আপনি কি নারী ? সাথে মেশিন রিডেবল পার্সপোর্টধারী ???
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২২ জুলাই, ২০১৪, ০৭:৩৭:৩৫ সকাল
যারা পশ্চিমা দেশগুলোতে থাকেন এবং যদি সে দেশের নাগরিক হোন তাদের প্রায় সবারই মেশিন রিডেবল বা ডিজিটাল পার্সপোর্ট থাকার কথা । অনেক দেশ সহসাই হাতে লিখা পার্সপোর্ট আর গ্রহন করবেনা । সুতরাং ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ডিজিটাল পার্সপোর্ট জরুরী একটি বিষয় ।
কিন্তু পশ্চিমা দেশগুলোতে মুসলিম নারীদের নাগরিক হিসেবে পার্সপোর্ট নিতে হলে নির্দিস্ট সাইজের দু'টি ছবি হলেই যথেষ্ট । সেখানে বাংলাদেশের মেশিন রিডেবল পার্সপোর্টের জন্য নির্দিষ্ট অফিসে হাজির হয়ে বায়োমেট্রিক/ ফিংগার প্রিন্ট সহ উনাদের ক্যামেরায় ছবি তুলতে হয় ।
তাতেও আপত্তি ছিলনা !! শুধু মুখাবয়বের ছবি তুললেই হত !!! ছবিতে কান দুটোও দৃশ্যমান হতে হবে !!!!!!!!!!!!!!!
মেশিন রিডেবলের সাথে কান দেখতে যাবার যোগসূত্র কিছুতেই মাথায় আসছিলনা । তাই মৃদু প্রতিবাদ করতে হয়েছিল । দুনিয়ার অনেক দেশের মানুষ পর্দা করেনা, তাই কান দেখা যাওয়া বা না যাওয়ার চিন্তা হয়ত তারা সেভাবে দেখেনা । কিন্তু মুসলিম নারীরা যারা কান ঢেকে রাখতে চায় তাদের ক্ষেত্রে কোন অমুসলিম পশ্চিমা দুনিয়ার পার্সপোর্টে ছবিতে কান দেখান বাধ্যতামূলক না হলেও কেন ৯০% মুসলমানের দেশের পার্সপোর্টে অতীব জরুরী ????????
বিষয়টি কি ডিজিটাল বাংলাদেশের কোন উন্নত মস্তিষ্কের ডিজিটাল কারসাজি ????
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১২ হাত কাঁকুড়ের ১৩ হাত বিচি ।
মন্তব্য করতে লগইন করুন