সাভারে ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল গোপালগন্জের শিবির কর্মী !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২২ এপ্রিল, ২০১৫, ০৯:৫৪:৫২ সকাল
সাভারের আশুলিয়ায় দিনে দুপুরে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে ।বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় ডাকাতরা হামলা চালায় । ব্যাংকের ম্যানেজার, ক্যাশিয়ারসহ প্রতিরোধ করতে গিয়ে মোট ৮জন মানুষ ডাকাতদের হামলায় নিহত হয়েছে । গুলিবিদ্ধ ও ধারালো অস্রের আঘাতে আহত হয়েছে আরো বেশ ক'জন মানুষ ।
জনতা ধাওয়া দিয়ে তিন ডাকাতকে ধরে পিটুনি দিলে একজন মারা যায় । অন্য একজন সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে আছে। অপরজনের মাথায় আঘাতের চিহ্ন আছে। তার নাম বোরহান উদ্দিন মৃধা। তার বাড়ি গোপালগঞ্জ।
ধৃত ডাকাত বোরহান উদ্দিন মৃধা শিবিরকর্মী বলে জানিয়েছেন এএসপি মো. রাসেল শেখ। সূত্র - যুগান্তর
http://www.jugantor.com/first-page/2015/04/22/252581
প্রথমআলো পড়ছিলাম । বর্ষবরনের সময় ইনুদের মত তারাও চাপদাড়িওয়ালা চারজন যুবককেই ঘুরেফিরে দেখছিল ।( অবাক হবার কিছু থাকবেনা যদি বর্ষবরনের ঘটনায় এডিট করে চারজন শিবির কর্মীর ছবি সেটে দিয়ে পুলিশ কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন," আসল হোতাদের চিন্হিত করা হয়েছে) । ডাকাতির এ ঘটনায় তারা জংগীদের সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছে । তাই আমার একসময়কার কর্মস্হল যমুনা গ্রুপের পত্রিকা যুগান্তর বের করি । আর তাতেই পেয়ে যাই প্রকাশ্যে দিবালোকে এই লোমহর্ষক ডাকাতির ঘটনার রহস্য !!!
যে দেশে এধরনের সংবাদ মাধ্যম রয়েছে, সে দেশটি মগের মুল্লুক হওয়া শুধু সময়ের ব্যাপার !! অনেকে হয়তবা ইতিমধ্যে মগের মুল্লুক হিসেবেই দেখছে বাংলাদেশকে !!!
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে করুক চুরি, গিন্নী বলে কেষ্ট বেটাই চোর।
মগের মুল্লুক অনেক আগ থেকেই!
এই সব জন্ডিসাক্রান্ত পত্রিকার খবর সবাই জানে!!
মন্তব্য করতে লগইন করুন