জরুরী মূহুর্তে কাকে ফোন দেবেন ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০২ মে, ২০১৪, ১২:১৯:৪৩ দুপুর
দুনিয়ার প্রায় সব দেশেই আইনশৃংখলা রক্ষার কাজে নিয়োজিত একটি বাহিনি থাকে । ইংরেজিতে যাকে 'Police' বলা হয়ে থাকে । যে কোন ধরনের বিপদাপদ বা ইমারজেন্সি সিচুয়েশনে মানুষ এ বাহিনিকেই কল দিয়ে থাকে । অনেক দেশেই এসব নাম্বারে কল দেয়ার জন্য কিছু ফ্রি ডায়ালিং কোড থাকে । যেমন অষ্ট্রেলিয়ায় '০০০' ।
ইমারজেন্সিতে কল দিয়ে প্রায় সবধরনের ইমারজেন্সি (মেডিক্যাল, ফায়ার, পুলিশ ইত্যাদি) সেবার অপশন থেকে পছন্দ করতে হয় । যথাসম্ভব দ্রুত সময়ে সেবা আপনার কাছে পৌছে যাবে ।
অথচ আমাদের দেশে যেমন রোগী সংকাটপন্ন না হলে কেউ হাসপাতালে নেয়না । তেমনি আর কোন উপায়ান্তর না থাকলে শুধু তখনি মানুষ থানায় যায় । কারন একটিই ! দেশের সেবায় নিয়োজিত এ বাহিনিটি বর্তমানে এমন এক কদর্য চেহারা ধারন করেছে, যাদের নাম শুনলেই অজানা আতংক ভর করে । মানুষর নিরাপত্তা নয়, মানুষকে গ্রেফতারের নাম করে যেমন কাড়ি কাড়ি টাকা হাতাচ্ছে, তেমনি খুন-গুমের সাথে পুরোমাত্রায় জড়িত হয়ে পড়েছে । সর্বশেষ বির্বতকর অবস্হায় পড়ে বাধ্য হয়ে সরকার ইউনিফর্ম ছাড়া এ বাহিনির অভিযান সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে ।
তাহলে ইমারজেন্সিতে কাকে কল দেবেন ? দেশের এ সংগীন অবস্হায় চোখ বন্ধ করে দয়াময় আল্লাহকে ডাকা ছাড়া দ্বিতীয় আর কোন পথ নেই ।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন