ওদের লাশটা অন্ততঃ ফেরত দে !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৫৭:৪৭ সকাল

লিমনের কথা আপনাদের মনে আছে ? র‍্যাবের গুলিতে পা হারিয়ে পংগুত্ব বরন করা সেই ছেলেটির কথাই বলছি । মানবতার ফেরীওয়ালা মিজান, সুলতানা কামালদের সাথে কোরেস করে দেশীয় মিডিয়া, সারাদেশবাসীসহ দুনিয়াবাসী কেদেঁছিল । র‍্যাব নামক কালো বাহিনির বিরুদ্ধে মামলাও হয়েছিল !!

এখন শুধু র‍্যাব নয়, পুলিশ বাহিনিরো একি অবস্হা । এক একটি কি যে বীর বাহাদুর বাহিনি ! কেউ বাবা-মায়ের সাথে ভাত খেতে বসেছিল সেখান থেকে তুলে নিয়ে বন্ধুকযুদ্ধ করে হত্যা, কেউ জেলেবন্ধী ভাইকে দেখতে গিয়ে সেখান থেকে হাওয়া, কেউ কয়েকদিন নিখোজের পর পুলিশ বা র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে পরাজিত হয়ে লাশ । কেউবা চিরতরে হারিয়ে যাওয়া !!

একদিকে গানপাউডারের নতুন সংষ্করন পেট্রোলবোমার আঘাতে ঝলসে গিয়ে করুন মৃত্যু । অন্যদিকে বন্ধুকযুদ্ধ করতে গিয়ে অকাল মৃত্যু ! কোন মায়ের বুক খালি হচ্ছে, কোন বাবা সন্তানহারা হচ্ছেন, কেউ বিধবা, কেউবা এতিম কেউবা ভাই-বন্ধু হারাচ্ছেন ! তাদের মৃত্যুর পর প্রিয়জনেরা জানতে পারল তাদের আদরের সন্তান কতবড় সন্ত্রাসী ছিল । পুলিশ-র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধ করে !!! অথচ তারা জানত, তাদের সন্তান মোটেও এমন ছিলনা ।

লিমন কিংবা বিশ্বজিতের মৃত্যুতে হাইকোর্ট স্বপ্রনোদিত হয় । কিন্তু দিনের পর দিন বাবা-মা হারিয়ে দু'টি শিশু সন্তান করুন আহাজারি করে বেড়ালেও কারো মন এতটুকুও টলেনা ।

রাত একটায় বা তিনটায় পেট্রোলবোমা মারা হয়, তাতে হুকুমের আসামী হয় খালেদা ! (কোন সূত্রে পুলিশ জানল এটা তারা নিজেরাও জানেনা !) প্রধান আসামী হয় তাহের, গুলিবিদ্ধ হয় বাড়ী থেকে ধরে আনা শিবির কর্মীরা অথচ সন্ত্রাসী ধরিয়ে দিলে টাকার পুরষ্কার ঘোষনাও করা হয় । কে মেরেছে যদি নাই জানবা, তাহলে কারো নামে মামলা হয় কিভাবে ! কেউবা গুলিবিদ্ধ হয় কেন ? ভয়ে এ প্রশ্নও কেউ করেনা ।

এতদিন বন্ধুকযুদ্ধে পরাজিত সেনিকের শাহাদাত বরনের পর পুলিশ লাশ উদ্ধার করে কোন হাসপাতালের মর্গে পাঠাত । সাথে পরিবারকে শোকবানী শুনিয়ে দিত । দেখ তোমাদের সন্ত্রাসী সন্তান কি করেছে । টাকা দিয়ে লাশ নিয়ে যাও । এখন বন্ধুকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে ! ট্রাক চাপাও মারা যাচ্ছে । গত ক'দিনে শুধু ঢাকাতেই বেশ কজন বনী আদম পুলিশ-র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে । কিন সবাই অজ্ঞাতপরিচয়ের থেকে যাচ্ছে । যেমনটি লক্ষীপুরের জিসানকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল ।

কি ভয়ানক নির্মমতা, মানবিকতা কোথায় গিয়ে ঠেকেছে !! হিংস্রতা পশুত্বকেও হার মানিয়েছে । অনুরোধ করি ওদের প্রিয়জনদেরকে লাশটা অন্তঃত ফেরত দে !

http://www.bd-today.net/newsdetail/detail/200/111099

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303090
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৭
নূর আল আমিন লিখেছেন : ওরা পশুর চেয়ে নীকৃষ্ট
303113
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৮
এমডাডুল হক পারভেজ লিখেছেন : অনুরোধ করি ওদের প্রিয়জনদেরকে লাশটা অন্তঃত ফেরত দে !
303146
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে এখন বিচার চাওয়াই দোষ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File