এগিয়ে যেতে হবে, অনেক কাজ বাকি..... (কয়েক হাজার পর্বের ২য় পর্ব)

লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ১৭ জুন, ২০১৪, ০৯:৩৮:১৬ সকাল

বাংলাদেশ সফরের পরে দেশটাকে এখন চোখ বন্ধ করলেই দেখতে পাই। স্বপ্ন আর প্রত্যাশা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমি সহ আমার টিমের যারা আমার সাথে আছে তারা অসম্ভব অশাবাদী,টিমের সবাই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আমার সাথে। আমরা আমাদের ভাবনাটা সমগ্র দেশে ছড়িয়ে দিতে পেরেছি। ভাবনাটা শুধু এখন আমার নয় অনেকে আমার ভাবনা টা নিয়ে ভাবছে। গতকাল আমার লেখায়

*[i]মোস্তাফিজুর রহমান লিখেছেন : ভাই প্রবাসীরা সোনার ডিম পাড়া হাঁস। হাঁস যত ডিম পাড়ে মালিকের ততই লাভ। তাই মৃত্যুর আগ পর্যন্ত শুধু ডিমই আশা করে সবাই।* [/i]
এই কমেন্ট টা আসলেই সত্যি এক বিন্দু ভুল নেই। যারা প্রবাসে আছেন তারা ছাড়া এ সত্য আর কারো পক্ষে উপলব্ধি করার সুযোগ নাই। দুবাই আবুধাবী তে দেখেছি অনেক প্রতিবাভান ব্যাক্তিরা পর্যন্ত সিদ্ধান্ত হীনতায় ভোগে। ভালো ও নিশ্চিত ভবিষ্যৎ এর জন্য সমিতি করে। ১০ জন থেকে ১০০ জন সদস্য নিয়ে সমিতি করে কিছু মূলধন হলে দেশে জমি কিনে। কিছু সম্পদ হয়ে গেলে সমিতির নেত্রীত্ব নিয়ে সমস্যা সৃষ্টি হয় এর পর যা হওয়ার তাই। আবার রাজনৈতিক কারনে দ্বিধা বিভক্ত। আরো অনেক কারনে প্রবাসীরা সবসময় অনিরাপদ এবং দেয়ালে পিঠ না ঠেকলে দেশে আসার সাহস করতে পারে না। যাক এরকম হাজারো সমস্যায় জর্জরিত আমার প্রবাসীরা। আমি এবং আমার টিম সমিতি করে কিছু করবো এই নীতি তে বিশ্বাসী নয় তাই আমরা সরাসরি মাঠে নেমি পড়েছি। আমরা বিশ্বাস করি বড় কিছু করতে অর্থের চেয়ে উদ্দেগ নেওয়াটা জরুরী। আমরা একটি পরিকল্পনা ও একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছি। আমরা একটি মুহুত্ব বসে নাই,রাত নয় দিন নয়,পরিবার পরিজন থেকে ছুটি নিয়েছি যুদ্ধের ময়দানে পিছুটান থাকতে পারে না। পরিকল্পনা মতো ছুটে চলছি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত লক্ষ্য একটাই এগিয়ে যেতে হবে, অনেক কাজ বাকি..... (. আমরা জানি আমাদের ছোট দেশে অনেক সমস্যা আছে আমরা পারবো না সব সমস্যার সমাধান দিতে। তবে আমারা আশাবাদী আমাদের সাথে যারা থাকবে তারা এগিয়ে যেতে পারবে। আমার দরকার কিছু সাহসী ও ইতিবাচক মানুষ যারা শত দুঃখের মধ্যে ঠোঠের কোনায় এক চিলতে হাসি দিতে পারে।

আমি আমার বন্ধু মহল সহ সকল শুভাকাঙ্কী আহবান জানাবো আমার উদ্দে্গের সাথে একমত হওয়ার দরকার নাই, একবার আসুন দেখুন এবং আমাকে পরামর্শ দিন আরো কিভাবে আমি এবং আমর টিম যেন আপনাদের কাছে আসতে পারি।

আমরা বাংলাদেশের মানুষকে এক সুতায় গাতঁতে একটি পরিকল্পনা করেছি। আমরা আশাবাদী সফল হবো। এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা...............

বিস্তারিত শীগ্রই জানতে পারবেন...................

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235673
১৭ জুন ২০১৪ সকাল ০৯:৪৭
সিটিজি৪বিডি লিখেছেন : চলতে থাকুক..আমি ঐ দিন অসুস্থতার কারনে আপনার কল রিসিভ করতে পারিনি.বলে মনে কষ্ট নিবেন না......এখনো অসুস্থ। বাসায় আছি......আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমাদেরকেও একটু রাস্তা দেখাবেন।
১৭ জুন ২০১৪ সকাল ১০:০০
182183
শরীফ মিরাজ লিখেছেন : জামাল ভাই আপনিতো আমার সাথে থাকবেন এটাই বাস্তবতা। বাহার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বাহার ভাইকে আমরা চট্টগ্রামের প্রধান উপদেস্টা এবং আমাদের কেন্দ্রীয় উপদেস্টা পরিষদের সদস্য করেছি। আমি আপনার সহযোগীতা আশা করি।
১৭ জুন ২০১৪ সকাল ১০:০১
182184
সিটিজি৪বিডি লিখেছেন : ইনশাআল্লাহ।
235701
১৭ জুন ২০১৪ সকাল ১১:৪৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চলতে থাকুক, আছি আপনার সাথেই।
১৮ জুন ২০১৪ রাত ১২:২৪
182560
শরীফ মিরাজ লিখেছেন : ইনশাআল্লাহ। শেষ হবেনা। আপন্ওি আমাদের সংঙ্গে থাকবেন। এই আশঅ করি। ভাল আছেন তো...
১৮ জুন ২০১৪ সকাল ০৯:৩২
182630
শরীফ মিরাজ লিখেছেন : আমরা বাংলাদেশের মানুষকে এক সুতায় গাতঁতে একটি পরিকল্পনা করেছি। আমরা আশাবাদী সফল হবো। এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা...............

বিস্তারিত শীগ্রই জানতে পারবেন..................
235708
১৭ জুন ২০১৪ দুপুর ১২:০৮
সন্ধাতারা লিখেছেন : Plz continue brother .. Nice initiative
১৮ জুন ২০১৪ রাত ১২:২৬
182563
শরীফ মিরাজ লিখেছেন : thanks
235732
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৫৫
জাগো মানুস জাগো লিখেছেন : Go ahead.....future bangladesh wait for urs..
১৮ জুন ২০১৪ রাত ১২:২৭
182567
শরীফ মিরাজ লিখেছেন : আমি একজন আশাবাদী মানুষ, এখন পর্যন্ত কোন কিছুতে হার মানিনাই। আল্লাহ আমাকে নিরাশ করবেন না।
236002
১৭ জুন ২০১৪ রাত ১১:২৮
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose Rose
১৮ জুন ২০১৪ রাত ১২:২৯
182569
শরীফ মিরাজ লিখেছেন : নিয়মিত আমার সাথে থাকবেন।ইনশাআল্লাহ।
236071
১৮ জুন ২০১৪ সকাল ০৯:২৪
শরীফ মিরাজ লিখেছেন : আমরা বাংলাদেশের মানুষকে এক সুতায় গাতঁতে একটি পরিকল্পনা করেছি। আমরা আশাবাদী সফল হবো। এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা...............

বিস্তারিত শীগ্রই জানতে পারবেন...................
236127
১৮ জুন ২০১৪ দুপুর ০১:০০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এগিয়ে যেতে হবে, অনেক কাজ বাকি....এই শ্লোগানটি আমার পছন্দ হয়েছে ।
১৮ জুন ২০১৪ দুপুর ০২:০১
182712
শরীফ মিরাজ লিখেছেন : ধন্যবাদ
১৮ জুন ২০১৪ দুপুর ০২:০৩
182713
শরীফ মিরাজ লিখেছেন : আশা করি পোষ্টে নিয়মিত আসবেন অন্যকে পড়তে বলবেন। অনেক কিছু আসবে.।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File