পতাকা লাগাতে গিয়ে নিহতদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করা হবে ফিফা ওয়ার্ল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠানে !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১২ জুন, ২০১৪, ১১:০৩:৩৬ সকাল

দীর্ঘ চার বছর ব্রাজিলে আজ থেকে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল । আমাদের ঐ আসরে খেলার সামর্থ না থাকলে কি হবে ! কোন দলকে সাপোর্ট করে আনন্দ ভাগাভাগি করতে দোষের কি ! আর এই মন্ত্রে উদ্বেলিত হয়ে সারাদেশে বইছে ফুটবলের জোয়ার ।

জার্সি কেনা, বাড়ী বাড়ী পতাকা লাগানো, প্রিয় খেলোয়াড়দের ছবির কার্ড সংগ্রহ, বড় ক্রিনের টিভি কেনা, জরুরী বিদ্যুতের জন্য জেনারেটর বা আইপিএস কেনা ইত্যাদি হরেক রকমের ধুমধাম চলছে ।

আমি তখন হলে ছিলাম, ' ব্রাজিল হেরে গেলে আর্জেন্টাইন দর্শকরা পটকা ফাটিয়ে বেশ আনন্দ করেছিল । পরবর্তীতে আর্জেন্টিনা হেরে গেলে ব্রাজিল সমর্থকরা হলের ডাইনিং রুমে পাকা কাঠাল খেয়ে ঢোল-তবলা বাজিয়ে র‍্যালি করে ফূর্তি করেছিল ।বলছিলাম যাদেরকে নিয়ে আমরা এত মজা করি উম্মাদনায় মেতে উঠি সেই তারা আদৌ বাংলাদেশকে জানে কিনা !! গত কদিনে দেশের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক শকে অন্তঃত জনাতিনেক ফুটবলপ্রেমির অনাকাংখিত মৃত্যু হয়েছে । এদের মৃত্যুর কোন সঠিক ব্যখ্যা আছে কিনা জানিনা, মানে অপমৃত্যু বা আত্মহত্যা কিভাবে নেয়া যায় ।

যাক সেসব কথা ! যে ফুটবল ও তার দেশের প্রতাকা লাগাতে গিয়ে এ মানুষগুলো প্রান হারালো তাদেরকে বিষয়টি জানানো দরকার নয় কি !!! যথাযথ কতৃপক্ষের মাধ্যমে পেলের ব্রাজিল ও ম্যারাডোনার আর্জেন্টিনা ও ফুটবল নিয়ন্ত্রক সংস্হা ফিফাকে বিষয়টি জানানো উচিত বলে মনে করি এবং বাফুফে এ লোকদের স্মরনে ফুটবল আাকৃতির মিনার তৈরী করে শ্রদ্ধা জানাতে পারে !!!!!

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234101
১২ জুন ২০১৪ সকাল ১১:১১
চোরাবালি লিখেছেন : Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox Chatterbox
234106
১২ জুন ২০১৪ সকাল ১১:২৫
হতভাগা লিখেছেন : সাথে প্রতি ম্যাচে নিহতদের স্মরনে ১ মিনিট নিরবতা পালনের এবং কালো ব্যাজ ধারনের আহবান জানাচ্ছি।
১২ জুন ২০১৪ সকাল ১১:২৭
180736
চোরাবালি লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
234157
১২ জুন ২০১৪ দুপুর ০১:০৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File