অঝোরে ডিজিটাল ক্রন্দন !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১০ জুলাই, ২০১৪, ১০:৫৪:৪১ সকাল

ফেসবুক, টুইটার, ব্লগ যেখানেই ঢু মারা যাক, কিছু মুসলিমের ক্রন্দনে আকাশ-বাতাস আলোড়িত হচ্ছে !! গত ক'দিন অসুখে ভুগে মাথার মেজাজটা পুরৈ খিটখিটে হয়ে আছে !! তাই এসব ক্রন্দন দেখে মাথার মেজাজ আরো বিগড়ে যাবার অবস্হা !!!

ছোট্ট একটি উদাহরন দেয়া যাক ! আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান আর সংখ্যায় গুরু মুসলামদের সব উৎসবেই জাতীয় ছুটি থাকে । দুনিয়ার কয়টা অমুসলিম দেশ আছে এভাবে সব ধর্মের জন্য পাবলিক হলিডে থাকে !!

যারা পশ্চিমা দুনিয়ায় থাকেন দেখবেন মুসলমানরা কয়দিনে ভাগ হয়ে ঈদ করে !! তা' সেখানকার সরকারের কাছে ছুটির দাবি কিভাবে করবে !! বলছিলাম ! একটি খুশীর দিনেও সংখ্যায় লঘু মুসলমানরা একতাবদ্ধ হতে পারেনা !! তাই বলি ! দুনিয়ায় ১৭০ কোটি মুসলমানের বাস হলে অভিসম্পাত পাওয়া জাতিতো সংখ্যায় মাত্র লেস দেন ১ কোটি ! মানে আনুপাতিক হারে দশমিক সামথিং !!! এই ১৭০ কোটির ১০০ কোটি এক হলেওতো হারামীর জাতেরা ভয়ে হিস্যু করবে !!

জাকির নায়েককে দেখেছেন ! একজন ডাক্তার প্রানপন চেষ্টায় লিপ্ত মুসলমানদের ইউনিটি বিল্ড-আপের জন্য । কিন্তু মুসলমানরাই তার পিছে লেগে আছে ! তাই মুসলিম ক্লারিক, পন্ডিতদের ফতোয়াবাজিকে এখন আর ভাল লাগেনা । তাদেরকে জাকির নায়েকের শিস্য হতে পরামর্শ দেব !

পরিশেষে ! এ ক্রন্দন থামাতে হলে একতা চাই একতা !! না হয় কেয়ামত পর্যন্ত অথবা ঈসা আঃ এর আগমনের অপেক্ষায় থাকুন আর কান্দুন !!

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244563
১৪ জুলাই ২০১৪ সকাল ১০:৪১
জোনাকি লিখেছেন : হু ঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File