শিরোনাম দেখে আতঁকে উঠা !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১২ নভেম্বর, ২০১৫, ০৭:৪৬:৩০ সকাল
নারীকে অবলা বলে অপবাদ দেয়া হয় । কিন্তু বাস্তবে কি সত্যি নারীরা অবলা । মজলুম ও প্রয়াত ডঃ ওয়াজেদ মিয়ার দূ্ঃখের সংসার জীবনের কথা আজ নাহয় নাই টানলাম ।
গত দিন দু'য়েক ধরে অন্তঃত দু'টো শিরোনাম আমাকে বেশ চমকে দিয়েছে । আপনাদেরও নিশ্চয়ই চোখে পড়বে ।
[img]
http://www.bdfirst.net/newsdetail/detail/40/168138
http://www.bdfirst.net/newsdetail/detail/200/168402
এজকনের নাম পারভীন, আরেকজনের নাম রোশনা বেগম । দু'জনাই আপন স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে ।
শেষেরজনাতো মাত্র বিয়ের চার দিনের মাথায় নিজের স্বামীকে হত্যা করেছে ।
কিন্তু দেখার বিষয় হল, দু'টো ক্ষেত্রেই বলা হল তারা স্বামীর নির্যাতনের স্বীকার । প্রথমজনা নাহয় অন্য কারো সতীন হয়ে স্বামীর ভালবাসার ঘাটতি মেনে নিতে পারছিলনা । অন্যজনেরতো বিয়েই হল মাত্র !!
অতঃপর এই খুনিদের প্রতি সবার সহানুভূতি উথলে উঠবে । মনে হবে যেন না ঠিকি করেছে । বেটা বদমাশ বউকে নির্যাতন করে !! আর সাজা হলেও বড়জোর ক'বছর জেল !!
একটি বিষয় ভেবে পাইনা নারী চরিত্রের এই পরিবর্তনের হেতু কোথায় ? নাকি হযরত উমর রাঃ এর সেই ঘটনা (একজন স্ত্রীর সাথে ঝগড়া-ঝাটি নিয়ে নালিশ করতে এসে স্বয়ং আমিরুল মোমিনিনের বাড়ীর চিত্র দেখে ফিরে যাচ্ছিলেন) মনে করে বুঝতে হবে নারী কখনই অবলা নয় । তবে শয়তান একটু তাড়াতাড়ি আছর করতে পারে ।
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.bdfirst.net/newsdetail/detail/200/168517
বিষয়টি সোজাসুজি চিন্তা করা ঠিক হবেনা!! এটি নারীনির্যাতন বা পুরুষনির্যাতনের ব্যাপার নয়!!
সামাজিক বিশৃঙ্খলা, নৈতিক শিক্ষার অনুপস্থিতি, অপসংস্কৃতির আগ্রাসন, সামাজিক বন্ধন ও বিচারব্যবস্থার বিলুপ্তি, ধর্মীয় শাসনের অনুপস্থিতি, প্রশাসনিক অরাজকতা এবং আরো আরো অনেক কিছু মিলে আমাদের মন-মানসিকতা ও শান্তির আবাসগুলো তছনছ করে দিয়েছে! তারই বহিঃপ্রকাশ এসব ঘটনা!
সর্বোপরি আল্লাহতায়ালার পক্ষ থেকে পূরো জাতির উপর আরোপিত শাস্তি!!
মন্তব্য করতে লগইন করুন