আসুন ধর্ম নিয়ে ব্যাবসা করি !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৭ মার্চ, ২০১৩, ১০:১২:২৭ সকাল

মহান আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদের উদ্দেশ্যে ঘোষনা করেছেন, "আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে ? আর তা হল, তোমরা জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে "।

"আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জান-মাল কিনে নিয়েছেন "।

আল্লাহ নিজেই আমাদেরকে ব্যবসা করার কথা বলছেন । আর মুসলমান সমাজের একটি অংশ যারা নিজেদেরকে হক্কানী আলেম বলেও দাবী করে, তারা বলছে জামাত ধর্ম নিয়ে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে !!

জামাত যারা করে তারা নিয়মিত হারে টাকা/ মাল খরচ করেই জামাত করে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধেও/ জিহাদে ঝাপিয়ে পড়ে ।

মধু ও মিষ্টি খাওয়ার সুন্নতি তরিকার আমলের সাথে সাথে বদর- ওহুদের মত রক্ত ঝরানোর সুন্নতী তরিকার আমলও যেন আমাদের হক্কানী আলেমরা আমল করেন ।

আল্লাহ আমাদেরকে হেদায়াত করুন ও হক্ব বুঝার তৌফিক দিন। আমীন ।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File