একদম চুপ ! বিদ্যুতের দাম নিয়ে কেউ চিল্লাইবিনা !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৮:২৫ সকাল

কি অবাক দুনিয়া ! একবার কয়, লোড শেডিং দিয়া বুঝামু বিদ্যুৎ কারে কয় ! এবার কয় খামোশ !

বলি কি, বিদ্যুতের দাম কি তোর বাপে দেয় ! আমরা পাবলিক বিদ্যুত ব্যবহার করি, আমরা টেকা দেই । তোদের পাঠিয়েছি পাবলিকের কেরানি হিসেবে যাতে আমাদের ন্যায্য পাওনাটুকু বুঝে পাই । বিনিময়ে তোরা সম্মানি পাবি ।

গত ক'বছর শুধু কুইক-রেন্টাল কুইক শুইনা গেলাম । আগে বিদ্যুত পাইতাম ৪ঘন্টা আর এখন পাই সাড়ে৪ ঘন্টা । কিন্তু দামতো বাড়ছে কমছেকম ৭বার । লাভের বেলায় কি অইল ! শুধু দামটাই বাইড়া গেল ।

পাবলিকের হগলেরতো টেন্ডারবাজি আর ধান্ধাবাজির টেকা পকেটে নাই । সুতরাং কতা কইলে বুইঝা কইতে অইব ! জনগন কারো বাপের টেকায় চলেনা । বরং তোমরাই চল জনগনের টেকায় ।

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183751
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৫
135938
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : কি সুন্দর লাগল বুঝলামনা ! তা ধন্যবাদ আপনাকে ।
183765
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১০
সজল আহমেদ লিখেছেন : হ্যা জনগনের টাকাই গড়েছে তারা রাজপ্রসাদ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৮
135941
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : মানুষ ভাবে এক হয় আরেক ! যে খেয়ে না খেয়ে থাকে তারও দিন যায়, আর যে রাজপ্রাসাদে থাকে তারও । মরনপাখি যথাসময়েই হাজির হবে । রাজপ্রাসাদ আর কুড়েঘর সবস্হানে অবাধে বিচরন তার ।
183771
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৮
শেখের পোলা লিখেছেন : হাঁ, ভোট না দেওয়ার মজা টের পাবেন এবার৷
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
135942
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হয় মজাতো সেই ৭২ থেইক্কাই টের পাইতেআছি !
183792
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৩
নূর আল আমিন লিখেছেন : মজার ঠেলায় ঘিরা ঘারা ব্যাতা করে
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৪
135961
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ইলেকট্রিক শক কার্যকরী । যারা চিল্লাচিল্লি বন্ধ করতে কয় তাদের জন্য উপকারী হবে ।
183795
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিদ্যুতের দাম নিয়া চুপই নাহয় থাকলাম কিন্তু দশ হাজার মেগাওয়াট কোথায় গেল তা জানতে চাইতে পারি কি?
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১০
135964
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আসুন অংক কষি ।
২০০৬-২০১৪ দেশের মানুষ ও কলকারখানার চাহিদা কয়েকগুন বেড়েছে । উৎপাদন সে অনুযায়ী বেড়েছে কিনা ।
াআগের সরকার খালি খাম্বাই সাপ্লাই দিছে আর টেকা বানাইছে । আর এ সরকার খালি কেন্টাল কুইক কইরা বানাইতাছে । রেন্টাল হোক আর খাম্বাই হোক, মাঝখানে সরবরাহ ও বিতরনের জন্য ট্রান্সমিশনের ক্ষমতা তেমন একটি বাড়ে নাই । তাই এ মূহুর্তে ১০ নয় ১৫হাজার জেনারেশন হলেও ট্রান্সমিশন লাইনের ক্ষমতার কারনে ৬০০০হাজারের বেশী সাপ্লাই দেয়া সম্ভব নয় । আমরা পাবলিক ইতার খবর রাখিনা, খালি চিল্লাই ।
183804
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১১
সুমন আখন্দ লিখেছেন : বিদ্যুতের দাম বাড়ালেও পাবলিকের খরচ বাড়বে না, কিভাবে? রানীকারের উক্তির আলোকে আলোচনা কর।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
135966
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : যে কয়গুন দাম বাড়বে ঠিক সে কয়গুন ব্যবহার কমিয়ে দিতে হবে । সাথে ফ্রিতে লোডশেডিংতো আছেই । কি বলেন ?
183833
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
হতভাগা লিখেছেন : বাংলাদেশীরা হচ্ছে মাইরের ভক্ত । এরা বেয়াড়া , গোঁয়াড় এবং অকৃতজ্ঞ ।

এদের সাইজে আনতে শেখ হাসিনার বিকল্প নেই ।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:০৬
136398
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ঠিক ভারতীয় সিনেমা গুন্ডের মত ! বাংগালদেরকে এভাবেই সাইজ করতে হয়, তাইনা ?
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৩
137355
হতভাগা লিখেছেন : গুন্ডেতে সত্যটিই দেখানো হয়েছে

সারাটা জীবন মিথ্যেতে ডুবে থাকা বাংলাদেশীরা সত্যের মুখোমুখি হতে সাহস করে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File