এরশাদের জন্য হলেও সাঈদীর জন্য হবেনা !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪২:৫১ সকাল

সাবেক সামরিক স্বৈরশাসক এরশাদ এখন বোধহয় আর স্বৈরাচার নয় । নাহয় মুক্তিযুদ্ধের চেতনাধারী গনতন্ত্রের মানসকন্যা বংবন্ধু তনয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয় কিভাবে !!!! কি অদ্ভূত দুনিয়া ! যুবলীগ কর্মী নূর হোসেনকে পূনজীবন দিলে প্রথমেই প্রশ্ন করবে, আমার রক্তে আপনি গনতন্ত্রের মানসকন্যা হয়ে আমার খুনিকে আদর করে আপনার সহকারী কিভাবে নিয়োগ করলেন ?

জেনারেল মন্জুর হত্যা মামলায় বিচারক যখন রায়ের দিন ঘোষনা করেছিলেন অতঃপর চটজলদি সেই জজের বদলির ঘোষনাতেই দেশবাসী বুঝতে পেরেছিল কি হতে যাচ্ছে । বিচারক বদলি হল তাই নতুন বিচারকের মামলার মোটিভ বুঝতে আবার শুনানির দরকার হল !! অতঃপর পূনতদন্তেরও দরকার হল !!!

কিন্তু বিচারপতি যখন মামলার কার্যক্রম শেষ হবার আগেই বেলজিয়াম থেকে রায়ের খসড়া তৈরী হয়ে আসে, যখন জাস্টিস ও আইনজীবিদের খাস কামরায় আলাপের বিষয় উম্মুক্ত হয়, যখন একটি রায়ের জন্য সরকার কিভাবে পাগল হইয়া যায়,যখন কাউকে প্রানদন্ড দেবার বিনিময়ে আপিল বিভাগে পদোন্নতির আশ্বাস আসে, যখন আদালত চত্বর থেকে দিনেদুপুরে স্বাক্ষীকে অপহরন করা হয়, যখন সেফহোমের নামে সরকারী খরচে স্বাক্ষী প্রশিক্ষনের ব্যবস্হা করা হয়, যখন শিকদারকে সাঈদি বলে চালিয়ে দেয়া হয় তখন পর্বতসম কেলেংকারী মাথায় নিয়ে বিচারপতি সরে গেলেও মামলা নতুন করে তদন্ত করতে হয়না !!!!!!!!!!

কেন করতে হবে ? উনি যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি । উনার কন্ঠে তওহীদের বানী শুনলে যে মুনাফিকদের অন্তরে ভীতির কম্পন সৃষ্টি হয়। তাই উনাকে ঝুলিয়ে দিতে পারলেই বাতিলের সফলতা ।

াআমরা দূর্বলরা আর কি করবো ? রক্ততো আর কম ঝরলনা! আল্লাহর পরিকল্পনা ও ইচ্ছার উপর ঈমান রেখে আপাতত দিন গুনছি। তবে অবস্হার আলোকে মনে হয় আবদুল কাদের মোল্লাহর রায়কে সঠিক প্রমানের জন্য এযাত্রায় মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে নিষ্কৃতি দেয়া হতে পারে ।

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184344
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, সহমত পোষন করছি
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৭
136445
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আমাদের বিচারালয় !!
184385
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এরশাদে পোষা জরুরি। সাঈদি কে হত্যা করা জরুরি। সেই জন্যই একই যাত্রায় পৃথক ফল।
184497
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখানেই রইয়াছে ঈমানের পার্থক্য
184681
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
সজল আহমেদ লিখেছেন : বংবন্ধু!! :D

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File