বিবিসিতে শুনলাম সুন্নী যোদ্ধারা নারীদের খতনার নির্দেশ দিয়েছে !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৫ জুলাই, ২০১৪, ০৭:২৮:৫০ সকাল
সিরিয়া ও ইরাকের বেশ কিছু এলাকা দখলে নেয়া জেহাদীদেরকে পশ্চিমা মিডিয়া সুন্নী জংগী হিসেবেই সারাবিশ্বে পরিচয় করিয়েছে । ইসলামী স্টেটের খলিফা হিসেবে আবু বকর বাগদাদী নামের একজনকেও পরিচিত করেছে পশ্চিমা মিডিয়াই ।
ইদানিং কালের কাজকর্মে যেটুকু বুঝা যায়, এ জেহাদিরা হয়তবা শুধুই শিয়া-কুর্দিদের সাথে লড়াই করার জন্য মনস্হির করেছে ! নয়তবা একটি ইসলামিক স্টেট থাকবে, তার একজন খলিফা থাকবে, তার অকুতোভয় মুজাহিদরা থাকবে অথচ ইয়াহুদীরা ফিলিস্তিনি মুসলমানদের রক্তে গোসল করলেও খলিফা বা তার জিহাদিদের কোন প্রতিক্রিয়া থাকবেনা !!! এ কেমন মুসলিম খেলাফত !! এখনো মজবুতি পায়নি ? হতে পারে কোন কৌশল করছেন সুন্নী জেহাদিরা।
কিন্তু ইসলামি স্টেট হলেই নারী সমাজকে খৎনা দিতে হবে ! আর তা পশ্চিমা মিডিয়ায় ফলাও করে প্রচার করলেও নতুন খেলাফত থেকে পক্ষে বা বিপক্ষে কোন কথা বলা হবেনা ! এটি কেমন বেমানান বৈকি !! ইসলামি স্টেটের কাজ কি শুধুই নারী সমাজকে আফগানি বোরকা বা আফ্রিকান খৎনা দেয়া !!!!!
জেহাদিদের কাজ কি শুধু মুসলিম দেশগুলোতে লড়াই করা আর ইয়াহুদী-নাসারাদের জ্বি-হুজুর ! এ ধরনের খেলাফতের অস্তিত্ব দীর্ঘস্হায়ী হয়না ।অন্তঃসার শুন্য হয় এ খেলাফত !কারন এতে হুজুররা জুজুর ভয় দেখিয়ে মুসলমানদের রক্তসাগর পাড়ি দিয়ে নিজেদের চক্ষু শীতল করে ।
বিষয়: বিবিধ
১৬৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.theguardian.com/world/2014/jul/24/isis-deny-ordering-fgm-girls-mosul
FGM এর খবরটির বস্তুনিষ্ঠতার ব্যাপারে বিবিসি নিজেই সন্দিহান-
http://www.bbc.com/news/world-middle-east-28466434
দুটোই গতকালকের খবর (খবর ২টির সর্বশেষ আপডেট টাইম খেয়াল করুন) । আর আপনি এই ব্লগ লিখলেন আজ সকালে !!
guardian-
bbc-
মন্তব্য করতে লগইন করুন