ক্ষমতা ও গন্জিকার নেশা !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ৩১ মার্চ, ২০১৪, ১০:৪২:০৩ সকাল

এক ছিলিমে যেমন তেমন

দুই ছিলিমে মজা,

তিন ছিলিমে বাউল মন রাজা । ছন্দে ছন্দে গন্জিকার বহুমূখীকরন ।

আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মত একটি দেশ একবিংশ শতাব্দিতে এসে মাত্র আবিষ্কার করতে পারল গন্জিকা সেবন উপকারী এমনকি এইডস ও ক্যান্সারের জীবানু প্রতিরোধীও বটে ।যারা এত আধুনিক প্রযুক্তির সাথে বহুদিন ধরে সম্পৃক্ত তারা কিনা মাত্র কদিন আগে এ বিষ্ময়কর বিষয়টি আবিষ্কার করল ! ইস কেনযে তারা আরো আগে বিষয়টি বুঝতে পারলনা । তাতে লাখ বনিআদম হয়ত এ রোগে অক্কা পেতনা !!

আমার মত তাজ্জব বনে গেলে বা বিশ্বাস করতে কষ্ট হলে বর্তমান বাংলাদেশ সরকারের কাজকর্মের সাথে মিলিয়ে নিন।

গাজার চাষ করলে তা উৎপাদন থেকে নিয়ে বিপনন পর্যন্ত একটি বড় অংকের অর্থনীতি সম্পৃক্ত আর তাতে অনেক লোকের একটি কর্মসংস্হান হবে, হোকনা তা মাতাল করে দেয়ার মত নেশা !! মন্দা অর্থনীতিতে ক্ষতি কি !!!

ক্ষমতায় থাকলে যেমন কেয়ারটেকার অগনতান্ত্রিক হয়, তেমনি ক্ষমতায় যেতে হলে একি পদ্ধতির সরকার আন্দোলনের ফসল হয়, জনগনের ভোটাধিকার হয়, এবং যা অর্জনের খেতাব হয় গনতন্ত্রের মানস কন্যা হোকনা তা অগনতান্ত্রিক সরকারের আগমন ।

বড় ভাই সুলভ আচরন এমনি হবে, যখন আমার দরকার শুধু তখনি এটা জায়েজ ! অন্যথায় হারাম ।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200706
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নওগার আবার উন্নতি হবে তাহলে।
200754
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:১০
egypt12 লিখেছেন : চেতনার নেশায় মাতাল আমাদের ক্ষমতাসীন দল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File