বাংগালীপনা নাকি মুসলমানিত্ব !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২১ ডিসেম্বর, ২০১৫, ১০:৩২:৪৯ সকাল
এলাকাভেদে ভাষা-কৃষ্টি ইত্যাদির পার্থক্য হতেই পারে । একদেশের সাথে আরেক দেশের খাবার-দাবার, পোষাক-আষাক আলাদা হতেই পারে । কিন্তু ধর্ম পালন করতে গিয়ে লোকাল কাস্টমের দোহাই দিয়ে হারাম জিনিসকে হালাল মনে করার বিন্দুমাত্র সূযোগ নেই ।
১৬ ডিসেম্বর বাংলাদেশে সরকারীভাবে বিজয় দিবস পালিত হয় । বিদেশের মাটিতে বসবাসরত বাংলাদেশীরাও ইদানিং বিজয় মেলা চালু করেছে । যেমনটি গতকাল সিডনির ওয়ালিপার্কে অনুষ্টিত হল বিজয় দিবসের মেলা । বাচ্চাদের খেলনা, পোষাক, খাবার ইত্যাদি নানারকম স্টল সাজিয়ে হাজার-হাজার মানুষের মিলনমেলা জমজমাট ছিল ।
চটপটি, ঝালমুড়ি, পুরি-পেয়াজু নাহয় বাংলাভাষীদের প্রিয় নাস্তা বুঝলাম কিন্তু বিজয় দিবসের নামে নারীদের বেপর্দা হয়ে পূরুষের সাথে একি স্টেজে বসে বাদ্যযন্ত্রের তালে তালে গান করাও যদি বাংগালীর সংষ্কৃতি হয়, তাহলে তা অবশ্যই ইসলামের আদর্শের একসাথে চলবেনা । এক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মেনে চলতে গিয়ে বাংগালীপনা মেনে চলার কোন সূযোগ নেই ।
স্টেজে ইসলাম নিষিদ্ধ কাজ চলার ফাঁকে খানিকটা নামাজের বিরতি দিয়ে বা নামাজ পড়ে আবার হারাম কাজে যোগ দেয়া কোন অবস্হাতেই ইসলামের আদর্শের খাপ খায়না ।
'লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন' এ আয়াতের মর্ম মুসলমানদেরকে তাই শিক্ষা দেয় ।
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন