৪৫ বছর পর চেতনা উথলে উঠার একটি বিশেষ দিক
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৪ মে, ২০১৬, ০২:২১:১৫ দুপুর
প্রিয় ব্লগার ও পাঠক বন্ধুরা চলুন দুই- একটি পরিচিত ছবি দেখি এবং বাংলাদেশের জন্মের ৪৫ বছর হঠাৎ করে চেতনা উথলে উঠার একটি সম্ভাব্য কারন অনুসন্ধান করি ।
ছবিটি ১৯৭৪ সালে জুলফিকার আলী ভূট্টোর বাংলাদেশ সফরের সময় কালীন ।
ছবিটি শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সমসাময়িক কালের ।
শেখ মুজিবের সাথে ইন্দ্রিরা গান্ধীর অসংখ্য ছবিও নেট জগতে রয়েছে । কিন্তু যাকে বাংলাদেশের স্বাধীনতার স্হপতি বলা হচ্ছে সেই মহানায়কের সাথে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের লোকজনের উপর গনহত্যা চালানোর মূল কারিগরের হাস্যোজ্জল ছবি বা তাকে লাল গালিচা সংবর্ধনা ( নেট জগতে অনেক ভিডিও রয়েছে ) দেয়ার সময় কি আমাদের স্বাধীনতার চেতনা ঘুমিয়ে ছিল !!!!
https://www.youtube.com/watch?v=TYdhHnrnVP4
চলুন এবার আরেকটি পরিচিত ছবি দেখি
শেখ মুবিবর রহমানের ওআইসি সম্মেলনে যোগ দিতে লাহোর সফরের সময় । ১৯৭৪ সন তাও আবার লাহোর তাও কিনা ইসলামি দেশগুলোর সম্মেলন !!
আরেকটি ছবিও আমরা আশা করেছিলাম, কিন্তু উনিতো সদ্য সমাপ্ত ওআইসি সম্মেলনে যেতে পারলেননা !!!
অত বিচার-বিশ্লেষন আলোচনা-সমালোচনা বাদ দিয়ে একটি মূল্যায়নে হয়ত আমরা পৌঁছাতে পারি - যে কারনে শেষের ছবিটি নেই, ১৯৭১ সালের প্রায় তিন যুগ পর হঠাৎ করে চেতনা বেড়ে যাবার মূল কারনটা সেখানেই খুঁজে পাওয়া যাবে ।
যারা শেখ মুজিবর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর কিছু অংশ পড়ার সূযোগ হয়েছে, তারা জানবেন মুজিব কলকাতায় থাকতে হিন্দু-মুসলিম দাংগার ভয়াবহ রুপ দেখেছিলেন যার কারনে মুসলিম জাতিস্বত্বার একটি একটি পরিচয় অন্তরে হয়ত লালন করতেন ।
আর বর্তমানে মানবতা বিরোধী বলে যাদের বিচার হচ্ছে তাদের ভাবাদর্শের সাথে শেখ মুজিবের একটি ভাবাদর্শ মিল রয়েছে তা হয়তবা বর্তমানের চেতনাধারীরা স্বীকার করতে চায়না । উভয়েই পাকিস্তান ভেংগে যাক তা কামনা করেনি ।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাকিস্তান এখন ঝামেলা শুরু করে দিয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন