বস্রহরনকারীরা সোনার ছেলে হইলে আমজনতা তব অমানুষই হইবে !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৭ এপ্রিল, ২০১৫, ০৮:০৩:৫৫ সকাল
প্রধানমন্ত্রীর সূবচন !!!
‘যেভাবে খালেদা জিয়া, তার ক্যাডাররা মানুষ পুড়িয়েছে, এরপর কে তাকে ভোট দেবে? যার ভেতরে এতটুকু মনুষ্যত্ববোধ আছে, যাদের বিবেক আছে, তারা কি এই বিএনপিকে আর ভোট দেবে? বিএনপি করবে? বিএনপির পাশে দাঁড়াবে? বা ওই জামায়াতের পাশে থাকবে?’‘যারা অমানুষ, যাদের কোনো মনুষ্যত্ববোধ নাই, তারা যেতে পারে। যার মনুষ্যত্ববোধ আছে, তারা যাবে না।’ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ।
http://www.monitorbd.net/newsdetail/detail/200/125729
পেট্রোল বোমায় দগ্ধ হইয়াই কি তবে বুঝিতে হইবে কি ভয়ংকর যাতনা তাহায় !! পেট্রোল বোমা ছুড়িয়া যাহারা মানুষ মারে তাহারা মানুষ না দানব তাহাও কি প্রধানমন্ত্রীর ওয়াজ করিয়া জনতাকে বুঝাইতে হইবে !!! গান পাউড়ার ছিটাইয়া মানুষ পোড়াইলে কি কষ্ট কম হয় কিনা প্রধানমন্ত্রীর তরে খুব জানিতে ইচ্ছে করে !!! লগি বৈঠার তান্ডবলীলা কি তবে মানুষের বৈশিষ্ট !!!!
একসময় প্রবাদ ছিল 'গোয়াল ভরা গরু - পুকুর ভরা মাছ' । আর এখন জনতা বলে, ' দেশ ভরা ক্যাডার -পুকুর ভরা লাশ । পুকুর, ডোবা, খাল-বিল, নদী-নালা এখন শুধু লাশ আর লাশ !!!!! কিন্তু মন্ত্রীরা বলে দেশের পরিস্হিতি অন্য যে কোন সময়ের চেয়ে ভাল !!!
মানুষ কহে, উন্নতি নয় আগে শান্তিতে ঘুমাইতে চাই । স্কুল পড়ুয়া কন্যাদের পরিমলদের হাত থেকে বাচাইতে চাই, কলেজ-ভার্সিটি পড়ুয়া মেয়েদের মানিকদের হাত থেকে নিরাপত্তা চাই । প্রকাশ্যে দিবালোকে নারীর সম্ভ্রমহানি হয় ? ভিসি বলে এধরনের ঘটনা ঘটে থাকলে ওরা বহিরাগত !!! প্রক্টর ব্যস্ত দাবার চালে !! আর নুন খাওয়া কমিশনার মনিরুলরা বলে বস্রহরনের কোন ঘটনা ঘটেনি !!! কারনটা কি তব ওরা সবাই সোনার ছেলে বলে !!!!
এ যদি হয় প্রধানমন্ত্রী তত্বের মানুষের বৈশিস্ট, তবে অমানুষ হইতে আমার কোন দ্বিধা নাই !!
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.amardeshonline.com/pages/details/2015/04/27/281870
পড়ে ধন্য করুন
মন্তব্য করতে লগইন করুন