ফেসবুক নিয়ে অন্তহীন তামাশা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩০:৪০ সকাল

অবশেষে ফেসবুক কতৃপক্ষের সাথে সরকারের মহারথিরা বৈঠক করেছেন এবং অচিরেই এ মাধ্যমটি খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ।

সার্বিক অবস্হা বিবেচনায় বলা যায়, ডিজিটাল ডিজিটাল বলে গলা ফাটানো এই সরকার সবেমাত্র বুঝার চেষ্টা করছে ফেসবুক কি জিনিস ।

কিন্তু যাদের রক্তের সাথে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন মিশে আছে তারা কি কখনই সমালোচনাকারী মিডিয়া সহ্য করে !!! বাকশাল কায়েমকারী মুজিব শাসনের চিত্রই তার বড় প্রমান ।

আমার দেশ, দিগন্ত, ইসলামিক টিভি বন্ধ ও ইটিভির মালিকানা ছিনতাই করে সরকার শুধু তার সমালোচনাই বন্ধ করতে চেয়েছে ।

অতএব ফেসবুক বন্ধ নয় সরকার মূলত শুধু তার সমালোচনাকারী মিডিয়াই বন্ধ করতে চেয়েছে । কিন্তু অবস্হা যে ডিজিটাল সমালোচনায় (মানে হয়েছে কি জুকারবাগ ভাই, আমাদের দেশতো ডিজিটাল হয়ে গিয়েছে) পরিনত হবে তা বোধকরি আগে টের পায়নি ।

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352993
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ..যুক্তিযুক্ত পোস্ট।
353008
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মন্ত্রী নাকি বলছে সব খুইল্লা দিবো...!কন কে কইছে তিনারে সব খুইল্লা দিতে...? মন্ত্রী হইলেই বুইঝা যায় পাবলিকরে কেমতে বুঝাইতে হইবো... Rose Rose Rose অনেক ধন্যবাদ পিলাচ
353100
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
সামছুল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
353927
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File