নরেন্দ্র মোদির পা চাঁটতে লেজ নাড়ানো দেখে আমি লজ্জিত হই !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৪ জুন, ২০১৫, ০৭:৫২:২৮ সকাল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬-৭ জুন দু'দিনের বাংলাদেশ সফরে আসছেন । পুরো দেশে যেন সাজ সাজ রব । কে কিভাবে আতিথেয়তায় মোদিকে বরন করবে তার জল্পনা-কল্পনা ও পরিকল্পনা চলছে পুরোদমে । এক কথায় মোদির পা চাঁটার সুযোগের জন্য কুত্তার মত লেজ নাড়ানো চলছে বড় রাজনৈতিক দলগুলোর মাঝে । শুনা যাচ্ছে কোন কোন রাজনৈতিক দল এ সুযোগের জন্য দিল্লিতে লবিং করেও ব্যার্থ হচ্ছে !!!
মোদি প্রভাবশালী একটি বড় প্রতিবেশী দেশের সরকার প্রধান হবার কারনে অবশ্যই সমীহ পাবার দাবী রাখে । এ কথাও ঠিক, মোদি হিন্দু জাতীয়তাবাদি দল থেকে নির্বাচিত একটি সেক্যুলার দেশের প্রধানমন্ত্রী । গনতন্ত্রের প্রতি ভারতীয়দের সম্মানের কারনে একটি সাম্প্রদায়িক দলের প্রধান হলেও ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন । অথচ মুসলিম প্রধান সেক্যুলার দেশগুলোতেও এ সুযোগ মেনে নেয়া হচ্ছেনা । মুরসির মিশর তার উল্লেখযোগ্য প্রমান হতে পারে । বাংলাদেশও তার বাইরে নয় । এখানে ইসলাম ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল হয় আদালতের নির্দেশনায় সেক্যুলার সংবিধানের সাথে সাংঘর্ষিক দোহাই দিয়ে ।
যাকগে সেসব নোংরামির কথা ! ২০০২ সন খুব বেশী দিন আগের ইতিহাস নয় । তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদি । গোধরায় ট্রেনে বিষ্ফোরনে প্রায় ৬০জন হিন্দু তীর্থযাত্রী মারা যায় । এই বিষ্ফোরনের পর মুসলমানদের দায়ী করে (তদন্তে প্রমানিত হয় এসির কম্প্রেসর বিষ্ফোরিত হয়ে এ দূর্ঘটনা ঘটে) শুরু হয় সারা ভারতে মুসলিম নিধন । মোদির গুজরাটে প্রায় ২০০০ মুসলমানকে পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে হত্যা করা হয় । শিশুদের জীবন্ত পুড়িয়ে কয়লা বানানো হয় । নারীদের ইজ্জতহানি হয় । বর্নবাদী সন্ত্রাসের কারনে একসময় মার্কিন যুক্তরাস্ট্র মোদিকে ভিসা দেয়নি ।
সেই মোদি বাংলাদেশ সফরে আসছেন । রাজনৈতিক দলগুলোর ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন । নেতারা যেন তাকে কদমবুচি করার সুযোগের জন্য রাম জপ করছেন ।
কিন্তু আমি যে আর পারছিনা । হাজার হাজার মুসলমানের সেই আহাজারি আর আর্তচিৎকার যে আমার মর্মজ্বালা শতগুন বর্ধিত হয়ে মোদিকে কালো কাপড় ও জুতা প্রদর্শ করতে ইচ্ছে করছে । রাজনৈতিক দলগুলোর এই তোষননীতি দেখে আমার প্রচন্ড কষ্ট হয় , ঘৃনায় অন্তর বিচলিত হয় ।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সাংবাদিকরা গুজরাট ম্যাসাকারের ব্যাপারে প্রশ্ন করেন ।
ইমরান নজর হোসেন এর মতে কোরানের নিচের আয়াতটি ফিউচারস্টিক। অর্থাৎ আগামী দিনে সংগঠিত কোন ইভেন্ট এর সাথে সম্পর্কিত। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে - আমার ও তাই মনে হয়।
'বিশ্বাসীদের কে প্রচন্ড ঘৃনা করবে ইয়াহুদী ও মূর্তিপূজারী রা। বিশ্বাসীদের কে ভালবাসবে তারা, যারা বলে 'আমরা নাসারা (খৃষ্টান - কিন্তু ধর্মহীন কালসারাল খৃষ্টান রা নয়)'। কারন ঐ মানুষেরা অজানাকে জানতে নিজেদেরকে উৎসর্গ করেছে, দুনিয়াকে করেছে গৌন আর নিজেরা অহংকারী ও নয়। সূরা মায়েদা - ৮২ (ইউসুফ আলীর ইংরেজী থেকে ভাবানুবাদ)
বাংলাদেশের মস্তক বর্গা দেওয়া লিডারশীপ, বাংলাদেশী মুসলিমদেরকে - মুশরিকের হাতে আগামী কয়েক বছরের মধ্যে 'গনহত্যা' নিশ্চিত করতে - মসৃন ক্ষেত্র তৈরী করে দিচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন