এগিয়ে যেতে হবে, অনেক কাজ বাকি..... (কয়েক হাজার পর্বের প্রথম পর্ব)
লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ১৬ জুন, ২০১৪, ০৯:৩৩:৩৮ সকাল
সুদীর্ঘ ৮ বছরের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরলাম প্রায় তিনমাস হয়ে গেল। নানা জনের প্রশ্নবানে জর্জরিত হয়ে অীতষ্ট হয়ে গেছি। সবার কাছে একই কথা দেশে কিছু নাই, অনেক সমস্যা আমি কেন এমন সিদ্ধান্ত নিলাম। আরো কিছুদিন পরে আসলে ভাল হতো। প্রবাসীদের জীবনটা হলো হাতির মতো, হাতি তার মরনের আগে একা একা তাদের কবর স্থানের দিকে যাত্রা শুরু করে এক সময় ক্লান্ত হয়ে তার গন্তব্যে পৌছেঁ যায় এবং সেখানে তার মৃত্যু হয়। যাক এটা শুনা কথা কিন্তু এটা প্রবাসীদের সাথে ১০০% ভাগ মিলে যায়। গত আট বছরে আমি তাই দেখেছি এবারই শেষ বলে ৫ বছর কাটিয়ে দিয়েছে কিন্তু তার আর দেশে ফেরা হয়না। জটিল রোগে আক্রান্ত হয়ে অকেজ হয়ে মরনের জন্য দেশে আগমন করে। কেন যেন স্বাভাবিক ভাগে দেশে ফেরা হয়ে উঠেনা। হয়ত আমারো হত না। আল্লাহর অশেষ রহমত কোন এক দৈবকারনে আমাকে প্রবাস জীবনের ইতি টানতে হলো। আমি এর জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। বর্তমানে আমি নতুন এক মিশনে নেমেছি গত ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আমি এবং আমার একটি টিম বাংলাদেশ কে দেখতে বের হয়েছিলাম। আমরা বিরতিহীন ৫৯ টি জেলা সফর করেছি। আমরা বাংলাদেশের মানুষকে এক সুতায় গাতঁতে একটি পরিকল্পনা করেছি। আমরা আশাবাদী সফল হবো। এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা...............
বিস্তারিত শীগ্রই জানতে পারবেন...................
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এগিয়ে যান, সাথেই আছি
মন্তব্য করতে লগইন করুন