শহীদদের উদ্দেশ্যে বেলুন উড়াবার চেয়ে আল্লাহ তাআলার কাছে পার্থনা করা হাজর গুনে উত্তম ।

লিখেছেন লিখেছেন শরীফ মিরাজ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩৮:০৭ বিকাল

মহানবী (সাঃ) নিজে কাফেরদের বিরুদ্ধে ২৭টি যুদ্ধে অংশগ্রহন করেছেন আর সে সব যুদ্ধে অসংখ্য সাহাবী শহীদ হয়েছেন । ওহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন ৭০ জন । ইয়ামামার যুদ্ধে ৭০ জন হাফিজে কুরআন শহীদ হন । বদর, তাবুক, হুনাইন, মুতার, খন্দক এরকম অসংখ্য যুদ্ধে অসংখ সাহাবা শহীদ হন । মহানবী তাদের স্মরনে কোন স্তম্ভ নির্মান করেন নি । তাদের কবরে ফুল দেন নি। শুধু তাই নয় খলিফার আমলেও শহীদদের জন্য কোন স্তম্ভ নির্মান করা হয় নি । তাহলে আমরা আজ কেন এই পর্যায়ে গেলাম !!! নাকি সে সময়ে যারা শহীদ হয়েছিলেন তারা মহান ছিলেন না। কেনা জানে সে সময়ে যুদ্ধ কেমন হত । নাকি আজ যারা শহীদ মিনারে ফুল দিতে যান বা বেলুন উড়াবেন তারা বলবেন মহানবী (সাঃ) ভুল করেছিলেন ( নাউজুবিল্লাহ) । এখনতো বলা হয় যারা শহীদ মিনারে যায় না তারা বাংলাদেশকে ভালোবাসেন না । আমি জানি না আপনার আমাকে কি ভাববেন। আমি আমার যুক্তি উপস্থাপন করলাম । আল্লাহ তাআলাই জানেন কে সঠিক। এ দেশকে কে কত ভালোবাসে তা তো মানুষ দেখতেই পাচ্ছে । এদেশের প্রধান মন্ত্রীরা সবার আগে শহীদ মিনারে ফুল দেন । তারা দেশ কে কি পরিমান ভালোবাসেন তা তাদের কার্যকলাপে আমরা দেখেছি।

এবার কিছু প্রশ্ন করা যাক ।

আপনি কি মুসলমান ? উত্তর হ্যা

আপনি কি মুহাম্মদ (সাঃ ) কে আল্লাহ তাআলা প্রেরিত নবী বলে স্বীকার করেন ? উত্তর হ্যা

আপনি কি বিশ্বাস করেন মহানবী (সাঃ) প্রতিটি কাজ সঠিক ? উত্তর হ্যা

মহানবী কি শহীদের জন্য শহীদ মিনার নির্মান করেছেন না পার্থনা করেছেন ? উত্তন পার্থনা করেছেন ।

আপনি কি নবীদের থেকে বেশি জানেন ? উত্তর না

তাহলে আপনি শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছেন কেন ???

উত্তর ÑÑÑÑÑÑÑআপনারাই ঠিক করুন ।

অনেকে বলতে পারেন তারা মর্ডান মুসলমান !!!!

শহীদের উদ্দেশ্যে বেলুনে চিঠি লিখে উড়িয়ে দেওয়াটা আকর্ষনীয় কিন্তু এর মাঝে কোন কল্যান নেই বরং নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তাদের এবং আমাদের জন্য ক্ষমা চাওয়ার মাঝেই কল্যান আছে শহীদ মিনারের মতো কোন স্তম্ভে ফুল দেওয়া কোন মুসলমানের আদর্শের মধ্যে পড়ে না । আমরা এসব খুনি রাজাকারদের বিচার যাতে দ্রুত এবং সঠিক হয় সে জন্য আল্লাহ তাআলার কাছে পার্থনা করি । মহান আল্লাহ তাআলা এদের এবং ভন্ড দেশ প্রেমিকের হাত থেকে আমাদের দেশকে যাতে রক্ষা করেন, যারা বলেন তিনিই সবথেকে দেশকে বেশি ভালোবাসেন অথচ দেশের মানুষের কোটি কোটি টাকা মেরে দিচ্ছে।

এখান থেকে নেওয়া

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File