একটি অপয়া উপাখ্যান -
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৫ মে, ২০১৪, ০৫:২২:১৩ সকাল
আমাদের বন্ধুদেশ ভারতের কল্যানে যদি দেশের নদ-নদী শুকিয়ে দেশটি মরুকরন হয় এবং আজ থেকে অনেকদিন পরে শুকিয়ে যাওয়া নদী থেকে বালু সংগ্রহ করতে গিয়ে মানুষের হাড়গোড় পাওয়া যায় !!!! তাহলে - পৈত্রিক সূত্রে প্রাপ্ত বালু ব্যবসায়ী বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের পরিবার ও তার সহযোগীরা সে হাড়গুলো সংগ্রহ করে মুক্তিযুদ্ধ জাদুঘরে পাঠিয়ে দেবে এবং যেখানে যেখানে মানুষে হাড় পাওয়া যাবে তার লাগোয়া একটি করে শহীদ মিনার তৈরী করে বছর বছর বিশেষ বিশেষ দিনে সেখানে ফুল দিতে যাবেন আরেক বিশিষ্ট মুক্তিযোদ্ধা ওসমান পরিবারের লোকজন । একি সাথে নুর হোসেনের পরিবারের কেউ বাদী হয়ে ভিকটিম নজরুল ইসলাম হত্যার জন্য গোলাম আজমের বংশধরদের কারো বিরুদ্ধে মামলা ঠুকে দেবে । স্বাক্ষী হিসেবে সহযোগী কিলারগ্রুপের সদস্যদের পরিবারের লোকজন এগিয়ে আসবে ।
বালুর ব্যাবসা করতে গিয়ে একি সাথে চেতনার ব্যবসাও হয়ে যাবে । বন্ধুদেশ ভারতের কল্যানেই যেহেতু নদীর তলদেশ থেকে মানুষে হাড়গোড় পাওয়া যাবে ! তাই নিজেরা অসভ্য না হলে মুক্তিযুদ্ধের দরদী হিসেবে তাদেরকেও ধন্যবাদ দেয়া যাবে !!!
হে প্রভু, চেতনাধারীদের কল্যানে 'গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছের' সেই কালের প্রবচন পাল্টে গিয়ে এখন 'সংসদ ভর্তি শুয়র (সংসদ এখন শুয়োরের খোয়াড়-শফিউল আলম প্রধান) আর নদী ভর্তি লাশে' রুপ নিয়েছে ।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন