একদম চুপ ! বিদ্যুতের দাম নিয়ে কেউ চিল্লাইবিনা !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৮:২৫ সকাল
কি অবাক দুনিয়া ! একবার কয়, লোড শেডিং দিয়া বুঝামু বিদ্যুৎ কারে কয় ! এবার কয় খামোশ !
বলি কি, বিদ্যুতের দাম কি তোর বাপে দেয় ! আমরা পাবলিক বিদ্যুত ব্যবহার করি, আমরা টেকা দেই । তোদের পাঠিয়েছি পাবলিকের কেরানি হিসেবে যাতে আমাদের ন্যায্য পাওনাটুকু বুঝে পাই । বিনিময়ে তোরা সম্মানি পাবি ।
গত ক'বছর শুধু কুইক-রেন্টাল কুইক শুইনা গেলাম । আগে বিদ্যুত পাইতাম ৪ঘন্টা আর এখন পাই সাড়ে৪ ঘন্টা । কিন্তু দামতো বাড়ছে কমছেকম ৭বার । লাভের বেলায় কি অইল ! শুধু দামটাই বাইড়া গেল ।
পাবলিকের হগলেরতো টেন্ডারবাজি আর ধান্ধাবাজির টেকা পকেটে নাই । সুতরাং কতা কইলে বুইঝা কইতে অইব ! জনগন কারো বাপের টেকায় চলেনা । বরং তোমরাই চল জনগনের টেকায় ।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২০০৬-২০১৪ দেশের মানুষ ও কলকারখানার চাহিদা কয়েকগুন বেড়েছে । উৎপাদন সে অনুযায়ী বেড়েছে কিনা ।
াআগের সরকার খালি খাম্বাই সাপ্লাই দিছে আর টেকা বানাইছে । আর এ সরকার খালি কেন্টাল কুইক কইরা বানাইতাছে । রেন্টাল হোক আর খাম্বাই হোক, মাঝখানে সরবরাহ ও বিতরনের জন্য ট্রান্সমিশনের ক্ষমতা তেমন একটি বাড়ে নাই । তাই এ মূহুর্তে ১০ নয় ১৫হাজার জেনারেশন হলেও ট্রান্সমিশন লাইনের ক্ষমতার কারনে ৬০০০হাজারের বেশী সাপ্লাই দেয়া সম্ভব নয় । আমরা পাবলিক ইতার খবর রাখিনা, খালি চিল্লাই ।
এদের সাইজে আনতে শেখ হাসিনার বিকল্প নেই ।
সারাটা জীবন মিথ্যেতে ডুবে থাকা বাংলাদেশীরা সত্যের মুখোমুখি হতে সাহস করে না ।
মন্তব্য করতে লগইন করুন