এই হারিয়ে যাওয়া ফুলগুলোর জন্য কেউ অশ্রু ঝরায় না !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৮ মার্চ, ২০১৩, ০৯:৩৪:৩১ সকাল
সবাই খবরটি দেখেছেন । ফুলের মত নিস্পাপ কতগুলো শিশু কি মর্মান্তিকভাবেই খুন হল ! খুন বললে কেন ভুল হবে আমি জানিনা ! শিশুগুলোর জন্য অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছিলাম । এরা আমার আত্মীয় সম্পর্ক কেউনা । কিন্তু এরাও মানুষ, বনীআদম, তদুপরি বাংলা মায়ের সন্তান । এদেরও অধিকার ছিল বেচে থাকার । কিন্তু বাংলাদেশের সড়ক ব্যবস্হা তাদের খুন করল । হাজার হাজার কোটি টাকা ব্যায়ে পদ্মা সেতু করতে চাই ! না খেয়ে হলেও সেতু চাই !! কিন্তু দেশের সড়ক ব্যবস্হা, গাড়ীর ফিটনেস, চালকের যোগ্যতা এগুলোর উন্নয়ন কে করবে ?
আমার দুঃখটা অন্য জায়গায় - এতগুলো ছেলের অকাল ঝরে যাওয়ায় দেশের যোগাযোগ মন্ত্রী ঘটনার দায়িত্ব নেয়া দূরে থাক, একটু দুঃখ বা শোক প্রকাশ করেছেন বলে পত্রিকায় দেখিনি । মনে হয় শুনেননি !!! প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় প্রধান মনে হয় সামান্য একটু সময় ব্যায় করে শোক প্রকাশ করার অতটা গরজ বোধ করেননি !!! ইসলামী ছাত্র শিবির ঘটনায় গভীর শোক প্রকাশ করলেও দু'একটি পত্রিকা ছাড়া অন্য জায়গায় আসেনি । শাহবাগের জাগরনের সৈনিক রাজীব হত্যার পর মিডিয়ার অপূর্ব সমাহার যেভাবে দেখেছি, সে মিডিয়াগুলো যেন খবরটিকে হাইলাইট করতেই কুন্ঠা বোধ করেছে !!
আমাদের মানবিকতা কোথায় ঠেকেছে চিন্তা করে কুলিয়ে উঠতে পারিনা ! রাজীব বা ত্বকি হত্যার সাথে ক্ষমতার যোগসূত্র থাকলেও এই নিস্পাপ শিশুগুলোর জন্য কেউ কাদেনা !! কেন ?
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন