তসলিমা নাসরিনের অসুস্হতা ও মৃত্যু ভয় !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৩ মে, ২০১৪, ১১:৩১:০৯ সকাল
পরীক্ষা-নীরিক্ষার পর যখন দেখা গেল এটা আসলে ক্যন্সার নয় বেনিন লাম্প ! আমিতো ঘাবড়ে গিয়েছিলাম ।-তসলিমা নাসরিন ।
ইসলাম ও মুসলমানদের নিয়ে কুরুচিকর লিখাযোখা করে রাতারাতি বিখ্যাত বনে যাবার স্টাইলটা তসলিমা ষোলআনাই কাজে লাগিয়েছেন ।
আমার জানার আগ্রহটা হল তসলিমা নাসরিন ভয় পেয়ে গেলেন কেন ? উনিও কি তাহলে মৃত্যুকে ভয় পান ? কেন ?
তসলিমা নাসরিনের কাছে কয়েকটি বার্তা টুইট করেছিলাম । যেমন, ' বোন, ইসলাম এমন একটি সুন্দর ধর্ম ! যা আপনার অতীতের সকল কর্মকান্ডকে একদম ধুয়ে-মুছে সাফ করে দিয়ে আবার সাদরে গ্রহন করবে । আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে তওবা করুন। কেউ না গেলেও আমি ফুলের মালা নিয়ে বিমান বন্দরে আপনাকে বরন করে নিবো '।
টুইটের কোন প্রতিক্রিয়া কখনো পাইনি । ইদানিং উনার মৃত্যু চিন্তা নিয়ে পেরেশান দেখে আবার আহ্বান জানাই । ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন । মৃত্যু শুধু ক্যন্সারের কারনেই হয়না । তবে সকলকেই একদিন মরতে হবে ।
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
[...আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে তওবা করুন। কেউ না গেলেও আমি ফুলের মালা নিয়ে বিমান বন্দরে আপনাকে বরন করে নিবো '[/b]
দেখেন, আপনি ঠেলা সামলাতে পারেন কি-না।
মন্তব্য করতে লগইন করুন