অভিনব বিয়ে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২০ মার্চ, ২০১৪, ০৫:৪২:৪৮ বিকাল
বিভিন্ন রকমের বিয়ের গল্প আপনারা শুনেছেন । যেমন: প্রেমের বিয়ে, পালিয়ে বিয়ে, জোর করে তুলে নিয়ে বিয়ে, শালিসি বিয়ে অথবা দুই পক্ষের সম্মতি ও পারিবারিক যোগাযোগের মাধ্যমে বিয়ে ইত্যাদি । কিন্তু কেউ কি শুনেছেন, কোরান স্বাক্ষী রেখে বা আকাশ-বাতাস স্বাক্ষী রেখে কিংবা আল্লাহকে স্বাক্ষী রেখে বিয়ে !!!
চলুন দখে নেয়া যাক এধরনের একটি বিয়ের ঘটনা -
ছেলে মেয়ে দু'জনাই অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের । পড়াশুনায়ও মাশা'আল্লাহ বেশ ভাল । দু জনার মাঝে ভাব বিনিময় ও মন দেয়া নেয়া হয়েছে । মানে সোজা কথায় যাকে বলে হেরা পিরিত করে । তা পিরিতি করতে গেলেত একসাথে বাইরে খেতে হয়, ঘুরতে যেতে হয় বোটানিক্যাল গার্ডেন, বই মেলা ইত্যাদি কত জায়গায় যেতে হয় । রিক্সায় পাশাপাশি বসতে হয় । একসময় আনমনে প্রেমিকের নাক ধরে টিপে দিতে হয় । তারপর আস্তে আস্তে কত কিছু হয় । শুধু শ্রীকৃষ্নের লীলা খেলাটা বাকী থাকে ।
একদিন সে জুটির ঘুরতে গিয়ে ফিরতে রাত হয়ে গেলে লীলা খেলার সাধ জাগল । কিন্তু বাধ সাধল বিয়ে ছাড়া এ অপরাধ কর্ম কিভাবে সারবে ! তারপর দু'জনে অজু করে আল্লাহকে স্বাক্ষী রেখে দেনমোহর ঠিক করে দুনজনারি সম্মতিতে অভিনব বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । তারপর বিয়ের পর মানুষ যা যা করে উনারাও তাই করলেন ।
কি মচৎকার বিয়ে তাইনা ! আল্লাহ কইছেন মাইনষেরে স্বাক্ষী রাইখা বিয়ে করবা । হেরা লজ্জায় মাইনষেরে স্বাক্ষী রাখতে চায়না । স্বয়ং আল্লাহরে স্বাক্ষী মাইনা লয় ।
খবরদার কইলাম ! ১৪ ফেব্রুয়ারীর জোশেতো হুশ থাকেনা । তাই সাবধান ! এরকম বিয়ে কইরা না শোধরাইলে কিন্তু আজীবন ব্যাভিচারে লিপ্ত হওয়ার ফ্রি গুনাহ হাসিল করতে থাকবেন ।
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন