ফাসীঁর দড়ি যখন আমার গলায় !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১০ এপ্রিল, ২০১৫, ০৬:২৯:৩২ সকাল
কোন কারাগারতো অবশ্যই হবে । জল্লাদের চেহারা দেখার অত গরজ ছিলনা । সোজা গিয়ে ফাঁসির মন্চে দাড়িয়ে রশি হাতে নিজেই গলায় পরতে চাইলাম । কোথায় যেন সমস্যা হয়েছে ।
পরবর্তীতে আবার নিয়ে যাওয়া হল ফাঁসীর মন্চে । এবারো কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজেই এগিয়ে হাতে রশি ধরে গলায় পরতে চাইলাম । আবারো কোথায় যেন কি সমস্যা হয়েছে ।
অতঃপর ঘুম ভেংগে যায় । উঠে দেখি রাত ৩টা বেজে কয়েক মিনিট । বাংলাদেশের সাথে সময় মিলিয়ে দেখলাম । মহান রবের কাছে সিজদায় গিয়ে কিছু কথা বললাম ।
হে মালিক তোমার প্রত্যেক সৃষ্টিকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । তোমার বার্তা বাহকরা যেমন দুনিয়া থেকে চলে গেছেন, তেমনি নমরুদ-ফেরাউন-আবু জাহেলরাও বিদায় হয়েছে । মৃত্যুতো তোমার নির্দিস্ট করা যথাসময়েই আগমন করবে । সাঈদীর ফাঁসীর রায় হয়েও এখনো বেঁচে আছে । আর কাদের মোল্লার ফাঁসীর দন্ড না হয়েও তোমার পানে চলে গেছে ।
একজন মজলুম একা বসে তোমায় ডাকছে । আমি বিশ্বাস করি মৃত্যুর ফায়সালা হয়ে থাকলে দুনিয়ার কোন শক্তি নেই তা থেকে বাঁচাবে । গেল সপ্তাহ থেকেতো প্রতিদিনই আজ হবে করে করে এখন পর্যন্ত । কারন তার জন্য তোমার নির্দিষ্ট করা সময় ও রিজিক এখনো ফুরিয়ে যায়নি । এই মজলুমের জন্য যদি মৃত্যুর ফায়সালাই হয়ে থাকে, ঈমানী পরীক্ষায় তাকে উর্ত্তীন কর । আমীন ।
বিষয়: বিবিধ
৯৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তখন আর হওয়া যায়না পাক্কা!!!
আন্দোলন করতে গেলে ফাঁসির দড়ির সামনে দাড়াতে হয়! তবুও নেই কোন ভয়!!!
কি বলব ভাই!আল্লাহ সঠিক বিচার করবেন সবার ! সেদিন কারো মুক্তি নাই ।
মন্তব্য করতে লগইন করুন