বিবিসিতে শুনলাম সুন্নী যোদ্ধারা নারীদের খতনার নির্দেশ দিয়েছে !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৫ জুলাই, ২০১৪, ০৭:২৮:৫০ সকাল

সিরিয়া ও ইরাকের বেশ কিছু এলাকা দখলে নেয়া জেহাদীদেরকে পশ্চিমা মিডিয়া সুন্নী জংগী হিসেবেই সারাবিশ্বে পরিচয় করিয়েছে । ইসলামী স্টেটের খলিফা হিসেবে আবু বকর বাগদাদী নামের একজনকেও পরিচিত করেছে পশ্চিমা মিডিয়াই ।

ইদানিং কালের কাজকর্মে যেটুকু বুঝা যায়, এ জেহাদিরা হয়তবা শুধুই শিয়া-কুর্দিদের সাথে লড়াই করার জন্য মনস্হির করেছে ! নয়তবা একটি ইসলামিক স্টেট থাকবে, তার একজন খলিফা থাকবে, তার অকুতোভয় মুজাহিদরা থাকবে অথচ ইয়াহুদীরা ফিলিস্তিনি মুসলমানদের রক্তে গোসল করলেও খলিফা বা তার জিহাদিদের কোন প্রতিক্রিয়া থাকবেনা !!! এ কেমন মুসলিম খেলাফত !! এখনো মজবুতি পায়নি ? হতে পারে কোন কৌশল করছেন সুন্নী জেহাদিরা।

কিন্তু ইসলামি স্টেট হলেই নারী সমাজকে খৎনা দিতে হবে ! আর তা পশ্চিমা মিডিয়ায় ফলাও করে প্রচার করলেও নতুন খেলাফত থেকে পক্ষে বা বিপক্ষে কোন কথা বলা হবেনা ! এটি কেমন বেমানান বৈকি !! ইসলামি স্টেটের কাজ কি শুধুই নারী সমাজকে আফগানি বোরকা বা আফ্রিকান খৎনা দেয়া !!!!!

জেহাদিদের কাজ কি শুধু মুসলিম দেশগুলোতে লড়াই করা আর ইয়াহুদী-নাসারাদের জ্বি-হুজুর ! এ ধরনের খেলাফতের অস্তিত্ব দীর্ঘস্হায়ী হয়না ।অন্তঃসার শুন্য হয় এ খেলাফত !কারন এতে হুজুররা জুজুর ভয় দেখিয়ে মুসলমানদের রক্তসাগর পাড়ি দিয়ে নিজেদের চক্ষু শীতল করে ।

বিষয়: বিবিধ

১৬৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248000
২৫ জুলাই ২০১৪ সকাল ০৮:০৩
তহুরা লিখেছেন : বিবিসি মিথ্যা বলেছে
২৫ জুলাই ২০১৪ সকাল ০৮:২৫
192546
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : বিবিসি জাতিসংঘের বরাতে বলেছে । সত্য-মিথ্যা প্রমানের দায়িত্ব কার ? এ বিষয়ে জেহাদিদের কোন রা-শব্দ নেই কেন !!
২৫ জুলাই ২০১৪ রাত ০৯:৫৮
192666
তহুরা লিখেছেন : বলা হয়েছে মিডিয়া প্রচার করছে না । সব দেশে টুডে ব্লগ নেই । সব কিছু প্রকাশ হবে ।
248019
২৫ জুলাই ২০১৪ সকাল ০৯:০৬
নূর আল আমিন লিখেছেন : বিবিসি মিথ্যা বলেছে
২৫ জুলাই ২০১৪ সকাল ০৯:০৯
192555
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : জিহাদিদেরকেতো প্রমান করতে হবে, কিছু বলতে হবে । নতুবা মিডিয়া সমাজ ইসলামকে ভুলভাবে উপস্হাপনের সূযোগ পাচ্ছে ।
248051
২৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৭
সুশীল লিখেছেন : মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : জিহাদিদেরকেতো প্রমান করতে হবে, কিছু বলতে হবে । নতুবা মিডিয়া সমাজ ইসলামকে ভুলভাবে উপস্হাপনের সূযোগ পাচ্ছে ।
248055
২৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:১১
বুড়া মিয়া লিখেছেন : নারীদের খাতনা কি বিষয়? এটা কিভাবে করে? জেনে থাকলে জানাবেন ...
248065
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩০
নামের কী দরকার লিখেছেন : এমন কোন আদেশের কথা ISIS অস্বীকার করেছে-
http://www.theguardian.com/world/2014/jul/24/isis-deny-ordering-fgm-girls-mosul

FGM এর খবরটির বস্তুনিষ্ঠতার ব্যাপারে বিবিসি নিজেই সন্দিহান-
http://www.bbc.com/news/world-middle-east-28466434

দুটোই গতকালকের খবর (খবর ২টির সর্বশেষ আপডেট টাইম খেয়াল করুন) । আর আপনি এই ব্লগ লিখলেন আজ সকালে !!

guardian-



bbc-

248634
২৭ জুলাই ২০১৪ সকাল ০৭:১৫
বেদনা মধুর লিখেছেন : বি বি সি যা বলবে তাঁর উল্টোটাই বাস্তব। এটিই একমাত্র সমাধান। হা হা হা বিবিসিকে কোরানের আয়াতের চেয়ে বেশি যারা গুরুত্ব দেয় সেই তারাই ফাঁদে পড়ে। বিবিসি যা বলেছে ধরে নেন তাঁর বিপরিত। সমাধান হয়ে গেল।
249864
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:০০
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File