এগিয়ে যেতে হবে, অনেক কাজ বাকি..... (কয়েক হাজার পর্বের প্রথম পর্ব)

লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ১৬ জুন, ২০১৪, ০৯:৩৩:৩৮ সকাল

সুদীর্ঘ ৮ বছরের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরলাম প্রায় তিনমাস হয়ে গেল। নানা জনের প্রশ্নবানে জর্জরিত হয়ে অীতষ্ট হয়ে গেছি। সবার কাছে একই কথা দেশে কিছু নাই, অনেক সমস্যা আমি কেন এমন সিদ্ধান্ত নিলাম। আরো কিছুদিন পরে আসলে ভাল হতো। প্রবাসীদের জীবনটা হলো হাতির মতো, হাতি তার মরনের আগে একা একা তাদের কবর স্থানের দিকে যাত্রা শুরু করে এক সময় ক্লান্ত হয়ে তার গন্তব্যে পৌছেঁ যায় এবং সেখানে তার মৃত্যু হয়। যাক এটা শুনা কথা কিন্তু এটা প্রবাসীদের সাথে ১০০% ভাগ মিলে যায়। গত আট বছরে আমি তাই দেখেছি এবারই শেষ বলে ৫ বছর কাটিয়ে দিয়েছে কিন্তু তার আর দেশে ফেরা হয়না। জটিল রোগে আক্রান্ত হয়ে অকেজ হয়ে মরনের জন্য দেশে আগমন করে। কেন যেন স্বাভাবিক ভাগে দেশে ফেরা হয়ে উঠেনা। হয়ত আমারো হত না। আল্লাহর অশেষ রহমত কোন এক দৈবকারনে আমাকে প্রবাস জীবনের ইতি টানতে হলো। আমি এর জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। বর্তমানে আমি নতুন এক মিশনে নেমেছি গত ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আমি এবং আমার একটি টিম বাংলাদেশ কে দেখতে বের হয়েছিলাম। আমরা বিরতিহীন ৫৯ টি জেলা সফর করেছি। আমরা বাংলাদেশের মানুষকে এক সুতায় গাতঁতে একটি পরিকল্পনা করেছি। আমরা আশাবাদী সফল হবো। এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা...............

বিস্তারিত শীগ্রই জানতে পারবেন...................

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235315
১৬ জুন ২০১৪ সকাল ০৯:৪০
আহ জীবন লিখেছেন : শুরু হইতে না হইতেই শেষ।
১৬ জুন ২০১৪ সকাল ১০:১১
181917
শরীফ মিরাজ লিখেছেন : শুরু তো হইলো
235317
১৬ জুন ২০১৪ সকাল ০৯:৫২
হতভাগা লিখেছেন : এটা কি ভারতীয় সিরিয়ালগুলোর মত আকর্ষনীয় হবে , মানে কাহিনীর প্রত্যেক পর্ব শেষে এমন কিছু থাকবে যাতে পরের পর্ব দেখবার জন্য পেরেশানী শুরু হয়ে যাবে ?
১৬ জুন ২০১৪ সকাল ১০:১২
181918
শরীফ মিরাজ লিখেছেন : ঠিক তেমন নয়, তবে আকর্ষনীয় তো হবে।
235319
১৬ জুন ২০১৪ সকাল ১০:২০
ধন্যবাদ লিখেছেন :



Rose Rose Rose Rose Rose
235321
১৬ জুন ২০১৪ সকাল ১০:২৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঠিক আছে, আপনে পর্বগুলো স্টার্ট দেন। দেহি আপনের সাথে থাইকবার হারি কিনা।
১৬ জুন ২০১৪ রাত ১১:১৩
182122
শরীফ মিরাজ লিখেছেন : আপনি থাকবেন না এটা কি করে হয়
235322
১৬ জুন ২০১৪ সকাল ১০:৩০
ইয়াফি লিখেছেন : প্রতীক্ষায় থাকলাম।
১৬ জুন ২০১৪ রাত ১১:১৪
182123
শরীফ মিরাজ লিখেছেন : প্রতীক্ষায় অবসান হবে
235323
১৬ জুন ২০১৪ সকাল ১০:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose
১৬ জুন ২০১৪ রাত ১১:১৪
182124
শরীফ মিরাজ লিখেছেন : ধন্যবাদ
235327
১৬ জুন ২০১৪ সকাল ১০:৪৪
নূর আল আমিন লিখেছেন : ভালোইতো ভালো নাহ
১৬ জুন ২০১৪ রাত ১১:১৫
182127
শরীফ মিরাজ লিখেছেন : অবশ্যই ভাল
235340
১৬ জুন ২০১৪ সকাল ১১:৩০
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ভাই প্রবাসীরা সোনার ডিম পাড়া হাঁস। হাঁস যত ডিম পাড়ে মালিকের ততই লাভ। তাই মৃত্যুর আগ পর্যন্ত শুধু ডিমই আশা করে সবাই।
১৬ জুন ২০১৪ রাত ১১:১৫
182128
শরীফ মিরাজ লিখেছেন : মনের কথটা বলেছেন
235347
১৬ জুন ২০১৪ দুপুর ১২:২১
রেজাউল ইসলাম লিখেছেন : আপনার উদ্দোগকে সাধুবাদ জানাই। আপনার সাথে আছি, চালিয়ে যান।
১৬ জুন ২০১৪ রাত ১১:১৭
182130
শরীফ মিরাজ লিখেছেন : চলবে.
১০
235363
১৬ জুন ২০১৪ দুপুর ০১:০৭
সন্ধাতারা লিখেছেন : Good initiative! Plz go a head...
১৬ জুন ২০১৪ রাত ১১:১৮
182131
শরীফ মিরাজ লিখেছেন : thanks
১১
235377
১৬ জুন ২০১৪ দুপুর ০১:৩৭
নিউজ ওয়াচ লিখেছেন : আপনার উদ্দোগকে সাধুবাদ জানাই। বিডিটুডেতেও পরচার করুন, এড দিন
১৬ জুন ২০১৪ রাত ১১:১৮
182132
শরীফ মিরাজ লিখেছেন : আশাকরি সাথে থাকবেন
১২
235473
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : শুভনিয় যে কোনকাজে অতীতেও ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ ।
এগিয়ে যান, সাথেই আছি Rose Rose Rose
১৬ জুন ২০১৪ রাত ১১:১৯
182133
শরীফ মিরাজ লিখেছেন : আপনার সকল সহযোগিতা আমাদের কাম্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File