ফেসবুক নিয়ে অন্তহীন তামাশা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩০:৪০ সকাল
অবশেষে ফেসবুক কতৃপক্ষের সাথে সরকারের মহারথিরা বৈঠক করেছেন এবং অচিরেই এ মাধ্যমটি খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ।
সার্বিক অবস্হা বিবেচনায় বলা যায়, ডিজিটাল ডিজিটাল বলে গলা ফাটানো এই সরকার সবেমাত্র বুঝার চেষ্টা করছে ফেসবুক কি জিনিস ।
কিন্তু যাদের রক্তের সাথে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন মিশে আছে তারা কি কখনই সমালোচনাকারী মিডিয়া সহ্য করে !!! বাকশাল কায়েমকারী মুজিব শাসনের চিত্রই তার বড় প্রমান ।
আমার দেশ, দিগন্ত, ইসলামিক টিভি বন্ধ ও ইটিভির মালিকানা ছিনতাই করে সরকার শুধু তার সমালোচনাই বন্ধ করতে চেয়েছে ।
অতএব ফেসবুক বন্ধ নয় সরকার মূলত শুধু তার সমালোচনাকারী মিডিয়াই বন্ধ করতে চেয়েছে । কিন্তু অবস্হা যে ডিজিটাল সমালোচনায় (মানে হয়েছে কি জুকারবাগ ভাই, আমাদের দেশতো ডিজিটাল হয়ে গিয়েছে) পরিনত হবে তা বোধকরি আগে টের পায়নি ।
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন