স্বল্প গল্প

লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ১১ মার্চ, ২০১৪, ১১:০১:১৬ সকাল

অনেকদিন পর হাফিজ সাহেব আর আমি গল্প করছিলাম। আমাদের সচরাচর গল্প করার সুযোগ হয়না, যেহেতু উনি কাজ করেন রাতে আর আমি দিনে, তাই মাঝে মাঝে সুযোগ পেলে নানাবিধ বিষয়ে আলাপ হয়। কথাপ্রসঙ্গে উনি এক ব্যাক্তির ব্যাপারে আমার মতামত জানতে চাইলেন। জিজ্ঞেস করলাম, ‘কেন? আপনি তো তাকে আমার চেয়ে ভাল চেনেন। আপনিই বরং আমাকে বলতে পারবেন তিনি কেমন’।

হাফিজ সাহেব বললেন, ‘আমি আসলে কনফিউজড, তাই তোমার মতামত জানতে চাইলাম’।

‘কনফিউজড কেন?’

‘কেউ কেউ বলেন উনি খুব ভাল মানুষ, আবার কেউ বলেন খুব খারাপ। একই মানুষের ব্যাপারে এমন বিপরীত মতামত আমাকে বিভ্রান্ত করছে যদিও আমার সাথে তিনি খুবই অন্তরঙ্গ এবং উত্তম আচরণ করেন’।

‘ব্যাপারটা খুবই সহজ’।

‘কেমন?’

‘দেখেন, আপনি যদি এমন কাউকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেন, যে আমাকে পছন্দ করে তার মুখে আমার বর্ণনা শুনে আপনার মনে হবে আমি ফেরেস্তা; আর যদি এমন কাউকে জিজ্ঞেস করেন যে আমাকে পছন্দ করেনা, তার ভাষ্য শুনে আপনার মনে হবে আমি শয়তানের গুরু। এর সাথে আমি কতটুকু ভাল বা মন্দ তার তেমন কোন সম্পর্ক নেই। বরং এটা প্রত্যেক ব্যাক্তির স্বীয় দৃষ্টিকোণ এবং বিবেচনার ব্যাপার। রাসূল (সা) এর মত মহামানবেরও শত্রুর অভাব ছিলোনা, আবার হিটলারের মত লোকেরও অনেক অনুগত শাগরেদ ছিল। আবু বকর (রা) কর্তৃক উপকারপ্রাপ্ত এবং তাঁর দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল হয়েও মিসতাহ তাঁর মেয়ের ব্যাপারে মিথ্যা বদনাম ছড়িয়েছে, আবার অনেকেই নীতিগত কারণে শত্রুরও দুর্নাম করবেনা যদিও তা সত্যি হয়’।

‘বুঝলাম’।

‘আপনার আমিনা আন্টির কথা মনে আছেনা?’

‘ঐ যে অ্যামেরিকান মহিলা, বাংলাদেশী বিয়ে করেছিলেন?’

‘হ্যাঁ। উনি প্রায়ই বলতেন, ‘বাংলাদেশের সবকিছু আমার ভাল লাগে। তোমরা অতিথিপরায়ন, উদার, সহযোগি মনোভাবাপন্ন। কিন্তু একটা জিনিস খুবই কষ্ট লাগে, বাংলাদেশীরা অসম্ভব ‘জাজমেন্টাল’। একটা মানুষের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে এরা ত্রুটি অনুসন্ধান করে এবং প্রান্তিক মন্তব্য প্রকাশ করে বসে। অথচ মানুষকে বিচার করার অধিকার আল্লাহ্‌ মানুষকে দেননি যেহেতু কোন মানুষই ত্রুটির উর্ধ্বে নয়, যেহেতু এই অধিকার আল্লাহর জন্যই বরাদ্দ, কিয়ামতের দিন আল্লাহ্‌ নিজেই প্রত্যেক ব্যাক্তিকে পরিমাপ করবেন’।

‘কিন্তু মানুষের স্বাভাবিক প্রবণতা হোল প্রথম দেখাতেই কোন ব্যাক্তিকে পরিমাপ করা, তার ব্যাপারে একটি ধারণায় উপনীত হওয়া। এটি একটি চলমান প্রক্রিয়া। কখনও মনে হয় প্রথম দেখায় যে ধারণা হয়েছিল তা ভুল, আবার কখনও মনে হয় তা সঠিক ছিল, আবার কখনও মনে হয় ব্যাক্তি বদলে যাচ্ছে যা ইতিবাচক কিংবা নেতিবাচক উভয়প্রকার হতে পারে’।

‘হুমম। ঠিক আছে তো। আল্লাহ্‌ আমাদের মধ্যে এই প্রবণতা দিয়ে দিয়েছেন যেন আমরা সঠিক ব্যাক্তির সাথে বন্ধুত্ব করি, ভুল জায়গায় বিশ্বাস স্থাপন না করি, যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, নিজের জীবন নিয়ে এক্সপেরিমেন্ট না করি। কিন্তু সমস্যাটা ভাবা নিয়ে নয়, বলা নিয়ে। ভেবে দেখেছেন গীবত এত বড় গুনাহ কেন? কারণ আমার ধারণা যতক্ষন আমার মনের মধ্যে সীমাবদ্ধ থাকছে ততক্ষণ তা আমার সাবধানতার হাতিয়ার ব্যাতীত আর কিছুই নয়। কিন্তু যে মূহূর্তে আমার ধারণা অন্যের মনে কোনপ্রকার সন্দেহ বা কুধারণা সৃষ্টি করছে সেই মূহূর্তে তা অন্যের জন্য বিধ্বংসী অস্ত্রে পরিণত হচ্ছে। আমার নিজেকে রক্ষা করার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু অন্যের আত্মসম্মান রক্ষার অধিকার ছিনিয়ে নেয়ার হক তো আমাকে কেউ দেয়নি!’

‘তোমার কথায় যুক্তি আছে’।

‘তবে জাজমেন্টাল লোকজনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন?’

‘কি?’

‘ওরা সবকিছুকে নিজের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সিদ্ধান্তে উপনীত হয়। অথচ প্রতিটি মানুষ একটি স্বতন্ত্র এবং একান্তই নিজস্ব পরিস্থিতির বলয়ে আবদ্ধ যা আর কারো পক্ষে অনুধাবন বা উপলব্ধি করা সম্ভব নয়, শুধু বুঝার চেষ্টাই করা যেতে পারে। আবার একই মানুষ তখনকার শারীরিক বা মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্নভাবে কিংবা একই পরিস্থিতিতে পৃথক সময়ে বিভিন্নভাবে প্রতিক্রিয়া করতে পারে, তার পরিস্থিতির অনেক কিছুই তার পাশে দাঁড়ানো ব্যাক্তিটিরও বোধগম্য না হতে পারে। এমতাবস্থায় যে খেলোয়াড় মাঠে নেমে ব্যাট করছে- তার ওপর তার সমর্থকদের আকাঙ্খার বিশাল মানসিক চাপ, তার দেশের ভাবমূর্তি রক্ষার বিরাট দায়িত্ব, ঘণ্টার পর ঘন্টা তীব্র গরমে ক্রিজে দাঁড়িয়ে ঘেমে ভিজে ক্লান্ত শরীরে মাথা ঠান্ডা রাখার কল্পনাতীত কঠিন কাজ, বিভিন্ন ইনজুরিকে উপেক্ষা করে খেলা চালিয়ে যাওয়ার দুঃসাধ্য প্রচেষ্টা কিছুই না বুঝে আমি যদি এসি রুমে আরামদায়ক চেয়ারে বসে আইসক্রীম খেতে খেতে বিশ্লেষণ করি ঐ বলে ছক্কা না উড়িয়ে সে এক রান নিলো কেন, নিশ্চয়ই সে বাজে খালোয়াড়, সেটা হবে যেমন হাস্যকর তেমনই দুঃখজনক’।

‘বিখ্যাত লোকজনকে নিয়ে মানুষ একটু বেশিই চুলচেরা বিচার বিশ্লেষণ করে থাকে, এটা খ্যাতির বিড়ম্বনা’।

‘আমি আপনাকে বোঝাতে পারিনি। খেলোয়াড়ের কথা বললাম উদাহরণ হিসেবে। কিন্তু ধরুন একজন সাধারন মানুষের কথা। একই পরিস্থিতিতে বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিক্রিয়া করে। যেমন ধরুন অনিলা। সে বোঝেনা কিছুই অথচ নিজেকে মহাবিজ্ঞ ভেবে বড্ড বেফাঁস কথাবার্তা বলে, সবাইকে মনে আঘাত দেয়, কিন্তু এই ব্যাপারে তার কোন অনুভূতি নেই। অথচ ক’দিন আগে তার ধারণা হোল আলিয়া ওর ব্যাপারে কিছু বলে থাকতে পারে, এই সন্দেহের বশবর্তী হয়ে সে কি গোলটা না বাঁধাল! আবার রাবেয়ার কথা ভাবুন, সে চুপচাপ নিজের কাজ করে যায়, সবার কথা শোনে কিন্তু কথা বলে কম, সাধ্যমত সবাইকে সাহায্য করে কিন্তু সে যে কার জন্য কি করে সেটা যার জন্য করল সে ছাড়া কেউ জানতেও পারেনা, আর ওর নিজের কষ্ট- সে তো কাউকেই বলেনা! এখন ধরুন, দু’জনই একই বিপদে পড়ল। অনিলা কি করবে?’

‘চিৎকার চেঁচামেচি করে উত্তর দক্ষিণ এক করে ফেলবে, নিজেকে ছাড়া পৃথিবীর তাবত জনগোষ্ঠীকে দায়ী করবে’।

হাসি পেয়ে গেল আমার, ‘ঠিক ধারণা করেছেন! রাবেয়া কি করবে বলেন তো?’

‘সে কাউকে বুঝতেই দেবেনা!’

‘ঠিক। এখন যদি এই প্রতিক্রিয়ার ভিন্নতার ব্যাপারে অনিলাকে রাবেয়ার ব্যাপারে মন্তব্য করতে বলা হয় তাহলে সে বলবে রাবেয়া বোকা। আর যদি রাবেয়াকে অনিলার ব্যাপারে জিজ্ঞেস করা হয় সে বলবে, ‘আমি জানিনা’। কিন্তু এর জন্য অনিলা কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে বরং নিশ্চিত হবে যে রাবেয়া নিশ্চয়ই বোকা।’

‘বুঝলাম। সে রাবেয়ার ভদ্রতাকে দুর্বলতা ধরে নেবে এবং নিজেকেও পরিবর্তন করতে আগ্রহী হবেনা’। ‘হুমম, কিন্তু এই ধরনের একজন মানুষ সবচেয়ে ক্ষতি করে নিজের’।

‘সেটা কিভাবে?’

‘ধরুন, আমি আপনাকে বিশ্বাস করে একটা কথা বললাম। এর দু’টো উদ্দেশ্য থাকতে পারে – এক, আমি আপনার কাছে আমার কোন সমস্যার সমাধান আশা করি; অথবা, আমি জানি আপনি আমাকে সমাধান দিতে পারবেন না, কিন্তু সান্তনা দেবেন’।

‘হুমম, এটাই তো স্বাভাবিক’।

‘আপনার স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু একজন জাজমেন্টাল মানুষ কি করবে? প্রথম ক্ষেত্রে সে এই সুযোগ গ্রহণ করবে নিজের বড়ত্ব জাহির করতে, ‘আমি হলে কখনোই এমন ভুল করতাম না, আমি এই সমস্যায় পড়তামই না!’, অথচ পৃথিবীর সবচেয়ে সাবধান মানুষটিও আল্লাহর পরীক্ষার আওতার বাইরে নয়! নতুবা সে কথাটাকে পুঁজি করে রাখবে পরবর্তীতে মোক্ষম সময়ে আঘাত হানার জন্য, ‘ও বিথী! সে তো একটা চরিত্রহীন মেয়ে। সে মনে মনে পাশের বাসার ছেলেটাকে পছন্দ করত’, অথচ আমরা কেউই ত্রুটিমুক্ত নই!’

‘তা তো বুঝলাম, এরা পরের ক্ষতি করে। কিন্তু নিজের ক্ষতি করে কিভাবে?’

‘সেটা এভাবে, আমি আপনাকে একবার বিশ্বাস করে কোন আঘাত পেলে আপনার কি মনে হয় আর কখনো বিশ্বাস করব?’

‘না’।

‘যে মানুষকে বিচার করেনা, তার পরিস্থিতি বুঝে তাকে সাহায্য করার চেষ্টা করে, মানুষ অন্য সময় তাকে মনে না রাখলেও বিপদে পড়লে তার কাছেই ছুটে আসে। আপনার কি মনে হয় কোন জাজমেন্টাল ব্যাক্তির কাছে মানুষ বিপদে দূরে থাক, স্বাভাবিক অবস্থাতেও যাবে?’

‘না’।

‘কারণ মানুষ তাদের বিশ্বস্ত বা সহানুভূতিশীল ভাবেনা। এভাবেই তারা মানুষের মনে নিজের স্থান হারিয়ে ফেলে’।

‘বুঝলাম। তবু আমি অনিলা হতে চাই’।

আমি আশ্চর্য হয়ে বললাম, ‘সে কি! কেন?’

হাফিজ সাহেব চোখ টিপে বললেন, ‘কারণ রাবেয়া ভদ্র বলে ওকে কেউ খাতিরযত্ন করেনা। কিন্ত অনিলার মুখের ভয়ে সবাই তাকে আলাদা খাতির করে’।

আমাদের দু’জনের উচ্চস্বরে হাসির শব্দ শুনে বাচ্চারা ছুটে এলো, ‘কি হোল আম্মু, তোমরা এত হাসছ কেন?’

ওদের চিন্তিত চেহারা দেখে আমরা আরেক চোট হাসিতে ফেটে পড়লাম।

বিষয়: বিবিধ

১৯৮২ বার পঠিত, ১০২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190349
১১ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
আওণ রাহ'বার লিখেছেন : অনেক ভালো লেগেছে ধন্যবাদ Good Luck Happy
১২ মার্চ ২০১৪ সকাল ১০:০৯
142043
রেহনুমা বিনত আনিস লিখেছেন : প্রথম! দ্রুত উপস্থিতি আগ্রহের পরিচায়ক। অনেক অনেক ধন্যবাদ ভাইটিকে Happy Good Luck
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:২৫
142111
আওণ রাহ'বার লিখেছেন : Angel Angel Angel Happy Happy Happy Good Luck Good Luck
Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
190357
১১ মার্চ ২০১৪ সকাল ১১:২৫
বিদ্রোহী নজরুল লিখেছেন : মাশা আল্লাহ...!
অনেক সুন্দর হয়েছে আপু।
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৩৯
142053
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পড়ার এবং উৎসাহব্যাঞ্জক মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Happy Good Luck
190362
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৩১
বিদ্যালো১ লিখেছেন : Amra shohoj kajta kortei like kori; tai kosto kore janar chesta ke kore?

accha mam , amra je politicians der criticize kori, oita ki gibot hobe ?
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৪৪
142058
রেহনুমা বিনত আনিস লিখেছেন : কঠিন প্রশ্ন! তাদের ব্যাক্তিগত বিষয় নিয়ে টানাটানি করলে গীবত হবে কোন সন্দেহ নেই। তবে তাদের অন্যায়ের প্রতিকারার্থে আলোচনা করলে গীবত হবার কোন কারণ নেই। জ্ঞানীজনেরা আরো ভাল বলতে পারবেন। :Thinking
১৬ মার্চ ২০১৪ রাত ১১:২৬
143943
সাদাচোখে লিখেছেন : @ বিদ্যালো ১ - আমি অনেক আগে এ প্রশ্নের উত্তরে একবার শুনেছিলাম 'পলিসি বা নীতির আলোচনা সমালোচনা করা যায় - কিন্তু পলিসি মেকার এর না'। যা লিখকের কমেন্ট ও প্রতিফলিত হয়েছে।

বাস্তবে তা চর্চা করা আসলেই কঠিন।
190371
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৪০
সজল আহমেদ লিখেছেন : জোশ হয়েছে।
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৪৫
142059
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যদি এই পোস্ট কাউকে ভাবায় তাহলে ব্যাক্তিগত বিষয়টি শেয়ার করা যথার্থ হবে। ধন্যবাদ Happy Good Luck
190379
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৫৭
মিশেল ওবামা বলছি লিখেছেন : খুব ভালো লাগলো, আপুমনি..
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৪৬
142061
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যদি এই পোস্ট কাউকে ভাবায় তাহলে ব্যাক্তিগত বিষয়টি শেয়ার করা যথার্থ হবে। ধন্যবাদ আপু Happy Good Luck
190385
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:০৫
সিটিজি৪বিডি লিখেছেন : এই প্রথম দৃুলাভাইকে হাসতে দেখলাম।
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৪৭
142062
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বলেন কি? Surprised
ওনার স্বভাবই তো হাসা এবং হাসানো! Happy
190392
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:১৩
ইক্লিপ্স লিখেছেন : খুব ভালো লাগলো Rose Rose Rose Rose Rose Rose
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৪৯
142064
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পড়ার এবং উৎসাহব্যাঞ্জক মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু Happy Good Luck
190400
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:২৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার জাজমেন্ট সুন্দর হয়েছে । Thumbs Up
১২ মার্চ ২০১৪ সকাল ১০:৫০
142066
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি চেষ্টা করি কাউকে জাজ না করতে ভাই, নিজেই জাজড হবার ভয়ে আছি, সেদিন খুব দূরে নয়, মনে হয় যেন জানালা দিয়ে দেখতে পাই Worried Worried Worried
190418
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : রাবেয়া এবং অনিলা যখন একই পরিবারের বউ হয় অর্থাৎ জা, তখন রাবেয়াকে কতটুকু কোণঠাসা থাকতে হয় জানেন?

সবাই মান সম্মানের ভয়ে সব সময় অনিলার কথাকে গুরুত্ব দিতে থাকে। রাবেয়া নামের যে কেউ একজন আছে, তার যে নিজস্ব কোন চাওয়াপাওয়া আছে তাও তারা ভুলে যায়। সব সময় পারিবারিক সকল সুবিধা যায় অনিলার ভাণ্ডারে। অথচ বিপদে আপদে সব সময় পাশে পায় রাবেয়াকে।

রাবেয়া ভদ্রতার কারণে, নিজস্ব শিক্ষা,মূল্যবোধ,রূচিবোধের কারণে এসব চুপচাপ দেখে যায়। কিন্তু ধীরেধীরে যদি সে সবার আচরণে এদের প্রতি ত্যক্ত-বিরক্ত হয় তবে কি আমরা তাকে দোষ দিতে পারি?

অবশ্য এই ক্ষোভ মনেমনে রেখে সে পরিবারের প্রতি তার সমস্ত দায়িত্ব অকাতরে পালন করে যাচ্ছে।


চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।



১২ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
142068
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনি যে পরিস্থিতির কথা বললেন এটি আমার অত্যন্ত পরিচিত আপা। তবে সান্তনা একটাই। এদের জন্য আল্লাহ্‌ যে পুরস্কার রেখেছেন তা দেখে অচিরেই অনিলারা হাত কামড়াবে কিন্তু সেদিন আর তাদের করার কিছু থাকবেনা Angel
১০
190419
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের মনের মধ্যে তো ছোটকাল থেকেই এই ধরনের জাজমেন্টাল হওয়ার বুদ্ধি ঢুকে যায়। যখন পিতা-মাতারা কোন একটি বিষয়ে খারাপ নম্বর পেলেই কোন আত্মিয় কি পাশের বাসার ছেলেমেয়েদের দিকে উদ্দেশ্য করে বলেন যে সে তোমার চেয়ে অনেক ভাল। যার ফলে অজান্তেই সেই শিশুটির মনে আরেকটি শিশুর খারাপ খুজে দেখার মানসিকতা তৈরি হয়।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
১৩ মার্চ ২০১৪ সকাল ০৭:০৬
142436
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যেকোন বাবামা তাদের সন্তানদের প্রতি সবচেয়ে নিকৃষ্ট যে আচরন করতে পারেন তা হোল তাদের অন্যের সাথে তুলনা করা। এর পরিবর্তে তারা যদি সন্তানদের ভাল গুনাবলীকে প্রস্ফুটিত করায় ফোকাস করতেন, দোষত্রুটি থেকে উত্তরণ করায় সহযোগিতা এবং পথ দেখাতেন, তাদের ভাল কাজগুলোকে উৎসাহিত এবং মন্দগুলোকে নিরুৎসাহিত করতেন, এরা অনেক বেশি পজিটিভ এবং উদার মানসিকতা নিয়ে বড় হতে পারত। তবে নিজের অবস্থার জন্য নিজের অতীতকে দোষারোপ করে নিজেকে অপরিবর্তিত রাখাও কোন কাজের কথা নয়, বরং যে মূহূর্তে কেউ বুঝতে পারে তার প্রতি অন্যায়ের ফলে তার মাঝে ক্ষুদ্রতা জন্ম নিয়েছে, সে মূহূর্ত থেকেই তার নিজেকে সেই মানসিকতা থেকে বের করে আনার চেষ্টা করা উচিত যেন সে তার সন্তানের মাঝে আবার নিজেকে জন্ম না দেয়। কি বল?Happy
১১
190432
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এনালাইসিস চমৎকার। অর্ধপূর্ণ পানির গ্লাসটিকে অর্ধেক খালি না বলে আমাদরে অর্ধেক পূর্ণ বলে ভাবা উচিত। Rose Rose Rose
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
141452
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এবং বাকি অর্ধেকটা কিভাবে পানিপূর্ণ করা যায় সে প্রচেষ্টা থাকা উচিত।
১৩ মার্চ ২০১৪ সকাল ০৭:০৮
142437
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ঠিক বলেছেন! Happy>-
১২
190555
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩০
প্রবাসী মজুমদার লিখেছেন : ‘ঐ যে অ্যামেরিকান মহিলা, বাংলাদেশী বিয়ে করেছিলেন?’

‘হ্যাঁ। উনি প্রায়ই বলতেন, ‘বাংলাদেশের সবকিছু আমার ভাল লাগে। তোমরা অতিথিপরায়ন, উদার, সহযোগি মনোভাবাপন্ন। কিন্তু একটা জিনিস খুবই কষ্ট লাগে, বাংলাদেশীরা অসম্ভব ‘জাজমেন্টাল’। একটা মানুষের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে এরা ত্রুটি অনুসন্ধান করে এবং প্রান্তিক মন্তব্য প্রকাশ করে বসে।


এ গল্পে শিক্ষণীয় অনেক কিছূই রয়েছে। ভাল লাগার মত। জীবনে থেকে নেয়া এসব কথার মাঝে আপনার শিক্ষনীয় বিয়গুলো হৃদয়গ্রাহী করে তোলে পাঠককে।

ধন্যবাদ। সাথে আছি। দাওয়াত না দিলেও আসব যদি কিলাকিলি করে সময়ের সাথে সুযোগ করে নিতে পারি।
১৩ মার্চ ২০১৪ সকাল ০৭:১৫
142438
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌! আপনার উৎসাহব্যাঞ্জক মন্তব্য সবসময়ই প্রেরণা জোগায়Angel
আমিও কিন্তু আপনার সাথেই আছি, আপনার সিরিজের প্রত্যেকটি পড়েছি এবং মন্তব্য করব বলে লিঙ্ক সংগ্রহ করে রেখেছি, কিন্তু সময়ের সাথে কিলাকিলি করে কিছুতেই পেরে উঠছিনা Praying
১৩
190571
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৫
আবু আশফাক লিখেছেন : বরাবরের মতোই সুন্দর। অনেক ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৪ সকাল ০৭:১৯
142440
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পড়ার এবং উৎসাহব্যাঞ্জক মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck
১৪
190638
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৯
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ মার্চ ২০১৪ সকাল ০৫:৫৬
142922
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ধন্যবাদ আপনাকেও Happy Good Luck
১৫
190886
১১ মার্চ ২০১৪ রাত ১০:৪০
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট, ধন্যবাদ।
১৪ মার্চ ২০১৪ সকাল ০৫:৫৭
142923
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পড়ার এবং উৎসাহব্যাঞ্জক মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
১৬
190975
১২ মার্চ ২০১৪ রাত ০৩:১১
রাবেয়া রোশনি লিখেছেন : চমৎকার বিশ্লেষণ ! অনেক ভালো লাগলো আপু । জাজাকাল্লাহু খাইরান Love Struck Love Struck Love Struck Love Struck Praying Praying
১৪ মার্চ ২০১৪ সকাল ০৫:৫৯
142924
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওয়া ইয়্যাকি আপু Love Struck Love Struck Love Struck
তোমার লেখা পাচ্ছি না অনেকদিন ধরে। ঘটনা কি? :Thinking :Thinking
১৭
190981
১২ মার্চ ২০১৪ রাত ০৪:২৬
প্যারিস থেকে আমি লিখেছেন : শিক্ষনীয় পোষ্ট।
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:০০
142925
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পড়ার এবং উৎসাহব্যাঞ্জক মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Happy Good Luck
১৮
191155
১২ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
ইবনে হাসেম লিখেছেন : অফিসে, কাজের ফাঁকে দেখলাম এবং পাঠ করলাম। তাই সব কথা মগজে তেমন করে প্রবেশ করতে পারে নাই। তাই রেডিমেড মন্তব্য করা ছাড়া অন্য কোন উপায় ও নাই।
এটা আমার রেহনুমা আপুর লিখা না? তা হলে তো ভালো না হয়ে যায় না..... Applause
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:০১
142926
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অন্ধবিশ্বাস তো ভাল না ভাই, তাও এত গাধা একজনের প্রতি! Worried Worried
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৬
143059
ইবনে হাসেম লিখেছেন : অন্ধ বিশ্বাস তো নয়, অনেক দিন দেখে দেখে এবং পড়ে পড়ে তবে এ সিদ্ধান্তে পৌঁছা হলো।
১৯
191504
১৩ মার্চ ২০১৪ রাত ০৪:২৬
ভিশু লিখেছেন : বেশ উন্নতমানের কথোপকথন! চিন্তা-মূল্যায়নগুলো খুবই জীবন-ঘনিষ্ট! তবে হাফিজ সাহেব কিন্তু বাস্তব ইচ্ছেটিই করেছেন - যদিও তা বড়ই অনাকাঙ্ক্ষিত এবং এ থেকে আমরা - আমাদের সমাজ যদি মুক্ত হতে পারতো! Day Dreaming
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:০২
142927
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এ থেকে আমরা - আমাদের সমাজ যদি মুক্ত হতে পারতো! Praying Praying Praying
২০
191518
১৩ মার্চ ২০১৪ সকাল ০৫:১৮
উম্মু রাইশা লিখেছেন : জাজমেন্টাল হবার পিছনে এক ধরনের অহংকার কাজ করে,যা আসলে ঠিক না।
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:০৩
142928
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ঠিক বলেছেন আপা Love Struck
২১
191636
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ কেমন সে বিষয়ে বোঝা বেশ কঠিন। চট্টগ্রামে এক ভদ্রলোক কে চিনতাম। তিনি একই সঙ্গে ছিলেন শিক্ষক,ছাত্র এবং ব্যবসায়ি। মোটরসাইকেল চালাতেন। তার কথা বার্তা শুনে আমরা বন্ধুরা তাকে ছিটগ্রস্ত বলেই মনে করতাম। কিন্তু একদিন জানলাম তিনি অসম্ভব মেধাবি এক কন্যাকে বিয়ে করে ফেলেছেন। ব্যাপরটা জানার পর আমাদের সিদ্ধান্ত "ব্যাটা জাতে মাতাল তালে ঠিক"। এখন মনে হয় আমাদের কোন সিদ্ধান্তই পুরাপুরি সঠিক না। আসল টা কি হতে পারে বলে আপনার মনে হয়??
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:০৭
142929
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অনেক সময় অতিরিক্ত মেধাবী লোকজনকে আপাতদৃষ্টিতে ছিটগ্রস্ত মনে হয়। তবে চোরে চোরে মাসতুতো ভাইয়ের মত মেধাবীরাও একে অপরকে চিনে নেয়, বিশেষ করে যদি দু’জনের জীবনের লক্ষ্য এক হয়। ঘটনাটা সম্ভবত তেমনই। ধারণা করলাম। :Thinking :Thinking :Thinking
১৭ মার্চ ২০১৪ রাত ১০:০৩
144344
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সেই ভ্যপসা মোটরবাইক চালক মোটাসোটা লোকডার কথা কইছেন মনে হয়!!!
২২
191903
১৩ মার্চ ২০১৪ রাত ০৯:২১
বৃত্তের বাইরে লিখেছেন : যে যুগ পড়েছে! অনিলারা ভালো আছে কারন আদায় করে নিতে জানে। সমাজের চোখে রাবেয়ারা সবসময় বোকা। সমাজও তাদের ব্যবহার করে।

ভালো লাগলো আপু লেখাটা। ধন্যবাদ আপনাকে Good Luck Rose Love Struck Love Struck
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:১২
142930
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যাই বলেন, অনিলাদের দেখলে আমার মনে হয় ওরা penny wise pound foolish. পৃথিবীর খন্ডকালীন জীবনকে উপভোগ করার জন্য আজ ওরা যে অন্যায় করছে তা পরবর্তীতে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর রাবেয়াদের আপাতদৃষ্টিতে বোকা মনে হলেও, ওরাই ত সংগ্রহ করে চলেছে মনিমুক্তা সম্পদের পাহাড় যা অনন্ত জীবন ধরে উপভোগ করতে পারবে! পড়ার এবং উৎসাহব্যাঞ্জক মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু Love Struck Love Struck Good Luck Good Luck
২৩
192912
১৬ মার্চ ২০১৪ দুপুর ০২:১৮
ফুয়াদ সাদাত লিখেছেন : পড়তে ভাবনাগুলো ডানা মেলছিল কিন্তু ...
শেষ অংশ পড়ে হাসি থামছিল না হাহাহা Happy
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৫৩
144098
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy
আশা করি ভাবনার ডানা মেলা বন্ধ হবেনা, এই ভাবনাগুলোই তো আনবে কাঙ্খিত পরিবর্তন Praying Praying
২৪
193087
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
সুশীল লিখেছেন : হাফিজ সাব কেঠা আপু? I Don't Want To See I Don't Want To See
১৭ মার্চ ২০১৪ রাত ১২:২৩
143964
বৃত্তের বাইরে লিখেছেন : হাফিজ সাহেব আপনাদের ব্লগের উনি,রেহনুমাপু'র তিনি Tongue
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৫৩
144099
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
১৭ মার্চ ২০১৪ রাত ১০:০৬
144345
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মেধাবিকাশ কে সন্দেহ কইরেন না আবার!!!
২৫
193088
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
নীল জোছনা লিখেছেন : বেসম্ভব ভালো লাগলো। আপনার লেখার চরিত্রের সাথে আমার কিছুটা মিল আছে। আমি একটু খুতখুতে ছেলে। যেমন কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে গেলে আগে দেখি সে অন্য কোথায় প্রেমট্রেম করছে কিনা, কোনো ছেলের সাথে ঘুরাঘুরি করে কিনা, ছেলেদের সাথে বেশী আড্ডা দেয় কিনা। এসব দেখি। তারপর সিদ্ধান্ত নেই। যার ফলে আমার বান্ধবীর সংখ্যা আগের তুলনায় এখন মাইনাসে যেতে চলেছে। Broken Heart Broken Heart Broken Heart
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৫৫
144101
রেহনুমা বিনত আনিস লিখেছেন : তাই? বুদ্ধিমতি মেয়েরাও কিন্তু এভাবে দেখেশুনেই সিদ্ধান্ত নেয়। তখন আবার দেখবেন বৌ পাবেন না, যেহতু আপনার বান্ধবী আছে Rolling on the Floor
২৬
193106
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : শিক্ষামূলক এবং ভালো লাগার মতো লিখা।
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৫৮
144103
রেহনুমা বিনত আনিস লিখেছেন : একজন ভাল স্বামী একজন ভাল বন্ধুও বটে যার সাথে সবকিছু আলাপ করা যায় এবং আলাপের মধ্য দিয়ে বেরিয়ে আসে অনেক সিদ্ধান্ত যা এককভাবে নেয়া কঠিন বা অসম্ভব। আমাদের আলাপের একাংশ শেয়ার করলাম। আপনাদের ভাল লাগায় আপ্লুত বোধ করছি। যাজ্জাকাল্লাহ খাইর Happy Good Luck
২৭
193134
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:১৩
বিন হারুন লিখেছেন : আপনার গল্পটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম, Rose
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৫৮
144104
রেহনুমা বিনত আনিস লিখেছেন : একজন ভাল স্বামী একজন ভাল বন্ধুও বটে যার সাথে সবকিছু আলাপ করা যায় এবং আলাপের মধ্য দিয়ে বেরিয়ে আসে অনেক সিদ্ধান্ত যা এককভাবে নেয়া কঠিন বা অসম্ভব। আমাদের আলাপের একাংশ শেয়ার করলাম। আপনাদের ভাল লাগায় আপ্লুত বোধ করছি। যাজ্জাকাল্লাহ খাইর Angel
২৮
193149
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:২৫
মদীনার আলো লিখেছেন : শিক্ষামূলক গল্প ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ মার্চ ২০১৪ সকাল ১১:৫৯
144105
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পড়ার এবং মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
২৯
193154
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:৩৬
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : অনেক ভালো লাগলো আপু।আপনার প্রতিটি লেখায় শিক্ষার খোরাক খুঁজে পাই।
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:০৩
144106
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ Angel Praying
পড়ার এবং উৎসাহব্যাঞ্জক মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
৩০
193181
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
জেদ্দাবাসী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩১
193183
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
জেদ্দাবাসী লিখেছেন : জেদ্দায় এখন আজান দিবে তাই রেড়িমেট মন্তব্য করে চলে যাচ্ছি ।
১৭ মার্চ ২০১৪ দুপুর ১২:০৫
144108
রেহনুমা বিনত আনিস লিখেছেন : নামাজ আমার এই নগন্য পোস্টের তুলনায় কোটীগুন বেশি জরুরী। হাজিরা দিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই Happy Good Luck
৩২
193218
১৬ মার্চ ২০১৪ রাত ১০:১৮
সালাহ খান লিখেছেন : একটা একটা করে প্রতিটা লাইন পড়েছি । লিখার মাঝে একটা শান্তি ও সহানুভূতির সমাজ গড়ার হাতছানি কাজ করেছে । এমন কিছু লিখা আছে বলেই ব্লগে হাজারো ঝামেলার মাঝেও আসতে মজা পাই । লিখনীর জন্য তিনটা ফুলের শুভেচ্ছা
১৮ মার্চ ২০১৪ সকাল ০৬:৫৯
144416
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এত ব্যাস্ততার মাঝে সময় করে ব্লগে এসে এই অধমের লেখা একটি একটি লাইন ধৈর্য্যসহকারে পড়ে উৎসাহ দেয়ার জন্য ভাইটিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সুযোগ হলে ‘প্রতিযোগিতা’ পোস্টটি পড়ে দেখার অনুরোধ রইল Happy Good Luck Good Luck
৩৩
193236
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৫৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হাফিজ সাহেব কে বাচ্চা বানিয়ে লেখিকা নিজেকে একটু বেশিই ফোকাস করার চেষ্টা চালানো হয়েছে। Day Dreaming Day Dreaming তবে শিক্ষাটা ভালোই হয়েছে। Thumbs Up Thumbs Up
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:০৯
144417
রেহনুমা বিনত আনিস লিখেছেন : তাই? Happy
বিয়ে করার সময় নিশ্চিত হয়ে নেবেন বৌ যেন শিক্ষিকা না হয়। নইলে আপনাকেও এমন ফোকাসের বাইরে থাকতে হবে। কারণ অন্য ব্যাক্তি জানুক বা না জানুক, শিক্ষকরা কথা বলতে পছন্দ করে। যারা শিক্ষকদের পছন্দ করে তারা তাদের কথা শুনতে পছন্দ করে। Angel
তবে বিয়ে করার আগে একটা জিনিস জেনে নিন, একজন পুরুষ সারা পৃথিবীর সামনে শক্ত সমর্থ গম্ভীর হবার ভান করে যায়। সেখানেই সে নিজেকে মেলে ধরে যেখানে সে মুখোশটা সরিয়ে রাখা নিরাপদ মনে করে। স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বন্ধু ভাবলে আপনিই জিতবেন। Happy>-
৩৪
193239
১৬ মার্চ ২০১৪ রাত ১১:০৮
আলোকিত প্রদীপ লিখেছেন : গীবত জিনিসটা যে কি পরিমান ভয়ঙ্কর। এই নিয়া একখান লেখা শুরু করছিলাম। বাট সেই অর্ধ সমাপ্ত লিখা কোন কালে পূর্ণ রূপ পাইবে বলিয়া মনে হয় না। জাজাকিল্লাহ খাইরান আপু। Rose Rose Rose
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:১২
144422
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার অর্ধসমাপ্ত লেখাটি সমাপ্ত করে আমাদের উপকারার্থে ব্লগে পরিবেশন করার অনুরোধ রইল। প্লিজ বেশি দেরী করবেন না। গীবত ভাইরাসের মত ছড়িয়ে যাচ্ছে সমাজে, ইসলাম জানা এবং না জানা উভয় শ্রেনীর মাঝে। প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। Yawn
৩৫
193249
১৬ মার্চ ২০১৪ রাত ১১:২৮
ভিশু লিখেছেন :
স্টিকি পোস্টের জন্য অভিনন্দন... Happy Good Luck Rose Rose Rose
[even it's nothing special to you, Madam!]
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:২১
144423
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এটি সম্ভবত এই ব্লগে আমার তৃতীয় স্টিকি পোস্ট। পোস্টটি কবে স্টিকি করা হয় জানিনা কারণ তিনদিন আমাদের এলাকায় নেট এবং ফোন সংযোগ ছিলোনা। তবে হাফিজ সাহেবকে নিয়ে পোস্ট স্টিকি হওয়ায় খুব ভাল লাগছে। Angel
And you are wrong. It IS special for me, because I know I am not a good writer, but even I need this kind of encouragement once in a while. Happy
অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য। Happy Good Luck Good Luck
ওহ! ছবিটা অসম্ভব সুন্দর! চুরি করলাম, কোন একদিন অন্য কারো মন ভাল করে দিতে কাজে লাগবে Tongue
৩৬
193282
১৭ মার্চ ২০১৪ রাত ০১:১৫
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:২২
144424
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy Good Luck
৩৭
193284
১৭ মার্চ ২০১৪ রাত ০১:১৬
সন্ধাতারা লিখেছেন : জীবনঘনিষ্ঠ শিক্ষামুলক লিখা, বি ডি ব্লগের সুবাদে পাঠক বেশ পরিতৃপ্ত হতে পারে। আপনি এবং বি ডি ব্লগকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান।
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:২৫
144426
রেহনুমা বিনত আনিস লিখেছেন : কষ্ট করে পড়ার এবং উৎসাহব্যাঞ্জক মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck
৩৮
193286
১৭ মার্চ ২০১৪ রাত ০১:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক ভালো লেগেছে ধন্যবাদ
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:২৫
144428
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকে মনে হচ্ছে বহু বছর পর আমার ব্লগে দেখলাম। ভাল আছেন ত ভাই? Happy
৩৯
193357
১৭ মার্চ ২০১৪ সকাল ০৯:২৯
দ্য স্লেভ লিখেছেন : বেচারা একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল আর তাকে শোনানো হল একটি পুরো বই। নানান উদাহরন,উপদেশ। লোকটা আসলেই ভাল। আপনি মাস্টার নাকি ???

তবে যার পড়লুম না !...অনেক দারুন বিশ্লেষণ...সুপার....। হাফিজ সাহেব ধন্য...
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:২৬
144429
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি যে মাস্টার সেটা আপনি জানতেন না বুঝি? Surprised Straight Face
১৮ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৭
144460
দ্য স্লেভ লিখেছেন : জানতাম কিন্তু এতটা জাদরেল তা জানতাম না Rolling on the Floor Rolling on the Floor
৪০
193482
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
আফরোজা হাসান লিখেছেন : অন্যেকে জার্জ করার বীজটাও মনেহয় পরিবার ও সমাজ আমাদের মনের মধ্যে বুনে দেয়। তাই নিজেকে না করলেও অন্যেকে বিচার করতে আমরা সাধারণত ভুল করিনা। অনেক ভালো লাগলো লেখাটি আপু। জাযাকিল্লাহ।
১৭ মার্চ ২০১৪ রাত ১০:১১
144346
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : শুধু কি পরিবার ও সমাজই মনের মধ্যে বুনে দেয়? জেনেটিকেল ব্যাপারডা কি আপনে ইনকার কইরবেন?
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:২৮
144431
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ঠিক বলেছ আপু! অথচ নিজেকে বিচার করলে লাভ আছে, নিজেকে সংশোধন করা যায়। অন্যকে বিচার করলে শুধু শুধু কিছু গুনাহ বাড়ানো ছাড়া আর কোন লাভ হয়না! Love Struck Love Struck
৪১
193502
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২০
শিশির ভেজা ভোর লিখেছেন : সেরাম হচে আপু সেরাম। Thumbs Up Thumbs Up
১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৪২
144987
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অনেক উৎসাহ পেলাম! পড়ার এবং মন্তব্য করার জন্য আন্তরিক কৃতজ্ঞতাHappy Good Luck
৪২
193590
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
আহসান সাদী লিখেছেন : ভালো লাগলো আপু।
১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৩
144988
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বহুদিন পর আপনাকে আমার ব্লগে দেখে আমারও ভাল লাগল, সোবার দিনগুলোর কথা মনে পড়ে গেল Happy
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
148766
আহসান সাদী লিখেছেন : সোবা'র কথা বলে আর কী লাভ আপু। একটা প্লারফর্ম ছিলো যেখানে আসলে মনটাই ভালো হয়ে যেতো। খুব অনুভব করি সেসব দিনগুলো। টুডে ব্লগ সেই ক্ষতিটা যথেষ্ট পুষিয়ে নিয়েছে। তবে পুরনো টিনশেড ঘরের মায়াটা আধুনিক ফ্ল্যাটে উঠলেও কি আর মুছে যায় নাকি।

দোয়া করবেন আপু।
২৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪১
148958
রেহনুমা বিনত আনিস লিখেছেন : একদম আমার মনের কথাটা বলেছেন ভাই! ওখানে মায়াটা কেমন যেন অন্যরকম ছিল।
আমাদের জন্যও দু'আ করবেন Praying
৪৩
193709
১৭ মার্চ ২০১৪ রাত ১০:২০
আহমদ মুসা লিখেছেন :
যে মূহূর্তে আমার ধারণা অন্যের মনে কোনপ্রকার সন্দেহ বা কুধারণা সৃষ্টি করছে সেই মূহূর্তে তা অন্যের জন্য বিধ্বংসী অস্ত্রে পরিণত হচ্ছে। আমার নিজেকে রক্ষা করার অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু অন্যের আত্মসম্মান রক্ষার অধিকার ছিনিয়ে নেয়ার হক তো আমাকে কেউ দেয়নি!’

অত্যন্ত বাস্তবধর্মী বিশ্লেষণ। যদিও আপনার গোটা ব্লগটাই একটি উচ্চ মার্গের সুখ পাঠ্য। গিবত মানুষের যাবতীয় অর্জনকে ধ্বংস করে দেয়। অন্যের ভূল ও দোষ খুজে তারাই যাদের পশ্চাতে দুর্গন্ধ বেশী। মহান আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অর্জনের তাওফীক দিয়ে ইনসানে কামেল হওয়ার দিক।
১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৭
144990
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনার দু’আয় আমীন। Praying Praying
প্রশংসাটুকু আল্লাহর প্রাপ্য, তাই আলহামদুলিল্লাহ্‌। Angel
ভাই, খায়রুল ভাইয়ের সাথে দেখা হলে জানাবেন যেন সাইফুন্নাহারকে এই লেখার মাধ্যমে আমার কৃতজ্ঞতা প্রকাশের কথা জানান Good Luck Good Luck
সরি, প্রতিযোগিতা পোস্টের কথা এখানে বলে ফেললাম Worried
৪৪
193740
১৭ মার্চ ২০১৪ রাত ১১:১৯
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ওয়াও। খুব দারুন একখান গল্প শুধু আমার জন্য উপহার দিলেনগো ম্যাডাম !!!
১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৪
144994
রেহনুমা বিনত আনিস লিখেছেন : গল্প হলেও সত্যি Happy
৪৫
195481
২০ মার্চ ২০১৪ রাত ১০:০৭
মাহমুদ১২১৩ লিখেছেন : সুযোগ পেয়ে মনে হয় ভাইয়াকে একটা ভালো লেকচার দিয়ে দিলেন । Thumbs Up Thumbs Up
আপুর লেখা তো বরাবরই অসাধারন তাই এ নিয়ে কিছু বলব না ।
আমার মনে হয় আমরা যদি আমাদের আচরনের এই ছোট ছোট বিষয়গুলোকে বুঝতে পারি তাহলে হয়তো অনেক অনাকাঙ্খিত সমস্যা থেকে আমরা মুক্ত থাকব।
২০ মার্চ ২০১৪ রাত ১১:৫৮
145743
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এটাকে লেকচার বলেনা, বলে কথোপকথন। Angel
অসাবধানে বলা ছোট ছোট কথাগুলো অনেক বড় বড় সমস্যার সৃষ্টি করে। আল্লাহ্‌ আমাদের আরো সচেতন এবং সাবধান হবার মত মানসিকতা তৈরী করে দিন Praying Praying Praying
অনেকদিন পর আমার ব্লগে দেখা পেলাম Happy
পড়ার এবং উপস্থিতি জানান দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
৪৬
196233
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৮
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : জাযাকাল্লাহ। অনেক ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। তবে আমি নিজের ব্যাপারে বলতে পারি, অন্যকে বিচার করার পাশাপাশি নিজের দোষত্রুটিগুলো খুজে তা সংশোধন করতে ভালবাসি।
২৩ মার্চ ২০১৪ সকাল ১১:২৪
146624
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File