নামাজের ঘরে ইবলিস শয়তান !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:১৮:২৬ সকাল
লোকটির একটি রাজনৈতিক পরিচয় আছে । সেদিকে নাই গেলাম । কারন ঐ সোনার ঘরের লোজনের কীর্তিতো সবাই কম বেশী মালুম তা সে আলেম হোক আর জালেম হোক, ফজলুল করিম হোক আর জসিম উদ্দিন মানিক হোক ।
এছাড়া ঘটনাটি কোন চক্রান্তও হতে পারে, কিংবা জামাত-শিবিরের কাজও হতে পারে । মানে শিবিরের পোলাপাইন কোন মেয়েকে ফুসলিয়ে হুজুরের উপর ইবলিসি কর্মের আছর ফেলা !!!!!!!!!!!!!
গভীর চিন্তায় পড়ে গেছি !! এতবড় জবরদস্ত মাওলানার (যিনি হাজার হাজার ইবলিসের জানের দুশমন আলেম- ওলামা পয়দায় নিয়োজিত) সাথে বেটা ইবলিস পেরে উঠল কিভাবে !!!
আর এহেন কুকর্ম করতে কিভাবেইবা এক্কেবারে নামাজের ঘরে নিয়ে ঢুকল। আসতাগফিরুল্লাহ ।
চিন্তাক্লিস্ট হলাম এই ভেবে, এখন যদি এই হুজুরের উপর (যিনি এ বিষয়ে অনেক ভাল জানেন) আল্লাহর হুকুম মানে হদ জারী করা যেত । তবে কতইনা উত্তম হত !!
আর সাবধান, বুড়া হইয়া গেছে মনে কইরা বা দ্বীন-ইসলাম শিখাবে এই ভাইবা আপনাগো মেয়ে-বোন-ভগ্নিকে কারো কাছে একা পড়তে দিলেও নজর রাইখেন ।
http://www.firstbd.net/newsdetail/detail/40/188985
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর জালেম না হলে কেউ আওয়ামীতে যেতে পারে???
তাই তার পক্ষে সম্ভব
মন্তব্য করতে লগইন করুন