাম;
“এটার দাম কতো?’
‘সাসশো’
“কতো ... সাতশো ??”
‘উহু ... একদাম সাসশো’
“কতো? চারশো??”
‘এই বাই... কাগজে লিকে দিতে হবে নাকি যে?
... ইচ্ছে হচ্ছিলো, শুটকি রেখে এই কিউট বান্দাটারে কোলে করে ঢাকা নিয়ে আসি
শুধু চিটাগাং না... বাংলাদেশের যে প্রান্তেই যান; একবার তো সিলেটে যেয়ে একজন আমাকে বলছে, “আপনাকে আমি বালা ফাই... অন্যদের লগে মাতবার ফারি না”
... বুঝলাম না, এখানে মাতামাতির কি আছে
দিনাজপুরের লোক, অপরিচিতদের তুই করে বলে... কিন্তু বাক্যের শেষে যেয়ে আপনিতে ফিরে আসে
“কিরে তুই হামার বাড়িত আইসলেন না”
ময়মনসিংহের মানুষ তো কথায় কথায় ইংলিশ বলে; “ভাইজান ঈদে বাড়িত গেস লাইন?”
অন্য কেউ হয়ত হুট করে শুনলে ভাব্বে তার বাসায় বোধয় এবার ঈদে Gas line এর সমস্যা হয়েছে
একবার তো কিশোরগঞ্জের এক রিক্সা চালক, পাশের বেবি টেক্সি চালককে দেখলাম বলছে, “তোরে আমি কুইট্টাল্বাম”
ভয়ানক অবস্থা... বেবি টেক্সি চালকও দেখলাম মুখ খিঁচিয়ে তাকে বলছে; “আয়... তোরেও আমি ডাইরেক্ট মাইরাল্বাম”
... কি কিউট
নোয়াখালীর মানুষ নিয়ে কথা বলা শুরু করলে লেখা শেষ করা যাবে না... সামান্য পানি, তাদের কাছে honey
আমাদের ৬৪ টা জেলায় ৬৪ রকম কিউট মানুষ... ইন ফ্যাক্ট, খুঁজলে দেখা যাবে ৬৪ রকম ভালো মানুষ আছে
আমাদের কি এতো দুর্ভাগ্য, যে সেই ভালো মানুষগুলোকে খুঁজে বের করতে পারছি না?
“আমাদের কি এতোই দুর্ভাগ্য, যে সেই ভালো মানুষদের ভিড় থেকে কাজের মানুষগুলো খুঁজে বের করতে পারছি না?”
আপনি কি বিশ্বাস করে না যে; এই ১৬ কোটির মধ্যে কেউ না কেউ আছে, যাকে দাঁড় করিয়ে দিলে সে ফখরুদ্দীনের থেকে ভালো বিরানি বানাতে পারবে?
... শুধু তাকে টেনে, দাঁড় করানোটাই বাকি
বা... যাকে দাঁড় করিয়ে দিলে ড: ইউনুসের থেকে ভালো উদ্যোক্তা হতে পারবে
বা, ব্র্যাকের আবেদ সাহেবের থেকে কম যাবে না
বা, যে কথা বলা শুরু করলে মনে হবে, ফজলে লোহানী বুঝি ফিরে এসেছে
বা, আব্দুল্লাহ আবু সাইয়িদ স্যারকে রিপ্লেস করতে পারবে
... আমার তো বিশ্বাস হয় এরকম প্রচুরর মানুষ আছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে
শুধু দরকার... হাত ধরে টেনে তাকে নিয়ে আসা সামনে
তবে, আমি আপসেট না
... দেশের বয়স সবে তো ৪৩ ... সবে তো যৌবন
হয়ত আমরা যেদিন বুড়ো হয়ে যাবো... সেদিন দেখব... একে একে সব সত্যি হচ্ছে
একে একে সব বের হয়ে দাঁড়াচ্ছে
সেদিন যেনও আফসোস না করি; এই মানুষগুলোকে হাত ধরে টেনে আনার মানুষটা; আমার মাঝেই, আমার পাশেই
তো ছিলো ... সেটা, আমি হলাম না কেন...........
https://www.facebook.com/arifRhossain.TheVoices?fref=nf জনপ্রিয় ফেইস বুক আইডি আরিফ আর হোসাইনের লেখা ভাল লাগলো তাই শেয়ার করলাম।
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি বললাম “কই?”
সে একটা সবুজ সিএনজি দেখিয়ে বলল ‘ওই যে ... ওই যে’
আমি তাকিয়ে দেখি কথা একদম খারাপ বলে নাই... যে ভাবে খাঁচা দিয়ে মোড়ানো এই যানবাহনগুলো, তাতে এটাকে তাদের কাছে Animal Transport Vehicle মনে হওয়ার যথেষ্ট কারণ আছে
ভালো মতো তাকিয়ে থাকলে দেখা যাবে; ভিতরে একজন হাসিখুসি চেহারার আশরাফুল মাখলুকাত বসে, বোয়াল মাছের মত বড় বড় চোখ করে এদিক ওদিক তাকাচ্ছে
মাঝে মধ্যে হয়ত গ্রিলের ফাঁক দিয়ে সিগারেটের ছাই ফেলবে
দুই আঙুল কসরত করে ফকিরকে টাকা দিবে
... তারপরেও আমরা খুশি
যদি পারতাম আমার ফরেনার বন্ধুটিকে বলতাম, “আসলে এই Animal Transport Vehicle এর ভিতরে যারা বসে তারা পশু না... বাইরে যারা আছে তারাই বরং পশু
এদের থেকে বাঁচতেই আমরা এই খাঁচায় যেয়ে ঢুকি”
পরে ভাবলাম, না থাকক... দেশের ভাবমূর্তির একটা ব্যাপার আছে না
আমরা না হয় জানি আমরা কি কষ্টে আছি... কিন্তু পৃথিবী তো জানে, আমরা বিশ্বের ১১ তম সুখী দেশ
... কিন্তু আফসোস লাগে বিশ্বকে জানাতে পারি না, এই সুখটা কেউ এনে দেয়নি ... এটা, আমাদের জন্মগত বৈশিষ্ট্য
অপেক্ষায় আছি কবে “সুখী মানুষের দেশ” হিসেবে বাংলাদেশের নামটা উঠে আসে উপরে ... ‘সুখী দেশ হিসেবে না’
আমজনতার সুখের ক্রেডিট, প্রাডো তে চড়ে ঘুরে বেড়ানো রাজনীতিবিদদের আমি দিতে চাই না
উহ
আমি বললাম “কই?”
সে একটা সবুজ সিএনজি দেখিয়ে বলল ‘ওই যে ... ওই যে’
আমি তাকিয়ে দেখি কথা একদম খারাপ বলে নাই... যে ভাবে খাঁচা দিয়ে মোড়ানো এই যানবাহনগুলো, তাতে এটাকে তাদের কাছে Animal Transport Vehicle মনে হওয়ার যথেষ্ট কারণ আছে
ভালো মতো তাকিয়ে থাকলে দেখা যাবে; ভিতরে একজন হাসিখুসি চেহারার আশরাফুল মাখলুকাত বসে, বোয়াল মাছের মত বড় বড় চোখ করে এদিক ওদিক তাকাচ্ছে
মাঝে মধ্যে হয়ত গ্রিলের ফাঁক দিয়ে সিগারেটের ছাই ফেলবে
দুই আঙুল কসরত করে ফকিরকে টাকা দিবে
... তারপরেও আমরা খুশি
যদি পারতাম আমার ফরেনার বন্ধুটিকে বলতাম, “আসলে এই Animal Transport Vehicle এর ভিতরে যারা বসে তারা পশু না... বাইরে যারা আছে তারাই বরং পশু
এদের থেকে বাঁচতেই আমরা এই খাঁচায় যেয়ে ঢুকি”
পরে ভাবলাম, না থাকক... দেশের ভাবমূর্তির একটা ব্যাপার আছে না
আমরা না হয় জানি আমরা কি কষ্টে আছি... কিন্তু পৃথিবী তো জানে, আমরা বিশ্বের ১১ তম সুখী দেশ
... কিন্তু আফসোস লাগে বিশ্বকে জানাতে পারি না, এই সুখটা কেউ এনে দেয়নি ... এটা, আমাদের জন্মগত বৈশিষ্ট্য
অপেক্ষায় আছি কবে “সুখী মানুষের দেশ” হিসেবে বাংলাদেশের নামটা উঠে আসে উপরে ... ‘সুখী দেশ হিসেবে না’
আমজনতার সুখের ক্রেডিট, প্রাডো তে চড়ে ঘুরে বেড়ানো রাজনীতিবিদদের আমি দিতে চাই না
উহু
তবে আপনার লেখার ভিতরের কৌতুকের আড়ালের কষ্টটুকুও অনুভব করলাম।
শুভেচ্ছা আপনার জন্য।
https://www.facebook.com/arifRhossain.TheVoices?fref=nf
নকল করার কি দরকার ছিল!
মূল লেখকের ক্রেডিট জানিয়ে পোষ্ট করলেই হতো।
তোমার সাথে সহমত আতিক।
শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন