খতমে বোখারী ও অরাজনৈতিক ইসলাম !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ জুন, ২০১৪, ১০:২৯:৫৫ সকাল
দেশ বরেন্য আল্লামাদেরকে হেলিকপ্টারে চড়ে খতমে বোখারীর জলসায় উপস্হিত থাকতে দেখলে বুকটা আনন্দে ভরে যায় । এই যে খতমে কোরান, খতমে হাদীস, পাগড়ী প্রদান, দস্তারবন্দি, আলিম, ফাজিল, কামিল, দাওরা, উলা ইত্যাদি কত ধরনের যে সার্টিফিকেট দেয়া হয় । কত লক্ষ-লক্ষ আলেম-ওলামা রয়েছে আমাদের দেশে । প্রতি বছর লাখে লাখে বের হচ্ছে ।
এত ওলামারা কোথায় ? ওলামাদের কাজ কি ?
আলেমরা কি শুধু মসজিদের মুয়াজ্জিন, ইমাম, মাদ্রাসার শিক্ষক, ছোট-খাট চাকুরী বা ব্যবসা করে জীবন পার করে দেবেন ? খতমে বোখারীর সার্টিফিকেট দেয়া হল । কিন্তু এই বোখারীতে কি শুধু নামাজ-রোজা ও বিয়ে-শাদীর মাসয়ালা-মাসায়েল রয়েছে ? বোখারীতে কি সুদের ছোট আকারের গুনাহ মায়ের সাথে জেনা করার মত জঘন্য পাপ বলে বয়ান করা হয়নি ? বোখারীতে কি রাসুল সাঃ ও তার সাহাবাদের দ্বীন ইসলামের পালনের কোন বর্নণা নেই ? শুধু কি নামাজ-রোজা করাই পরিপূর্ন ইসলাম ? ইসলামকে শুধু শিখার মধ্যে বন্দী করে ফেললে এ শিখার গুরুত্ব কোথায় থাকলো ?
অরাজনৈতিক হুজুররা রাজনৈতিক হুজুরদের এত সমালোচনা করে কি লাভ ? সমাজের দূর্নীতিবাজ মোড়লদের দেয়া কিছু হাদিয়া-তোহফা ছাড়া পরকালের জন্য এ সমালোচনার কোন ফায়দা নেই ।
এসব অরাজনৈতিক আল্লামাগন শুধু খতমে বোখারী নয়, বোখারীর বাস্তবায়নে এগিয়ে আসবেন । আল্লাহর কাছে এই দোয়া করি ।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বোখারীকে খতম করে কিন্তু সহীহ হাদীস মাযহাবের বীপরিতে গেলে জ্বালা শুরু। তাই খতম করে সব শেষ করে দেয়া হয়।
ঈমাম দুটি অফারই প্রত্যাখান করেছিলেন। এই জন্য শাসক তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ঈমাম বোখারী সে থেকে বাকী জীবন পালিয়ে বেড়িয়েছেন এবং পালিয়ে থাকা অবস্থায় সমরখন্দের খরতন্দ গ্রামে তিনি ইন্তেকাল করেন।
তিনি তার জীবনে কোনদিন বর্তমান আমাদের দেশের আলেমদের মত আমল করেন নি। বরং তিনিও প্রথাগত শাসক শ্রেনীর বিরোধীতা করেছেন, তাদের উপহার গ্রহণ করেন নি। ধন্যবাদ।
আল্লামারা অরাজনৈতিক হলে কি আর করা !
মন্তব্য করতে লগইন করুন