তাবলীগে যোগ দিলে কেমন হয় ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০১ আগস্ট, ২০১৪, ০৯:১৫:৫৩ সকাল
ঈমান ও আমলের মেহনতে একনিষ্টভাবে নিজেকে সপে দিলে কেমন হয় ? বিশ্বব্যাপী তাবলীগ জামাতের ভাইয়েরা দ্বীনকে জিন্দা করার জন্য নিরলসভাবে মেহনত করে যাচ্ছেন । নিজের পকেটের টাকা খরচ করে পশ্চিমা অমুসলিম দেশগুলোতে গিয়েও মুসলমানদের দাওয়াত দিচ্ছেন । যদিও অমুসলিমরাও উনাদের কাছ থেকে দাওয়াত পাবার হক রাখেন !!
তাবলীগ জামাত হল এমন একটি মোবারক কাফেলা যেখানে পলিটিক্সের কোন গন্ধ নেই মানে একদম দুধে ধোয়া নিরপেক্ষ । যেমন দুনিয়ায় মুসলমানদের উপর এতকিছু হয়ে যাচ্ছে উনাদের পক্ষ থেকে কোন প্রতিবাদ দূরে থাক কোন জলসায় আলাপও করেননা !! তাই দুনিয়ায় তাবলীগের কোন শত্রু নেই । যদিও বার্মিজ গেরুয়ারা একবার খাটি মুসলমান ভেবে তাবলীগের ভাইদের উপর চড়াও হয়েছিল শুনেছিলাম । এছাড়া দুনিয়ার আর কোথাও তাবলীগ জামাতের উপর হামলা হয়েছে এমন নজির নেই ।
যার কোন শত্রু নেই মানে দুনিয়ার সব মুসলমান তাবলীগে যোগ দিলে তাদের আর কোন শত্রু থাকার কথা নয় । তা সে ফিলিস্তিন হোক বা বার্মা, কাস্মির অথবা ফিলিপিন দুনিয়ার যে প্রান্তেই হোক ।
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বি:দ্র: চালার পথে মানুষ বলতে ভুলভ্রান্তি হয়, তাই সমালোচনা না করে সুধরিয়ে দেওয়া ও সহযোগীতা করাই হবে ইসলামের কাজে সাহায্য করা। (মহান আল্লাহ আমাদের তাওফীক দান করুন। আমীন।)
) ) ) ) ) ) ) )
মন্তব্য করতে লগইন করুন