সাকিবের বউয়ের রাজকন্যা প্রসব !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ নভেম্বর, ২০১৫, ০৮:০৩:৩৫ সকাল

এতদিন বাংলা সাহিত্য, সিনেমা, নাটক, গান ইত্যাদিতে সদ্য যৌবনপ্রাপ্ত কিশোর-কিশোরী বা তরুন-তরুনীদের স্বপ্নে দেখা রাজকন্যা বা রাজপুত্র মানে তাদের কাল্পনিক ভবিষ্যত জীবন সংগীর কথাই জানতাম । নচেৎ সরাসরি রাজা-বাদশাহদের কন্যাদেরকেই রাজকন্যা বা শাহজাদী বলেই জানতাম ।

কিন্তু আমার জানায় যে বড়সড় ঘাটতি ছিল, তা গত দু'দিনে ঠাহরে উঠলাম । কারন কোন ভাষাবিদ কোন কিছু সংশোধন করেননি !!

তার একটির লিংক নীচে দিলাম -

http://www.bdfirst.net/newsdetail/detail/39/167948

মানে জগৎসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বউ সরাসরি রাজকন্যা প্রসব করেছেন ।তা সাকিব আল হাসানসহ মিডিয়ায় আমাদের জানান দিয়েছে! সামজিক মিডিয়ায় তার ছবি ছড়িয়ে পড়েছে ।

চিন্তামগ্ন হলাম এইভেবে, তাহলে কি সাকিব নিজেকে ক্রিকেটের রাজা ভাবা শুরু করে দিয়েছেন । হয়তবা আনন্দের আতিশয্যে সব বাবাদের কাছেই নিজের মেয়েকে রাজকন্যার মত লাগে !!!

দোয়া থাকল নবজাতক ও পরিবারের জন্য ।

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349350
১১ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩৬
নকীব কম্পিউটার লিখেছেন : মায়ের মতই হোক।
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১০
289986
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : মানে কি !!
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৬
291369
নকীব কম্পিউটার লিখেছেন : এমন অল রাউন্ডার কপালে জুটুক।
349365
১১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


"সকল কন্যাসন্তানই তার পিতার কাছে রাজকন্যা"
এজন্যই কোন ভাষাবিদ ঐ বাক্যটির ব্যাপারে আপত্তি করেননি!!
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১০
289987
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হয়তবা তাই । নিজের নাইতো তাই অত বুঝিনা । ধন্যবাদ ।
১১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
290001
আবু সাইফ লিখেছেন : বলা হয়ে থাকে যে-
"A DAUGHTER MAY NOT BE A QUEEN, BUT SHE IS ALWAYS A PRINCESS TO HER FATHER"

দোয়া করি যেন আপনার সে সৌভাগ্য হয়!
১২ নভেম্বর ২০১৫ রাত ০৪:৪৯
290051
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আমিন, আমিন, আমিন ! আল্লাহ আপনার দোয়া কবুল করুন ।
349366
১১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৩
নাবিক লিখেছেন : শুভকামনা Rose
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১১
289988
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হুমম !!
349375
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ..ব্লগে পোস্ট না করলেই পারতেন জনাব!
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১১
289989
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ভাইরে, ব্লগেতো কত কিসিমের লোক থাকে তাইনা ! একটু সহ্য করেন !
349376
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৬
বিবেক লিখেছেন : ছোটলোকি প্রবণতা! তার খায় খাসিয়ত দেখে এমনিতেই বুঝা যায় বংশে হঠাৎ খ্যাতিপ্রাপ্ত ব্যক্তি তিনি। বউ নিয়ে প্রদর্শনের জন্য কত কান্ডই না সে ঘটাল। বাংলাদেশে যেন তার বউ একমাত্র বউ আর তার কণ্যাই যেন মোগল বংশের রক্ত থেকে উৎসরিত। খ্যাতি পাগল বাঙ্গালী হিসেবে সে ও বা কেন মুক্ত থাকবে?
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
289990
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আমি ঠিক সেভাবে মিন করিনি । বলছিলাম, ভাষাগত গ্যানজাম কিনা !
349394
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৯
ইয়াফি লিখেছেন : ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকার মেয়ের ছবিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মেয়ে বানিয়ে বিভিন্ন অনলাইনে খবর প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন সারিকা।
১২ নভেম্বর ২০১৫ রাত ০৪:৪৬
290048
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : তাই নাকি ! তাহলে লিংকের ছবিটাও ?
349425
১১ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
আবু জান্নাত লিখেছেন : সাকিবের বৌ রাজকন্যা প্রসব করেছে, এ খবরে জাতি টালমাটাল। অথচ এক মহান ব্যক্তিত্বের মৃত্যুর খবর মিডিয়ায় প্রচার করতে অনিহা। দেশ কোথায় যাচ্ছে।
১২ নভেম্বর ২০১৫ রাত ০৪:৪৭
290049
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ভাইরে, মহান ব্যক্তিতো সবার কাছে মহান নাও হতে পারে ! সর্বোপরি যারা মিডিয়া দখলে নিয়েছে, মহান ব্যক্তিদের নিয়ে তাদের মনোভাবতো চরম বাজে !
349438
১১ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাজা হওয়ার আগেই রাজকন্যা!!
১২ নভেম্বর ২০১৫ রাত ০৪:৪৮
290050
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আমিও ঠিক তাই ধান্ধায় পড়ে গিয়েছিলাম !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File