আল্লামা শফী সাহেব জামাতি চক্রান্তে পা দেবেননা !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ৩১ মে, ২০১৪, ০৭:০৬:২২ সন্ধ্যা

হেফাজতের কমিটি ঘোষনা ও শুরা বৈঠকে নগন্য উপস্হিতিতে শফী সাহেবের একটি লিখিত বক্তব্য পাঠ করে শুনান হয় বলে একটি খবর দেখলাম । শফি হুজুর বলেছেন, জামাত-শিবির চাচ্ছে হেফাজতকে দিয়ে গাড়ী ভাংচুর ও হরতাল করে ফায়দা নিতে । প্রায় একিরকম কথা বিএনপির ক্ষেত্রেও বলেছেন । আরো বলেছেন, কেন সরকারের সমালোচনা করবেন ! সরকারের সাথেতো উনাদের কোন দ্বন্দ নেই । উনারা একটি অরাজনৈতিক সংগঠন ।

শফি সাহেবরা সারাটা জীবন জামাতের বদনাম গেয়েই গেলেন । শাহবাগের নাস্তিক ইস্যু নিয়ে যখন দেশ উত্তাল, তখনো শফী সাহেবের মুরীদরা প্রেস কনফারেন্সে জোর গলায় বলেছেন, ' জামাতের দর্শনের সাথে তাদের আকাশ-পাতাল তফাৎ '।

কতগুলো সহজ-সরল মানুষকে জোশ তৈরী করে মাঠে না নামিয়ে, শফী হুজুররা জামাতের সমালোচনা করলে বরং ভালৈ মানায় । মানুষ মনে করে বাবারে কত্ত বড় হুজুর ! অযথা কেন যে রাজনীতি খেলতে আসেন !

সমাবেশ করতে না দিলে সারাদেশ অচল করে দেয়া হবে ! সেখান থেকে লাগাতার অবস্হানের ঘোষনা! সেখান থেকে সরে এসে একদিনের হরতাল । ক্ষনে-ক্ষনে যারা এত মত পাল্টায় তাদেরতো রাজপথে আসার কথা না !! একজন শফী সাহেব কি বলবেন, তাই অন্য হুজুররা লাখ লাখ মানুষকে কোন দিশা দিতে পারেনা । রাতের অন্ধকারে বহু আহত-নিহত হলেও হেফাজতের নেতারা চাচা আপন প্রান বাচাতেই ব্যস্ত থাকলেন । এ ধরনের একটি সংগঠনের নেতাদের মূখে জামাতের সমালোচনা ছাড়া অন্য কিছু আসলেই মানায় না ।

বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228761
৩১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : যেসব হুজুররা নিজেদেরকে অরাজনৈতিক বলেন, তাদেরকে কিছুটা নপংশুক জাতীয় মনে হয় !!!
৩১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
175448
শফিউর রহমান লিখেছেন : দেশ চলে রাজনীতির নীতিতে। অথচ ভাল মানুষ সাজার চেষ্টায় রাজনীতি করি বলে প্রচার করে।
228776
৩১ মে ২০১৪ রাত ০৮:৩৪
জুলকারনাইন সাবাহ লিখেছেন : ভালো লাগলো
০৩ জুন ২০১৪ সকাল ১০:০০
176580
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ভাল থাকুন ।
228789
৩১ মে ২০১৪ রাত ০৯:২৩
হতভাগা লিখেছেন : ৬ই মে মার খাবার পর হেফাজত একেবারে ভয়ে কুঁকড়ে গেছে । তারা এখন সরকারের সাথে সমঝোতার পথে পা বাড়িয়েছে ।
০৩ জুন ২০১৪ সকাল ১০:০০
176579
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হয় ! সরকারের বি টিম মানে ইউনাইটেড উলামা !
228869
০১ জুন ২০১৪ সকাল ০৫:৩৩
তহুরা লিখেছেন : যে হুজুর রাজনীতি করে না ,কিন্তু ভোট দেওয়া ফরজ মনে করে । তারা তাগুতের অনুসারী রাজনৈতিক নেতাদের দাস । যারা আল্লাহর আইনে বিচার করে না তারাই কাফের ।। সূরা মায়েদা-৪৪ আয়াত । সূফীদাবী দার হুজুরদের ভোটে নির্বাচিত নেতারা কোরান বিরোধী আইন পাশ করে জনগণের উপর শাসন চালায় ,ঐ হুজুর গুলো তখন একটু একটু প্রতিবাদ করে পার পেতে চাই!!!!! ভোট দেওয়ার সাথে সাথে তাদেরকে ও আল্লাহ কাফের মনে করেন, তার হুস নেই ।। রাজনীতি করা হারাম ,যারা রাজনীতি করে তাদের পায়ে চুমা দেওয়া হালাল !!!!!!!

০৩ জুন ২০১৪ সকাল ০৯:৫৯
176578
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : জানলাম ।Surprised
228870
০১ জুন ২০১৪ সকাল ০৫:৩৭
তহুরা লিখেছেন : আমি ও অনুরোধ করি জামায়াতের চক্রান্তে পা দিবেন । মাথা দিন ।। পা টা আওয়ামীলীগকে দিন ।
০৩ জুন ২০১৪ সকাল ০৯:৫৮
176575
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হয় ! আমিও তাই মনে করি !
228919
০১ জুন ২০১৪ সকাল ১০:৫২
আমি মুসাফির লিখেছেন : দীনদার লোকেরা যদি রাজনৈতিক ময়দানে কাজ না করেন, তাহলে তাদের এ আচরন এ কথাই প্রমণ করে যে, তারা ধার্মিক হবার কারণে রাজনীতি করা পছন্দ করেন না। এ মনোভাব যারা পোষণ করেন, তাদেরকে রাজনীতি নিরপেক্ষ ধার্মিক বলা যায়। অথচ ধর্মনিরপেক্ষ রাজণীতি যেমন ইসলাম নয়,তেমনি রাজনীতি নিরপেক্ষ ধর্মও ইসলাম নয় ্ রাসুল সাঃ এর জীবনাদর্শ এ দুটোরই বিরোধী।
সুতরাং কতক লোক পরহেজগারীর দোহাই দিয়ে রাজনীতি করা অপছন্দ করলেও রাসুলের সাঃ খাটি অনুসারীদের পক্ষে তা পছন্দ না করে কোন উপায় নেই ।
০৩ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
176573
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : অনেক সুন্দর কথা বলেছেন ।
228947
০১ জুন ২০১৪ দুপুর ১২:৩৫
আব্দুল গাফফার লিখেছেন : ইসলাম ধর্মে কি রাজনীতি হারাম ? এত অরাজনীতি বলে জাহির করে কি লাভ ।
০৩ জুন ২০১৪ সকাল ০৯:৫৬
176571
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : শুশীল হুজুর সাজা !
229020
০১ জুন ২০১৪ দুপুর ০৩:২১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হেফাজত নিয়ে আমি সেই তখন ফেবুতে বলেছিলাম- ‘ছাগল দিয়ে কখনো লাঙল টানানো যায় না। লাঙল টানানোর জন্য বলদের দরকার হয়।’
ছাগল দিয়ে লাঙল টানাতে যাওয়াও এক ধরনের ছাগলামী সো এর কোন মানেই হয় না। আপনি সুন্দর বলেছেন অনেক ধন্যবাদ
229024
০১ জুন ২০১৪ দুপুর ০৩:২৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হেফাজত নিয়ে আমি সেই তখন ফেবুতে বলেছিলাম- ‘ছাগল দিয়ে কখনো লাঙল টানানো যায় না। লাঙল টানানোর জন্য বলদের দরকার হয়।’
ছাগল দিয়ে লাঙল টানাতে যাওয়াও এক ধরনের ছাগলামী সো এর কোন মানেই হয় না। আপনি সুন্দর বলেছেন অনেক ধন্যবাদ
০৩ জুন ২০১৪ সকাল ০৯:৫৬
176569
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : খারাপ শুনালেও কঠিন বাস্তবতা ।
১০
229075
০১ জুন ২০১৪ বিকাল ০৫:০৫
ইয়াফি লিখেছেন : আল্লাহ মাপ করুক!
০৩ জুন ২০১৪ সকাল ০৯:৫৫
176567
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : পরিশেষে সেটাই ভরসা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File