'রেড লাইট স্পিড ক্যামেরা এহেড'
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৬:০৯:৫০ সকাল
যারা রাস্তায় গাড়ী নিয়ে বের হোন এ ধরনের সতর্কতা মূলক সাইনবোর্ড চোখে পড়বে । এ ছাড়াও বিভিন্ন সিগনালে সেফটি ক্যামেরা, রেড লাইট ক্যমেরা, মোড়ে মোড়ে স্পিড ক্যমেরা, মটরওয়েগুলোতে পুলিশ পেট্রোল ইন দিস এরিয়া সাথে - লস অব লাইসেন্স, হেভি ফাইনস ইত্যাদি সতর্কতাগুলো দেখতে পাবেন ।
এ ধরনের সাইনবোর্ড গাড়ীর চালককে সাবধান করছে, সামনে কিন্তু ক্যমেরা আছে, পুলিস আছে । অতএব সাবধান হয়ে যাও । ট্রাফিক রুল মেনে গাড়ি ড্রাইভ কর । ক্যামেরাগুলো দিয়ে সরকারের রাজকোষের বড় অংকের ইনকাম হলেও মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে সাবধান করে রোড এক্সিডেন্ট কমানো । নতুবা ক্যামেরার পূর্বে দুই-তিনটা সাইনবোর্ড লাগিয়ে চালককে সতর্ক করার কথা নয় ।
মহান আল্লাহ আল কুরানের বিভিন্ন জায়গায় মানুষকে সাবধান করেছেন, বিভিন্ন কাজের উল্লেখ করে করতে নিষেধ করেছেন, নাহলে কিন্তু ভয়াবহ আজাবের হুশিঁয়ার করেছেন । সাথে এটাও বলে দিয়েছেন, "তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে । সম্মানিত লেখকগন "। (ইনফিতর ১০-১১)
"সেদিন পৃথিবী তার নিজের ( ওপর যা কিছু ঘটেছে সেই ) সব অবস্থা বর্ণনা করবে "।(যিলযাল -৪)
ক্যামেরার পূর্বের সতর্কতা সাইনবোর্ড চোখে পড়লে প্রায় শতভাগ চালকই অতি সাবধানতার সাথে গাড়ী চালায় । যারা ভুল করে , ভুল করেই করে। কিন্তু আল্লাহর নিযুক্ত ফিরিসতাদের ভয়ে, যারা কিনা সবকিছু রেকর্ড করছে, আর ক্যামেরার ন্যায় পৃথিবীর স্বাক্ষীর ভয়ে মানুষ/ মুসলমান বা মুমিনগন পাপ কাজ থেকে কতটুকু বিরত থাকছে ??
আল্লাহর কিতাবের উপর আমাদের কতটুকুই বা ঈমান রয়েছে ?? আমরা কতভাগ মুসলমান ??
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু কিয়ামতের ময়দানে তার চোখ , কান , হাত , চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে । এটা আল্লাহরই একটা কারিশমা ।
মন্তব্য করতে লগইন করুন