তসলিমা নাসরিনের অসুস্হতা ও মৃত্যু ভয় !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৩ মে, ২০১৪, ১১:৩১:০৯ সকাল

পরীক্ষা-নীরিক্ষার পর যখন দেখা গেল এটা আসলে ক্যন্সার নয় বেনিন লাম্প ! আমিতো ঘাবড়ে গিয়েছিলাম ।-তসলিমা নাসরিন ।

ইসলাম ও মুসলমানদের নিয়ে কুরুচিকর লিখাযোখা করে রাতারাতি বিখ্যাত বনে যাবার স্টাইলটা তসলিমা ষোলআনাই কাজে লাগিয়েছেন ।

আমার জানার আগ্রহটা হল তসলিমা নাসরিন ভয় পেয়ে গেলেন কেন ? উনিও কি তাহলে মৃত্যুকে ভয় পান ? কেন ?

তসলিমা নাসরিনের কাছে কয়েকটি বার্তা টুইট করেছিলাম । যেমন, ' বোন, ইসলাম এমন একটি সুন্দর ধর্ম ! যা আপনার অতীতের সকল কর্মকান্ডকে একদম ধুয়ে-মুছে সাফ করে দিয়ে আবার সাদরে গ্রহন করবে । আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে তওবা করুন। কেউ না গেলেও আমি ফুলের মালা নিয়ে বিমান বন্দরে আপনাকে বরন করে নিবো '।

টুইটের কোন প্রতিক্রিয়া কখনো পাইনি । ইদানিং উনার মৃত্যু চিন্তা নিয়ে পেরেশান দেখে আবার আহ্বান জানাই । ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন । মৃত্যু শুধু ক্যন্সারের কারনেই হয়না । তবে সকলকেই একদিন মরতে হবে ।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224996
২৩ মে ২০১৪ সকাল ১১:৩২
ওরিয়ন ১ লিখেছেন : আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমীন।
225004
২৩ মে ২০১৪ সকাল ১১:৫০
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আমীন।
225009
২৩ মে ২০১৪ দুপুর ১২:০৩
হতভাগা লিখেছেন : তাসলিমা নাসরিন এখন তার তলোয়ার আরও বেশী করে শান দেবেন
২৩ মে ২০১৪ দুপুর ১২:০৭
172175
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হতভাগা, আর যাই বলেন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখতে পেলে তা সে যতবড় যেই হোকনা কেন, তখন শুধু একজনকেই মনে পড়ে আর তিনি মহান আল্লাহ ।
225015
২৩ মে ২০১৪ দুপুর ১২:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : একজন অর্ধ শিক্ষিত মূর্খ তসলিমা নাসরিনকে নিয়ে এতো আলোচনা সমালোচনার কি আছে? সে তো একজন যৌন উম্মাদ ছাড়া আর কিছুই নয়। অন্তত তার লেখালেখিতে সেটাই প্রমাণিত হয়। পারলে ওয়াফা সুলতান, আমেনা ওয়াদুদ, এরশাদ রামজির মত শেয়ানা, শিক্ষিতা ধূর্তদের ব্যাপারে আলোচনা করুন। জবাব দিন তাদের কথাবার্তার, মোকাবিলা করুন মেধা, দক্ষতা ও যুক্তি দিয়ে তাদের! তেজলিমা নাসরিনের শরীরের তেজ ফুরিয়ে যাচ্ছে বিধায় এমনিতেই নারীখোরদের কাছে তার কদর কমে যাচ্ছে। ধর্মীয় জ্ঞান তো তেজলিমার ভান্ডারে একদম শুন্য মনে হচ্ছে। হেতির ব্যাপারে খামোখা মাথার ঘাম ঝড়িয়ে সময় নষ্ঠ করে গ্যাঞ্জাম সৃষ্টির ব্যর্থ চেষ্টার হেতু কি?
225035
২৩ মে ২০১৪ দুপুর ০২:৫৬
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ভাই, আপনি যা বলেছেন !!
[...আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে তওবা করুন। কেউ না গেলেও আমি ফুলের মালা নিয়ে বিমান বন্দরে আপনাকে বরন করে নিবো '[/b]

দেখেন, আপনি ঠেলা সামলাতে পারেন কি-না।
225131
২৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : দেখুন, ইসলামের রুপ কথার গল্প কেন বিশ্বাস করতে হবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File